নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

অমুল্য আকাশ-নিঃশ্বাস(০৫-০২-১৫)

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:৫৬

শেষটা শুরুতে আনার কোনও প্রয়োজন ছিলো না,
ছায়াপথের ভুল ঠিকানায় অমাবস্যা শেষে
একা চাঁদের পাশে যে আকাশটা ভাসে,
সেই আকাশের নিচে হাঁটার কথা ছিলো না।
এই পথে কারও পায়ের চিহ্ন নেই।

তোমার সাথে দেখা হবার কোনও প্রয়োজন ছিলো না,
যাযাবর পথের পাশে বুনো ঘাস-ফুল থেকে
ঝরে যাওয়া যে জীবন বাতাসে ভাসে,
সেই জীবন নিঃশ্বাস ভরে নেবার কথা ছিলো না।
ওই শহরে কোনও ভালোবাসা নেই।

আবার সব ফিরে পাবার কোনও প্রয়োজন ছিলো না,
ঢেউ আছড়ে পড়া সৈকত ছেড়ে
ফেরার সময় কুড়িয়ে পাওয়া মুক্তো
হারিয়ে ফেলার কোনও অর্থ ছিলো না!
এই সৈকতে নৌকো নেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.