নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

কিছু শপথ যা বিক্রি হবে

১২ ই জুলাই, ২০১৪ রাত ২:২৩

সস্তায় কিছু শপথ বিক্রি হবে।

রাজনীতির ময়দানে হবে শপথের কাঙ্গালিভোজ,

সফেদ পাখি উড়িয়ে হবে শান্তির আহবান।



সিংহাসনের জন্যে যে শপথ রয়েছে

-চড়া মূল্যে সে শপথ কিনে নেবে কেউ,

পার্লামেন্টে হবে শপথের কোরাস।



বিচার করবেন?

শপথ করে নিন-কখনো অবিচার করবেন না বলে

কোর্টের কাজ সহজ নয়!

কিছু নীতিবাক্য পাঠ করে নিন আগে।

অন্তরঙ্গ হোন শপথ পাঠ করে;

বিশ্বস্ততা এখানে নিতান্তই মূল্যহীন,

তাই চিন্তা করার আগেই শপথ নিন!



থামিয়ে দিন মুক্তচিন্তার উদ্দাম ধারা!

শপথের বেড়াজালেই থাকুক চিন্তার ফসল;

বাগানের ফুলগাছগুলোকে বাড়তে দেবেন না

তাদের মতো করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.