নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাদামী রাইফেল

চিত্ত কে মিথ্যার বিরুদ্ধে স্বাধীন করে রাখাই ধর্ম

বাদামী রাইফেল

অপেক্ষার অনেকগুলো শতাব্দী পার হবার পর প্রকাশ হলঃ এতদিন যার কাছে আবেদন করেছি-যার উপাসনা করেছি, দুঃখ পেলে যার কাছে করুণা চেয়েছি- অভাবে যার কাছে হাত পেতেছি, যে আমাকে পথভ্রষ্ট করেছে অথবা বিপদে শক্তি যুগিয়েছে, যে সবসময় আমার ব্যাথার ঔষধ দিয়েছে- অথচ যে কখনও আমার চোখের সামনে আসেনি, আমায় দেখা দেয় নি- "সে" হচ্ছি আমি!

বাদামী রাইফেল › বিস্তারিত পোস্টঃ

কুশীলব

২৭ শে নভেম্বর, ২০১৮ ভোর ৪:৩৬

চারপাশ মঞ্চ হয়ে গেলে শেষে
মঞ্চটাই চারপাশ হয়ে যায়।
দূরে যায়-
দূরে সরে সরে যায় আকাশ,
কালো মেঘ গুঙিয়ে উঠে।
উষ্ণতা খোঁজে যাযাবর কোনও
ফুটপাথে-পথে।

আগুন নিভে গেলে ধোঁয়া;
আর ছাই বেঁচে থাকে।
একা পাখি উড়ে গন্তব্যহীন,
অলিতে-গলিতে।
দূরে সরে যায় বৃষ্টির গন্ধ-ধূসর আকাশ!

তারপর, বিষণ্ণ মেঘেরা ঝরে পড়ে।
ফিরে যায় কুশীলব
মঞ্চ ছেড়ে দূরে!

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:১৮

খায়রুল আহসান বলেছেন: কৌতুহলোদ্দীপক শিরোনামে একটি ঐন্দ্রজালিক কবিতা। ভাল লেগেছে। + +

২| ২৭ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৮

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
কবিতা ভালো লাগলো।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:১৮

সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব ভালো লাগল! সাবলীল, ঝরঝরে লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.