নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

যে চোখ কখনো ঘৃণার জন্ম দিতে পারে না

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৫৩



তুমি চলে যাওয়ার পর থেকে লেখা লেখি করার প্রতি মনের ভেতর এক প্রকার প্রবল ইচ্ছা কাজ করা শুরু করে দিয়েছে। আসলে, প্রথম প্রথম যখন লিখতে বসতাম তখন খুব সমস্যা হত। যেমন, লেখা শুরু করেছি ঠিকই কিন্তু শেষটা কোথায় তা বুঝতাম না। আবার যা দিয়ে শুরু করেছি শেষ পর্যন্ত এসে মিলাতে পারতাম না প্রথম আর শেষ লাইনগুলো। যাক, এত কিছু লিখার পর আমি বুঝে গিয়েছি তুমি আমার লেখাগুলোর প্রধান চরিত্র ছিলে। যে লেখাগুলো দিয়ে কোন মহাকাব্য না হোক ছোট ছোট গল্প লিখা যেত। আর গল্পগুলোর নাম দিতে গেলে তোমার নামটাই প্রথমে রাখতাম। প্রথমত গল্প লিখতে হলে কবি হতে হবে যা আমি নই। কবি হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করাব না কারন কবির বৈশিষ্ট্য আমার মাঝে নেই। তবে আমি কল্পনাপ্রবণ এক নগণ্য কবি। যার কল্পনা গুলো শুধু তোমার সাথে কাটানো মধুর স্মৃতিগুলো নিয়েই। প্রথমে চেয়েছিলাম তোমায় নিয়ে লেখাগুলো তোমাকে পড়াব। কিন্তু আমার সেই মানসিকতা পাল্টে দিয়ে লেখাগুলো নিজের মাঝেই রেখে দিয়েছি। তাতে হয় কি! বিষন্নতা কেমন জিনিস তা গভীরভাবে উপলোব্ধি করা যায়। আবার এই বিষন্নতাই মনকে অনেক কাঁদায়ে তোলে। আবার তোমার টোল পরা হাসিটা চোখে ভেসে উঠতেই ঠোঁটের দু'কোণ মনের অজান্তেই হেসে ওঠে। মুচকি একটা হাসি দিয়ে বলি "পাগলিটার হাসিটা যদি আবার দু'চোখ ভরে দেখতে পেতাম!!" হিরকখন্ড যেমন নিজ হাতে নিয়ে দেখার ব্যাপারে ভাগ্যের নির্ভর করতে হয় তেমনি তোমার সেই চিরচেনা হাসিটা আমার জন্য আবার দেখাটাও ভাগ্যের উপর নির্ভর করে। ভাগ্যের ব্যাপার কেন বলেছি সেটা হয়ত তুমি জানো। যাই হোক, কিছু কথা বলতে চাই তবু সম্ভব হয় না। যদি তোমার নতুন সম্পর্কটা নষ্ট হয়ে যায়!! কিন্তু লিখতে ত মানা নেই, আর কথাটা হলো, যেদিন থেকে তুমি আমাকে ঘৃণা করা শুরু করেছ সেদিন থেকে আমিও তোমাকে ভালবাসতে শুরু করেছি। এই মুহূর্তে তোমার মনে হয়ত প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আগে তোমাকে আমি ঘৃণা করেছি?? না, আমি আগে যতটুকু ভালবাসতাম তার থেকে আরোও বেশি ভালবাসতে শুরু করেছি। কেন জানো, কারন তোমাকে স্বচোখে দেখতে পাই না। দেখি, তবে তা মনের চোখ দিয়ে। যে চোখ কখনো ঘৃণার জন্ম দিতে পারে না, পারে শুধু হারিয়ে যাওয়া স্মৃতিগুলোতে পানি দিয়ে পুনরায় উজ্জীবিত করতে। যেমটা হয়, একটা আধমরা গাছে পানি দিলে।।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:১৬

রায়হানুল এফ রাজ বলেছেন: এত কিছু লিখার পর আমি বুঝে গিয়েছি তুমি আমার লেখাগুলোর প্রধান চরিত্র ছিলে
এটা আসলেই অনেক পড়ে বোঝা যায়।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:২৫

মধ্যবিত্তের ছেলে বলেছেন: হুম। অনেক পরে। প্রায় ডায়েরীটা শেষ হয়ে যাওয়ার পর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.