নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

দহন

১২ ই জুলাই, ২০১৪ রাত ১:১১

আমার ভীষণ প্রিয় একটা যায়গা আছেঃ

অবিরাম বসে থেকে জ্যোৎস্না উপভোগ করা যায় সেখানে, নদীতে চাঁদের আলো সাঁতার কাটে। মাঝে মাঝে নৌকোর ভেতরে দেখা যায় হারিকেনের অলস আলোয় দুই-এক জেলে জীবিকার জন্য ফাঁদ পেতে বসে আছে। দূরের একটি মফস্বলকে দেখে মনে হয় নগর হয়ে উঠার মহড়া দিচ্ছে। একটি শ্মশান এবং মৃতপ্রায় একটি ইটের ভাটাও চোখে পড়ে সেখান থেকে। আকাশটা বনে যায় বিশাল একটা তারার চাঁদোয়া!! অব্যাক্ত এক ছন্দে বাতাস বয়। আশেপাশেই আছে কিছু পেঁচার বাসা...পেঁচার পাখা ঝাপটানো আর ডাকাডাকি শুনে মনে হয়, নিশাচর হয়েও নিজেদের জগতে এরা অনেক স্বতঃস্ফূর্ত। তাদের দেখে যেমন আমরা খুব আনন্দিত হই না, ঠিক তেমনি তারাও আমাদের কালো ধোঁয়া আর যন্ত্রদানবদের থেকে দূরে থাকে!





লোকালয় থেকে বেশ দূরে রাত্তিরের নিঃসঙ্গ সেতুটি আমার খুব প্রিয়। নিজেকে খুব অক্লান্ত মনে হয় সেখানে। অন্যরকম এক নীরবতায় ডুব দেয়া যায়; যা বুঝিয়ে দেয় একাকিত্বের তত্ত্বের যতো ভুল। ইচ্ছে হলেই টেলিপোর্ট করে চলে যাওয়া যেতো যদি!!! ভেবে অবাক হই, শুধুমাত্র রাত একটি পরিবেশকে কতটুকু বদলে দেয়!!



"পেঁচার ধূসর পাখা উড়ে যায় নক্ষত্রের পানে-

জলা মাঠ ছেড়ে দিয়ে চাঁদের আহবানে

বুনো হাঁস পাখা মেলে- শাঁই শাঁই শব্দ শুনি তার;

এক-দুই-তিন চার-অজস্র-অপার।"

(জীবনানন্দ দাশ)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:১২

আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, :)
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। :-B

১৪ ই জুলাই, ২০১৪ রাত ১১:০৭

বাদামী রাইফেল বলেছেন: অনুপ্রেরণা পেলাম, ধন্যবাদ আপনাকে। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.