নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

এই যুদ্ধের শেষে(৩০/১২/২০১৪)

৩০ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৬:৩৯

গানের শুরুতে যুক্তি ছিলো না
-শুধু শরতের সকালের একটু রোদ।
সবকিছু যদি জড়ানো যেতো সমীকরণ মেনে!

ছায়ার মতোন অসম্ভবগুলোর ভীড়ে
কল্পনা দাঁড়িয়ে ছিলো
-আদর্শের দেয়ালের ওপাশে।
এপাশটা স্যাঁতস্যাঁতে একঘেয়ে।

তারপর-
পুরোনো শার্ট গায়ে সংশয়ের যুদ্ধ!
রণাঙ্গনের মাইন-বোমা–বুলেট পেরিয়ে
জন্মের পর আরেকটি জন্মের জন্যে
কোনও যুক্তি ছিলো না।

আস্তিনে ভালোবাসা ছিলো।
তুমি রঙিন আমি সাদাকালো।
সন্ধ্যে হয়ে যায় বিকেল গড়িয়ে;
বিকেলটা সন্ধ্যে হয়ে যায়!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৯:১৫

নীল আতঙ্ক বলেছেন: ভালো লাগা রইলো। :D

৩১ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

বাদামী রাইফেল বলেছেন: ধন্যবাদ আপনাকে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.