নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

চিঠি হারিয়ে গ্যাছে! (১৫-০৯-২০১৪)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:২২

জানলার পাশেই আকাশ।

দীর্ঘ ছয়টি রাত শেষে

তুমি অপেক্ষার হাত থেকে ছুটি পেলে।

হাতের গোলাপী খাম থেকে

বেরিয়ে এলো তোমার দীর্ঘশ্বাস!



অনেকদিন পর চিঠি তোমায় পেলো,

চিঠিও চাঁদের কথা বলে।

আর স্বপ্নগুলো স্মৃতির মতন টাটকা!



জানলার পাশেই মস্ত আকাশ।

তুমি চাইলে একটি নদী দেখতে পারো;

কাশবন ছাড়িয়ে

সেই নদীতে চাঁদ উঠেছে- আর আকাশ ভরা তারা।

জানলার পাশের পৃথিবীটা ভীষণ বড়।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৬:৩৩

দুখাই রাজ বলেছেন: ''জানলার পাশের পৃথিবীটা ভীষণ বড়। ''

ভীষণ সুন্দর লিখেছেন । শুভ সকাল ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৪

বাদামী রাইফেল বলেছেন: আপনাকে ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৫০

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ভীষণ সুন্দর লাগলো --- শুভকামনা রইল

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

বাদামী রাইফেল বলেছেন: ধন্যবাদ, আপনার জন্যও শুভকামনা!

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর কবিতা ++

ভালো থাকবেন :)

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

বাদামী রাইফেল বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন

৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৩৫

সুমন কর বলেছেন: সুন্দর !!

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৭

বাদামী রাইফেল বলেছেন: ধন্যবাদ!

৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৩

বাংলার পাই বলেছেন: এক কথাই অসাধারণ। ++++

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮

বাদামী রাইফেল বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.