নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ আমেরিকা এবং ট্রাম্প

২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১০



ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় যে সব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন তাতে অনেকেই মনে করেছিল ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন অসম্ভব | কিন্তু উনার ক্ষমতা গ্রহণের দিন থেকে আজ অবধি যে সব পদক্ষেপ নিয়েছেন তা উনার নির্বাচনী প্রতিশ্রুতিরই অংশ | এখন পর্যন্ত উনি যেভাবে হাঁটছেন তাতে মনে হচ্ছে উনি উনার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে সরে আসবেননা |
কি হতে পারে ?
ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশের মাথাব্যাথা শুরু হয়ে গেছে | অনেক বিশ্লেষক মনে করছেন উনার এসব পদক্ষেপ বাস্তবায়ন হলে বিশ্ব ভারসাম্য হারাবে | সৃষ্টি হবে বিশ্বে নতুন জোট এবং জট |
তবে কি উগ্র জাতীয়তা ফিরিয়ে আনবেন ট্রাম্প ?



আমেরিকার সব প্রেসিডেন্ট উগ্র জাতীয়তাবাদের ধারকবাহক | কথাটি শক্ত শোনালেও এটাই বাস্তবতা | তবে তাঁদের সাথে ট্রাম্পের পার্থক্য হচ্ছে আগের অনেক প্রেসিডেন্ট কৌশলে কাজগুলো করতেন আর ট্রাম্প ঘোষণা দিয়ে করছেন | আমি মনে করি উনি ঘোষণা দিয়ে করছেন বলেই অনেকের মেনে নিতে কষ্ট হচ্ছে | উনার কথার সততা রক্ষার জন্য উনি ভবিষৎতেও উনার নির্বাচিনী প্রতিশ্রুতি থেকে সরে আসবেন বলে মনে হচ্ছেনা |
রাজনীতিবিদদের জন্য কি ট্রাম্প হুমকি ?


ট্রাম্প যেভাবে এগোচ্ছেন তাতে সফল হলে এবং আমেরিকা সুফল পেলে ( যদিও আমি মনে করি আমেরিকা সুফল পাবে) তাহলে মানুষ ভবিষৎতে রাজনীতিবিদদের প্রতিশ্রুতির ফুলঝুড়িতে আস্থা রাখবেননা | এতে করে সমস্ত রাজনৈতিক প্রক্রিয়া ঢেলে সাঁজানোর প্রয়োজন পড়বে | রাজনীতিবিদদের হতে হবে অনেক বেশি কথা কাজে সামঞ্জস্যপূর্ণ | নতুবা জনগণ রাজনীতিবিদদের ছুঁড়ে ফেলে দিবে | প্রসঙ্গত ফিলিপাইনে শাসক দুর্তের কথা আনতেই হবে |
বিশ্ব কি নতুন সমীকরণে ?
ট্রাম্পের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে বিশ্ব আজ নতুন রাজনৈতিক মেরুকরণে দাঁড়িয়ে | ট্রাম্প অনেকবেশি কাছে টানবেন রাশিয়া এবং ইন্ডিয়াকে | এক্ষেত্রে চীন এতদিন যাদের সাথে বৈরিতা চালিয়েছে তাঁদেরকে কাছে টানতে চাইবে | আমি মনে করি চীন কিছুটা হলেও বিপদের মধ্যে থাকবে রাজনৈতিক এবং বাণিজ্যিকভাবে |
অতঃএব বিশ্ব কেমন হতে যাচ্ছে তা নিয়ে অনেকের সন্দেহ থাকলেও আমি দ্বিধাহীন | বাকিটা ভবিষৎতের দিকে তাঁকিয়ে ছেড়ে দিলাম |

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:১৯

প্রশ্নবোধক (?) বলেছেন: ট্রাম্প খুব বেশীদিন ক্ষমতায় থাকতে পারবে বলে মনে হচ্ছেনা। কারন তার দেশেই তার পতনের আন্দোলন শুরু হয়ে গেছে।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: ট্রাম্পের পার্থক্য হচ্ছে আগের অনেক প্রেসিডেন্ট কৌশলে কাজগুলো করতেন আর ট্রাম্প ঘোষণা দিয়ে করছেন কঠিন একটি সত্য।।
এখানেই রাজনীতির সাথে ট্রাম্পনীতির লড়াই।। ভবিষ্যৎই বলে দে কে জিতবে।। ট্রাম্প টিকে গেলে রাজনৈতিক নেতাদের জন্য হবে আরেকটি "নকআউট পাঞ্চ"।।

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪০

ভ্রমরের ডানা বলেছেন:


মার্কিনমুলুকের স্বাধীনতা জর্জ ওয়াশিংটন এনেছিলেন ১৭৭৬ সালে। প্রথম প্রেসিডেন্ট তিনি। এরপর রিপাবলিকান ডেমোক্রেট প্রেসিডেন্টরা এসেছেন গেছেন। ইতিহাসের বেয়ে ৫৮ তম নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ৪৫ তম প্রেসিডেন্ট। জরিপ বলছে মাত্র ৫২-৫৫ শতাংশ ভোট দিয়েছে। আর সেই ভোটারদের মধ্যে তিনি ২৮৯ টি ইলেটোরেট ভোট পেয়েছেন। হাতি মার্কায়। আর গাধা মার্কায় হিলারি হেরেছে। প্রথম মহিলা রিপাবলিকান প্রার্থী ফেভারিট ভোট প্রায় ছয়লক্ষ পেয়েছেন। এটা দারুণ অর্জন বটে। তবে ডিবেটে তিনি যেভাবে চমকে উঠেছেন ট্রাম্পের কথায় -That Woman, you are a lier, তাতে তার ঘুম ঠিকমত হচ্ছে কিনা সন্দেহ। আমেরিকার মত দেশে, হাজারো লাখো মানুষের সামনে এভাবে একজন নারীকে অপদস্থ করা মানুষটি যখন নির্বাচিত প্রেসিডেন্ট তখন আর কি বা বলার থাকে?

যাকগে, ইতিহাস বিষাদের এই জন্য যে Make America great Again শ্লোগান টি ইতোমধ্যে হাস্যকর হতে চলেছে। কারণ গুলো হল-

১। মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনা নিয়েতো ইউ এস এ ভ্রমন বাতিল করেছেন। কারণ সিমান্তে দেওয়াল।

২। রাশিয়া ইরান সিরিয়া মিলে কাজাকিস্তানে বসে সিরিয়া যুদ্ধের গতিবিধি তৈরী করছে।

৩। তুরস্ক রাশিয়ার বুকে মাথা পেতে দিয়েছে। সামরিক অভূথানে বেচে যাওয়া এরদোয়ান রাশিয়াকে বলেছে "পরম মিত্র"।

৪। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী রেক্সটিলারসনের ইয়োলো সীতে চীনা দ্বীপ সম্প্রসারনের বাধার হুমকি চীন উড়িয়ে দিয়েছে। ইকোনমিক জায়ান্ট চীনের নেতা শি জিনপিং বলেছেন চীনা দ্বীপ নির্মাণ ও এর সংস্কারের প্রতি বাধা চীনা সার্বভৌমত্বের প্রতি হুমকি।

৫। টিপিপি বাতিল করে নিজের পায়ে কুড়াল ঠুকেছে।

৬। অটোমেটাইজ মেশিনে মার্কিন ২৪ মিলিয়ন জবের স্বপ্ন ট্রাম্প দেখাতেই পারে তবে তা পুরোটাই অলীক চিন্তা।

৭। নিজের দেশের ভেতরে যে অস্থিরতা তাতে ট্রাম্প হিমশিম খাবে বই কি। ন্যাটোর কার্যকরীতায় স্টারজেনবার্গরা তাই ইউএসএ এর দিকে চেয়েই থাকবে। ট্রাম্পের পক্ষে দম্ভ সাজে, যুদ্ধ নয়।

৮। When the world is silent even a single voice is powerful. সে দিনটি বোধহয় অ্যামেরিকার পররাষ্ট্রনীতি থেকে হারিয়েই যাবে।

৯। বাংলাদেশ যেখানে ৬ এর উপরে প্রবৃদ্ধি অর্জন করছে সেখানে অ্যামেরিকার চার শতাংশ প্রবৃদ্ধি। সেলুকাস!!

১০। ভারতীয় আর ফ্রী ল্যান্স দিয়েই অ্যামেরিকার টেকনোলজি পাওয়ারের কাজ চলছে। এত অভিবাসী আর বাইরের শ্রমে অ্যামেরিকার জনগণ কাজ পাবে না। যেই লাউ সেই কদু অবস্থা।

১১। কানাডার সাথে গ্যাস, তেল পাইপ স্থাপন অ্যামেরিকার পরিবেশ বিষিয়ে দিবে! ১৫০০ মাইল তো কম কথা নয়।

১২। ইরানের পরমানু কর্মসূচি আবার চালু হলে হতেও পারে। অ্যামেরিকা এবার ইরানে আঘাত করলে কি হবে সেটা তৃতীয় বিশ্বযুদ্ধ বয়ে আনবে। সেটা হলে অ্যামেরিকা আর গ্রেট হতে পারবে না।

১৩। I don't know by what weapon the ৩ rd world war will be fought but I can tell about the ৪th world war weapon - sticks and stone. অ্যালবার্ট আইন্সটাইন। তামাতামা সাউথ কোরিয়া, ইরান, ইস্রায়েল ভারত, পাকিস্তান, রাশিয়া ইউরোপ আর অ্যাম্রিকা - এটাই হলে হতেও পারে।

১৪। তুরস্কের ইঞ্জিরলিকের আম্রিকার ১০০ পারমানবিক বোমা, তারতুসের রাশিয়ার নৌঘাঁটি, ব্ল্যাক সী তে মিশাইল সাবমেরিন গুলো, আকাশের সুখোই, এফ ১৬ অম্রিকাকে গ্রেট হতে দেবে না।

১৫। ইউকোসুকের নেভী, অজস্র যুদ্ধ জাহাজ, জায়গায় জায়গায় মেরিন ঘাটি, ট্রিলিয়ন ডলারের যুদ্ধ সরঞ্জামাদি গ্রেট হতে দেবে না।


৪| ২৮ শে জানুয়ারি, ২০১৭ রাত ২:৫০

অসমাপ্ত কাব্য 21 বলেছেন: ট্রাম্প এভাবে আরও কিছুদিন গর্জাবে ! ক্লান্ত হয়ে অতঃপর বুঝবে পলিটিক্স কি জিনিস ! কারণ অনেকদিন অপেক্ষার পর রাশিয়া ট্রাম্প কার্ড খেলার একটা সুযোগ পেয়েছে ! ব্রিটেন কিছুটা নয় পুরোটাই হয়তো বুঝতে পেরেছে তাইতো সমূহ শংকার কথাটা ট্রাম্পকে সাবধানী হওয়ার পরামর্শ দিয়ে বুঝিয়ে দিয়েছে !
মেক্সিকোর কিছুই করতে পারবে না ট্রাম্প ! কারণ, সন্ত্রাস এবং বর্ণবাদ তাহলে মাথাচাড়া দিয়ে উঠবে প্রবলভাবে ! অভিবাসন নীতি বাস্তবায়ন করতে গেলে আমেরিকার শিল্প-কারখানা দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকবে শ্রমিক সঙ্কট দেখা দেবে ! সবমিলিয়ে ট্রাম্প রাজনীতির আলোচনায় থাকবেন এটা শংকাহীনচিত্তেই বলছি !
কারণ, ট্রাম্পের স্বপ্ন বিলাসী বাক্য মনের খোরাক জোগাতে পারে কিন্তু বাস্তব রাজনীতি চিরকাল ভিন্নই থাকে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.