নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

এনাম মেডিকেল এর ওষুধের সংকট! দ্রুত সাহায্য প্রয়োজন!!!

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:১৯

এনাম মেডিকেলে জরুরী ভিত্তিতে ব্যথানাশক ওষুধের প্রয়োজন হয়ে পড়েছে। নিচতলার ১০৯ নম্বর রুমে ওষুধ গ্রহণ করা হবে। তাই যারা ওষুধ দিয়ে রানা প্লাজায় আহতদের চিকিৎসায় এগিয়ে আসতে চান তাদেরকে অনুরোধ করছি যোগাযোগ করতে। এছাড়া মাস্ক, গ্লাবস, সুই, কটন, ব্লেডেরও সংকট দেখা দিয়েছে।



আপাতত আর রক্তের দরকার নেই। পর্যাপ্ত রক্ত সংগ্রহে রয়েছে। কিন্তু রোগীদের জন্য এবং রোগীর দেখভালে যারা আছেন তাদের জন্য শুকনো জাতীয় খাবারের সংকট হচ্ছে। রুটি, ঠান্ডা পানীয় এবং পানির সংকটও দেখা দিয়েছে।



লাজ ফার্মায় ওষুধের স্টক শেষ। মিটফোর্ড হাসপাতালের আশে পাশে প্রচুর ফার্মেসি আছে, খোঁজ নিয়ে দেখতে পারেন। এছাড়া বাংলাদেশ অক্সিজেন কর্পোরেশনে যোগাযোগ করতে পারেন; যোগাযোগের ঠিকানা- ২৮৫, তেজগাঁও শিল্প এলাকা; ফোন- ০২ ৮৮৭০৩২২।



এই মুহুর্তে জরুরী দরকার:

১) অক্সিজেন স্প্রে- ৭৫০ টাকা।

২) টর্চ - চার্জার টর্চ নয়, ব্যাটারি টর্চ। নতুন কেনা চার্জার টর্চ ৫-১৫ মিনিটের বেশি টেকে না চার্জের অভাবে।

৩) জুস - আটকে পরা কেউ আর স্যালাইন / বিস্কুট খেতে চাচ্ছে না।

৪) মেডিকেল গ্লোভস - ৭ ইঞ্চি

৫) মাস্ক - গন্ধের জন্যে স্বেচ্ছাসেবকরা কাজ করতে পারছেন না। প্রচুর মাস্ক দরকার।

৬) ছোট প্যাকেটের বিস্কুট।

৭) এনাম মেডিকেল কলেজে দরকার প্রচুর পানি।

৮) চিকিৎসার জন্য যা প্রয়োজন:

ক) Inj. Ceftriaxone - ১ মিলিগ্রাম ১৮০ টাকা. ২ মিলিগ্রাম ৩০০ টাকা।

খ) Inj. Ketorolac - ৫৫টাকা।

গ) Inj. Omeprazole - ৭০ টাকা।

ঘ) Inj. TT - ৬০ টাকা।

ঙ) Inj. TIG - ১০২৩ টাকা।

চ) IV Saline - ২৫০ মি.লি ৪৭ টাকা, ৫০০ মি.লি ৭০ টাকা।

ছ) IV Hartman Solution - ৬০ টাকা।

জ) Thread Silk - অপারেশনে প্রয়োজন ১০ মিটারের রোলের দাম ৫০ টাকা।

ঝ) ব্যান্ডেজ, তুলা, গজ ডেটল।



***এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বেসরকারী হওয়া সত্বেও বিনা অর্থে জটিল অপারেশন সহ যে পরিমাণ সহায়তা দিচ্ছে তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ, সকল চিকিৎসক, শিক্ষার্থী ও সেবিকাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জনাচ্ছি।



কার্টেসি--- জিহান আল হামাদী

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৩২

নিয়েল হিমু বলেছেন: আল্লাহ ভরসা

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ ভোর ৬:০০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হুম।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আল্লাহ ভরসা!

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আল্লাহ ভরসা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.