নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

সাভার আতংকে কাঁদছে!!! আমার ভাইবোনদের বাঁচাতে এগিয়ে আসুন, সাভার চলুন, রক্ত দিন।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

সাভারে ”রানা প্লাজা” ধ্বসে পড়ার কারনে অনেক লোক আহত হয়ে মুমূর্ষ অবস্থায় এখন হসপিটালে আছে। তাদের জন্যে বিভিন্ন গ্রুপের রক্তের প্রয়োজন। যারা রক্ত দিতে আগ্রহি দয়াকরে হসপিটালে যোগাযোগ করুন।...স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা।....যোগাযোগ- 01681212777 (রন্তু)



কিচ্ছু বলার নাই ভাই, বাংলাদেশ ক্রান্তিকাল পার করছে, প্লীজ এগিয়ে আসুন ভাই, একদিন ভার্সিটির ক্লাস না করলে কিছু হবে না, চাকরিতে না গেলে কিছু হবে না, বাচ্চাটাকে আদর না দিলে কিছু হবে না ভাই।



তবে আজ যদি সাহায্যের হাত না বাড়িয়ে দেন, অনেকে আর কোনদিনই চাকরি করতে যেতে পারবেন না, অনেকে আর কোনদিনই তার আদরের বাচ্চাটার মাথায় হাতবুলায় দিতে পারবে না।



ভাই ও বোনেরা ঢাকা ও পার্শ্ববর্তী অংশের সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার আকুতি জানাচ্ছি, যে যেভাবে পারেন দ্রুত সাভারে চলে যান, ব্লাডগ্রুপ বিষয় না!!!



মানবতার জয় হোক, বাঁচুক কিছু সম্ভাবনার প্রান। এতো কষ্ট আমরা কই রাখবো, আমাদের দায়িত্বজ্ঞানহীনতা কতো প্রান কেড়ে নিচ্ছে, দেখি একটাও যদি ফিরিয়ে দিতে পারি!!!!



সরকার এর সর্বাধিক ব্যাবস্থা গ্রহন কামনা করছি, হে মহান সৃষ্টিকর্তা, আমাদের সাহায্য করো।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৮

শরৎ চৌধুরী বলেছেন: একটা কমন পোষ্ট থাকবে সামনে। আপনারা সবাই রক্ত সরবরাহের জন্য সবাইকে বলতে থাকুন এবং সেই পোষ্টে আপডেট দিন।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্টিকি এসেছে জন্যে কৃতজ্ঞতা কর্তৃপক্ষের প্রতি।


তাদের সার্বিক বিপদমুক্তি কামনা করছি ও প্রতিটি বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করি।

খুবই খারাপ লাগছে..

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: ক্ষতিগ্রস্তদেরে জন্য সমবেদনা থাকলো।সবাই সাধ্যমত এগিয়ে আসবেন এই আশাবাদ ব্যক্ত করলাম।

২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: মনটা খুবই খারাপ ভাই, আল্লাহ আমাদের দেশ এর প্রতি সদয় হোন। :( :(

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

নিয়েল হিমু বলেছেন: ডাক্তারেরা আমার রক্ত নেয় না :(
কয় আমার রক্ত নিলে আবার আমারেই দিতে হবে :(

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: স্থান- এনাম মেডিকেল কলেজ হসপিটাল, সাভার, ঢাকা। ....যোগাযোগ-

তুহিন 01923337010 (জাহাঙ্গীরনগর)
রন্তু 01681212777 (এনাম ম্যাডিক্যাল)
027743779-82, 01716358146 এবং ০১৭১১৫৪৪৫৪৪ (তাসলিমা )

যারা রক্ত দিতে পারবেন তারা উক্ত নাম্বারে ফোন করুন।

সকল গ্রুপের প্রচুর রক্তের দরকার।

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

খাটাস বলেছেন: নিয়েল হিমু বলেছেন: ডাক্তারেরা আমার রক্ত নেয় না :(
কয় আমার রক্ত নিলে আবার আমারেই দিতে হবে। আমারও তাই।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপডেটঃ



গণজাগরণ মঞ্চে রক্ত সংগ্রহ চলছে ...


মেডিকেল টীমের সাথে যোগাযোগঃ
ডাঃ উজ্জ্বল-০১৭১৭৬৪ -৩২০৫
সাগর- ০১৯২৫১৫০২০৪

রক্ত দানে আগ্রহীরা দ্রুত চলে আসেন শাহবাগ প্রজন্ম চত্বরের মিডিয়া সেলে।

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যাদের সুযোগ আছে তাদের সাহায্যে এগিয়ে যাওয়া উচিত

আল্লাহ সবাইকে হেফাজত করুন, আমীন

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রাসেল রহমান
6 minutes ago via mobile
from inbox...

Ma'ruf Raihan Khan
অল্প কথায় বলছি। এনাম মেডিকেল কলেজের ছাত্র হিসেবে সকাল থেকে এখন পর্যন্ত হাসপাতালেই আছি। সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা দেয়ার সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। স্বেচ্ছায় রক্তদানকারীদের তালিকা তৈরিতে আমি ছিলাম . শত শত মানুষ রক্ত দিতে এগিয়ে এসেছেন। তাদের ফোন নাম্বার নিয়ে রাখা হয়েছে, আপাতত আমরা আর রক্ত নিচ্ছি না। তবে অন্যান্য জায়গাগুলোতে রক্ত লাগতে পারে। কিন্তু যারা রোগীদের ওষুধ বা খাবার কিনতে আর্থিক বা অন্যকোনভাবে সাহায্য করতে চান, তাদেরকে স্বাগত।

- মা'রুফ (তৃতীয় বর্ষ, ০১৬৭৭১৪০৯৭০)

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৩০

স্বপনবাজ বলেছেন: আল্লাহ ওদের সাহায্য করুক !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.