নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

জীবন-যাপনের শিল্পিত কারিগর হুমায়ূন আহমেদ।

১৩ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৮


জীবন-যাপনের শিল্পিত কারিগর হুমায়ূন আহমেদ।
চান্নি পশর রাইতে যেন আমার মরণ হয়'... ছিল তাঁর জীবনের উচ্চকিত স্বপ্ন ।
তিনি জ্যোৎস্না ভেজা রাতে যেতে পারেননি... তাঁর মহাপ্রয়ান হয়েছে, জ্যোৎস্নার জলে ভেজা অযুত পাঠকের প্রার্থনায় । আলোর পথিক তিনি, এখন হেঁটে বেড়ান জ্যোৎস্নার এই সিথান থেকে সেই সিথান অবধি । তাই শতাব্দীর শ্রেষ্ঠ চন্দ্রালোক তাঁর জন্মদিনের মোমের আলো হয়ে এসেছে পৃথিবীতে মায়া দিয়ে ! শিল্পের তুলি নিয়ে !
'
তিনি জানতেন, কেমন করে জ্যোৎস্না-যাপন করতে হয় !
তিনি জানতেন, কেমন করে বর্ষা-যাপন করতে হয় !
জানতেন, জীবনের শিল্পিত উদযাপন !
সেই জীবন-শিল্পের বিন্যাসে, তিনি অবাক কারিগর !
তাঁর সৃষ্টি ও তাঁর জীবন-যাপন সমান্তরাল হয়ে মিশে গেছে শিল্পের অতুল-স্পর্শে !

হে, অবাক জীবন-যাপনের শিল্পিত-কারিগর !
অনেক অনেক শ্রোদ্ধা ও ভালবাসা আপনার জন্য, প্রিয় হুমায়ূন আহমেদ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.