নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

অদৃশ্য

১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৪:০৫

রাস্তার মোড়ে মোড়ে ঘুরে বেড়ায় সে। কখনও চিৎকার করে কথা বলে, কখনও পথের এক কোণে নিঃশব্দে শুয়ে ক্লান্তি এড়ায়। অপার আকাশের চাঁদ-তারাগুলো তাকে কতটুকু শৈল্পিক করে তোলে,অথবা শীতের ভোরে সরিষাফুলে লেগে থাকা শিশিরকণা তার মনকে কতটুকু প্রভাবিত করে- এগুলো সকলের ভাবনার অতীত। নাগরিকদের তুমুল ব্যাস্ততার ভীড়ে তার জীবন নিতান্তই মূল্যহীন, প্রাত্যহিক দিনরাত্রিতে তার বক্তব্যগুলো শুধুই পাগলামী। আমাদের ভুলগুলোর দিকে আঙুল তোলে বলে সে দূষিত। চোখের সামনে আমাদের বানানো আবরণটিই তাকে পৃথক করে রাখে। তার ক্ষুধা এবং মলিন বস্ত্র কেউ দেখে না কিন্তু অবজ্ঞা সে ঠিকই পায়।



...এবং তারপরও আমরা সভ্য। আমাদের বিবেক প্রখর। আপন কাজে আমরা সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ। এতো সব ভাবনার সময় আমাদের কোথায়?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.