নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

রঙিন স্বপ্ন গুলো সাদাকালোয় মোড় নেয়

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৭

আমার জানালা দিয়ে ছোট্ট একটা গরাদআঁটা চারকোণা আকাশ দেখা যায়।
সে আকাশেটায় জীবনানন্দের সোনালী ডানার চিলেরা কখনোই কারো
বেদনা জাগাতে আসেনা। তখন কোথাও কেউ থাকে না।
সব শূণ্য মনে হয়! মনের বন্ধ জানালায় শুধু একাকী
বিষাদ আর নিজের মধ্যে কেঁদে ফেরা একটা
অভিমানী "আমি" নামক মানুষটার আনাগোনা!! বুকে হঠাৎ কাঁপুনি দিয়ে
কান্না চলে আসে। মন কাঁদতে দেয় না অথচ চোখের কোণে
পানি জমে আসায় সব ঝাপসা হয়ে ওঠে।
রঙিন স্বপ্ন গুলো সাদাকালোয় মোড় নেয়। খুব ইচ্ছে জাগে
কোন এক জ্ঞান বিষারদকে জিজ্ঞেস করতে, চোখে জল এলে
পৃথিবীর সব রংগুলো এমন অন্যরকম দেখায় কেনো?
সব আলো সাদাকালোয় রূপ নিয়ে নতুন কোন জগৎ সাজায় বুঝি!!
নাকি, অন্য রঙেরা দর্শক হয়ে দেখতে থাকে নীরব অশ্রু রঙে
নতুন ক্যানভাসে আঁকা এই নোনা জলের আঁকিবুকি নকশাকাটা??

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লিখেছেন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৫৪

মধ্যবিত্তের ছেলে বলেছেন: ধন্যবাদ ভাইয়া :) :)

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫

নেয়ামুল নাহিদ বলেছেন: চোখে জল এলে
পৃথিবীর সব রংগুলো এমন অন্যরকম দেখায় কেনো?

খুব ভাল প্রচেষ্টা আর অনেক ভাল হয়েছে :)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:২৭

মধ্যবিত্তের ছেলে বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৯

ভ্রমরের ডানা বলেছেন: সুন্দর!

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

মধ্যবিত্তের ছেলে বলেছেন: ধন্যবাদ খুশি হলাম :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.