নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষায়

৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৪:০১

এক টুকরো শহর থেমে আছে
আকাশের নিচে পাখা মেলা মানুষের ভীড়ে।
দিশেহারা সাইকেলের চাকা পিচঢালা পথ মাড়িয়ে যায় স্বপ্নের খোঁজে।
আর শহর দাঁড়িয়ে থাকে- শান্ত, স্তব্ধ শহর।

নীল হ্রদে পাইন গাছেরা ভেসে থাকে,
ভেসে থাকে চাঁদ-তারা; রাতের আকাশ ছেড়ে।
লন্ঠন হাতে নাবিক তাকিয়ে থাকে সময়ের দিকে;
ডাঙ্গা থেকে অনেক দূরে।

বয়স্ক বাড়ির ভাঙ্গা দেয়ালে বসে ডাকে এক লক্ষ্মীপেঁচা।
আর ছেঁড়া ঘুড়িটা ওক গাছের ‘পরে কাঁপছে!

১৬ শ্রাবণ, ১৪২২
৩১-০৭-২০১৫
রাত ০৩:৫০, ঢাকা

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৩২

উর্বি বলেছেন: সুন্দর :)

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৫

বাদামী রাইফেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ! :)

২| ৩১ শে জুলাই, ২০১৫ সকাল ৮:২৮

কারুিণক বলেছেন: পাবার মতো চাইলে পাওয়া যায়---আমার লেখা একটি উপন্যাস
পড়া এবং মন্তব্য করার জন্যে আমন্ত্রন রইলো।

৩১ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:১৬

বাদামী রাইফেল বলেছেন: অবশ্যই পড়বো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.