নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা মুক্ত

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ১০:০০

হিন্দিতে 'আজাদ' এর বাংলা অর্থটা হচ্ছে 'মুক্ত'।
হিন্দি কথাটা আসলে বললাম লেখার স্বার্থে।
আবার বলার আরেকটা কারনও আছে,
আমি তোমাকে তোমার দ্বীধাময় সিদ্ধান্ত থেকে
পরিপুর্ণরূপে 'মুক্ত' করে দিয়েছি। কিন্তু সত্যিই কি আমি মুক্ত করে দিয়েছি?
নাকি তুমি নিজেই? বলব, তুমি নিজেই মুক্ত হয়েছ।
আচ্ছা, মুক্ত বিহঙ্গ নাম শুনেছ?? হয়ত শুনেছ।
মানে,খাঁচায় বন্দি পাখিটা আজ আকাসে মনের স্বাধীনভাবে উড়ছে।
এটাই কাব্যিক অর্থে মুক্ত বিহঙ্গ।
আর তুমিও আজ থেকে মুক্ত বিহঙ্গ।
কিন্তু অনেকে হয়ত ভাববে আমার খাঁচায় তুমি বন্দি ছিলে।
তাই বলি কি! অনেকের কথা না শুনে,
তুমি তোমার মনের কথাই শুনিও। তুমি আগেও স্বাধীন ছিলে,
আজোও স্বাধীন আছো আগামীতেও থাকবে।
এ জন্যই হয়ত তুমি আমাকে ভালবাসতে মানা করেছ।
আর আমি সে প্রচেষ্টাই করে যাচ্ছি।
আজ দুটা কথা বলতে মন চাচ্ছে,,
১. "ভালোবাসার কোন চুয়ান্ন একান্ন ধারা নেই।
ভালোবাসা মুক্ত... ভালোবাসা থেকে যায়... আকাশ বদলায় না;
বদলায় তো বিমান আর বিমানের যাত্রীরা!!"
২. "শুধিজনে বলেছিল ভালবাসা সত্যিই ভুল।"
৩. "ইগো। যে ইগোতে তোমার আমার হাত দুটো বাঁধা,
না হলে কবেই জিজ্ঞেস করতাম তুমি কেমন আছো?!!"
যাক, যা হবার তা হবেই আর হয়েছেও। ভাল থাকুক তোমার ভবিষ্যত।।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

কানিজ রিনা বলেছেন: তুমি কেমন আছো বলার সময় অনেক ছিল, এথন সময় শেষ হয়েছে। সময়কে উপেক্ষা
করা হয়েছে শুধু মাত্র স্বার্থের কারনে। যা হবারনা তা ঘটান হয়েছে। কুপ্রবূত্তির স্বাধীন
দেওয়াল প্রতিষ্ঠিত হয়েছে। লজ্জিত সদ্য় ফোটা দুটো গোলাপ। আপনার লেখায় নিজের
জীবনে ঘটে যাওয়া প্রকাশ রেখে গেলাম। ধন্য়বাদ

২৪ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:০২

মধ্যবিত্তের ছেলে বলেছেন: আপনার জীবনের কাহিনিটা একটু একটু ধাঁজ করতে পারছি।কথাগুলোও ভাল লাগল। যা বললেন তাতে বাস্তবটা পুরোটাই ফুটে উঠসে। আসলে একটা প্রশ্ন বার বার মনের মধ্যে আসে, সম্পর্ক জরানোর আগে কেন এসব চিন্তা ভাবনা মাথায় আসে না?? কুপ্রবৃত্তির দেওয়ালটাই বা কেন সৃষ্টি হয়???

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.