নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

অকবিতাঃ "প্রভাতীর বিসর্জন বা শাপমোচন"

১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:৩২

হায় প্রভাত!

তুমি এলে! চোখ মেলে দেখা হল না।

আলো দেখালে গল্প কতো বোঝা হল না।

পাখীর ঠোঁটে ওংকার মানে জানা হল না।

বিস্তৃত রজনী ডাকে

এলে সকাশে তবু ক্লান্তির ক্ষমা হল না,

তবু শ্রান্তির জয়কারে উচ্ছাস হল না!

মহাকাল এর ক্ষুদ্রতর বেদনা জানা হল না।

ওহে নিদ্রা!

তোমায় ডেকে ডেকে বিষণ্ণ হওয়া আর না

ছিঁড়েছ সেই সুতোর বাঁধন আর জুড়বোনা!

রাত্রিকে আপন করে নিয়েছি ছাড়বোনা!

কাঁদো হাহাকার!

করে চিৎকার কোন চাওয়ার হিসেব বলবোনা!

কোটি অবিচার! করে ছাড়খার! পূর্ণতার আর হবো না,

নই দূর্বার! কাঁটা বারবার! শুধু এক বুক থাকে বেদনা!

ধিক স্বপ্ন!

কতো মগ্ন করে সাধনা সাধন হয়না!

শুধু ভগ্ন করো হৃদ নিন্দিত! চক্ষে অটুট চেতনা,

কোন সন্যাসে, কোন ক্রোধশাপে স্বপ্ন হয়না!

জাগো অন্তিম!

আমি রক্তিমে শুধু রঞ্জিত হবার কামনা,

আমি তপ্ত! ক্লান্ত-বিষণ্ণ মৃত্যুর প্রেরনা!

আমি শুন্য আমাতে শুন্য স্বপ্ন ভাবনা।



[১০/০৫/২০১৩, ৭:২৫, প্রভাত]

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগলো ।

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবি :)

২| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৩৬

স্বপনবাজ বলেছেন: অকবিতা ?? মনে হলো বিষন্ন কোন ঘুমের গল্প শুনাচ্ছিলেন !

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হয়ত ঠিকই বলেছেন। কবিতা হয় নাই মনে হল।

৩| ১৩ ই মে, ২০১৩ রাত ৯:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

আমি রক্তিমে শুধু রঞ্জিত হবার কামনা,
আমি তপ্ত! ক্লান্ত-বিষণ্ণ মৃত্যুর প্রেরনা!
আমি শুন্য আমাতে শুন্য স্বপ্ন ভাবনা।


সুন্দর অকবিতা । :)

++++

১৪ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শোভন ভাই!!

৪| ১৪ ই মে, ২০১৩ রাত ৩:০৯

প্রিন্স হেক্টর বলেছেন: পরের সিরিজ কি আকবিতা? শুরুতে অ,আ লাগাইতেছেন কিল্লাই? :||

ভালা হৈছে B-))

১৪ ই মে, ২০১৩ রাত ৯:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আবোল তাবোল লিখে গেছি তাই কবিতা শব্দটা জুড়তে মন চায় নি ব্রো, আর কিছু না :)

৫| ১৪ ই মে, ২০১৩ ভোর ৪:৪৯

আমিই মিসিরআলি বলেছেন: অনেকদিন পর কবিতা পেলাম তাও আবার অকবিতা +++++++

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যপাতা ভাই!! :)

৬| ১৪ ই মে, ২০১৩ রাত ১০:৪১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: খুব সুন্দর। :)

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কৃতজ্ঞতা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.