নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

♣♣ রিক্তহস্ত আহ্বান প্রণয়ী! ♣♣

৩০ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৪০







সে অস্পর্শীয়া! অধরা অধরস্পর্শ, মেঘ ন্যায় নিরেট,

নিকষ আঁধার, অজুহাত মাত্র কাঁদার! নিস্ফল সনেট!

কল্পনা মাঝে খানিক বিরতি, কষ্টময় খানিক নিয়তি,

সে স্বপ্নমাঝে, বাস্তবতায়, হারানো খানিক প্রণতি।

সে ঘুম আমার নির্ঘুম চোখজুড়ে; ডাকি অন্তঃপুরে

বারেবার, নিস্ফল সে আহ্বান, ব্যর্থতায় ঘরে ফেরে।

মায়াজালের মায়াবতী সে, হারানো মন্ত্রটুকু আমার,

জপ শত বিফল! মায়াময় তার দৃষ্টিপাতের ব্যাকুলতায়

শুষ্ক চোখজুড়ে রক্তক্ষয়ী ছিদ্র বয়ে আহ্বানের কান্নাটুকু,

অজানায় অবিরত যে বয়, সে বহমানের কল্লোলটুকু।

কল্পনগরীজুড়ে কল্পিত চিত্রকর্মের আল্পিত মোহময়তা-

নিয়ে, ঈপ্সিত হৃদপটে চিত্রিত চোখজোড়ার কমনীয়তা-

সে, ভুলে যাবার অসম্ভবতায় অবস্থিত, স্পন্দিত রক্তক্ষরণে

হৃদয়ের ভাঁজ ভেঙ্গে দেখা একখন্ড ভালোলাগা বিস্মরণে!

কামার্ত-ক্ষুধিত দেহজুড়ে ব্যাথিত অনুভূতির অনুপস্থিতি

তার স্বাক্ষরে ভাস্বর! আবেগহীন মস্তিষ্ক ভাসায় অচেনায়,

ভাসায় অনুভূতিতে কোন অজানা, সুমিষ্ট-অদেখা হাঁসিটায়,

এই হৃদয় অনিচ্ছায়-অবাধ্য প্রতিনিয়ত সে বুকে হারায়!

সে পথের বাঁকে অনিশ্চয়তা হয়ত, কোন কল্পমানবী নয়,

বাস্তবতা! সে নিষ্ঠুর-গভীর পতন; পরিনাম নির্মম নিশ্চয়

অলীক হোক, তবু একমাত্র অবলম্বন, কভু হারাবার নয়!







৩০/০৭/২০১৩, ভোর ৫.৩০ মিনিট।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৮

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অলীক হোক, তবু একমাত্র অবলম্বন, কভু হারাবার নয়!

সেটাই! অলীক হোক কিন্ত হারাবার ভয় নেই। প্রথম প্লাস।

৩০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিন্তু যা অলীক তাকে ধাওয়া করা কি মূর্খতা?

২| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

এক্সপেরিয়া বলেছেন: হারব না... অকল্পনীয় হলেও আশাবাদি....

৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম, সহমত। তেমনই কথাগুলো :)

৩| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৬

দায়িত্ববান নাগরিক বলেছেন: সুন্দর কবিতা !

কবি পরিবেশ বন্ধুর যে ক্রেজ চলছে !! :P

++

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খেকজ!

৪| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৮

কাজী মামুনহোসেন বলেছেন: আজ আমি কোথাও যাবো না বলেছেন: অলীক হোক, তবু একমাত্র অবলম্বন, কভু হারাবার নয়!

সেটাই! অলীক হোক কিন্ত হারাবার ভয় নেই। প্রথম প্লাস।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যপাতা ব্রো!!

৫| ৩০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

এক্সপেরিয়া বলেছেন: হারব না... অকল্পনীয় হলেও আশাবাদি....

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অন্নেক ধন্যবাদ এক্সপেরিয়া ব্রো!

৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫২

স্বপ্নবাজ অভি বলেছেন: সে নিষ্ঠুর-গভীর পতন; পরিনাম নির্মম নিশ্চয়
অলীক হোক, তবু একমাত্র অবলম্বন, কভু হারাবার নয়!
++++++ ! রেজা ঘটক , মডু সাবধান ! মজার আমেজ টা এখনো যায় নাই , আম্মুর সাথে কথা বলতে গেলেও এই দুটা বলি ! ;) ;) ;) ;)
কবিতা দুর্দান্ত হয়েছে !

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হে হে হে , হালের ক্রেজ!!

৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩১

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন শব্দ চয়ন কবিতায় +++++++++

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লিমন ভাই অনেক অনেক ধন্যবাদ!!

৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩২

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন শব্দ চয়ন কবিতায় +++++++++

৯| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ১:৩৬

তারছেড়া লিমন বলেছেন: অসাধারন শব্দ চয়ন কবিতায় +++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.