নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

প্রথম চুম্বনটা কিন্তু তোমার সাথেই ছিল

৩১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩৫

আজ অবদি দুরে দাঁড়িয়ে তোমার চেনা হাসিটাকে অনুভব করে আসছি। কাছে আসি না হাসিটা যেন মলিন হয়ে না যায়। কথা বলি দুর থেকেই, কিন্তু আফসোস, আমার প্রশ্ন গুলো শুনতে পাও না।
জানো? আমি তোমার থেকে তোমার গালের টোল পরা হাসিটাকেই খুব ভালবাসতাম। আর তোমার চোখের চাহনিও যে মন কেড়ে নিত!! তুমি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। মাঝে মাঝে চোখ থেকে চশমাটা খুলে নিয়ে মুছে দিতে।
ও হ্যা, আরেকটা কথা বলতে সব সময় ভুলে যাই। আমার জীবনের প্রথম চুম্বনটা কিন্তু তোমার সাথেই ছিল। সেদিনও বলেছিলাম কিন্তু কেন যেন বার বার বলতে ইচ্ছে করে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.