নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

এমন মধ্যরাতের শেষে(১৪/০৩/২০১৫)

১৪ ই মার্চ, ২০১৫ রাত ৩:০৮

এমন মধ্যরাতের শেষে
যদি তুমি সমুদ্রের কাছে থাকো,
দূরে মেঘ আর কল্পনায় ঘেরা জ্যোৎস্না ফেলে
যদি তোমার ভাবনাগুলো
দূর কোনও পথে হারিয়ে যায়,
অতীতের কোনও শহর থেকে
দুঃখ বয়ে নিয়ে আসা কোনও এক চিঠির ভাঁজে
লুকিয়ে থাকা শুকনো ফুলে
যদি তুমি অভিমান খুঁজে পাও,
ছায়াপথ ছেড়ে অনেক সময় পেরিয়ে
যদি তুমি
নাবিক হয়ে ফিরে আসো- আবার এই পৃথিবীর পরে।

শুন্যের সাথে অন্তহীন যদি মিলে যায়।
শিকারীর কৌতূহলের কুটিল জাল ছিঁড়ে
-যে শিকার মুক্তি পেয়েছে,
তাকে খুঁজে পাবে এমন মধ্যরাতের শেষে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.