নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

এটি একটি স্টিকি পোস্ট - মডু সাহেব সাবধানের রেজা ঘটক নাই!

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৯





পরিবেশ বন্ধু ভাই এগিয়ে চলেন, আমি আছি আপনার সাথে। আপনার পোস্ট এর মাধ্যমে মডু সমাজের ভয়াবহ অন্যায় অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যে প্রতিকী প্রতিবাদের এক নব দিগন্ত উন্মোচিত হয়েছে তাতে এই শোষিত সমাজ আবার আশা খুঁজে পাচ্ছে! আবার মনে হচ্ছে, না! থেমে যাবার কিছু নেই, সংগ্রামী কবিরা থাকতে জাতির কোন ভরসা নেই! সুতরাং ভয় কীসের! এগিয়ে চলুন দূর্বার গতিতে! তছনছ করে দিন মডুদের স্বেচ্ছাচারী তখত!



আপনি আগেই সাবধান করে দিয়েছিলেন ল্যাবে অনেক কম্পুটার ইঞ্জিন আছে, তারা আপনার সাবধানবানী না শুনে অদূরদর্শিতার যে পরিচয় দিয়েছে তার প্রভাবেই সার্ভার সেদিন থেকেই নর্তন কুর্দন করছে! বাহ কবি বাহ! আপনার ক্ষমতায় আমরা বিস্মিত! কিন্তু দয়া করে দেশের নেট কানেকশন কুট করে কেটে দেবেন না প্লীজ লাগে ভাই, এছাড়া জনতা চলবে কি করে?



যদিও উক্ত সংকটময় পরিস্থিতি ওবামা প্রসাশন নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সময় মতো হেলিকপ্টারে করে নেটের ত্রান ফেলারও প্রতিজ্ঞা করেছেন, কারণ বলা তো যায় না, কবি যদি রেগে যান? তাই সবাইকে বাটি, ঘটি, গ্লাস, প্লেটে করে নেট জমিয়ে রাখার আবেদন জানিয়েছে শুষিল সমাজ।



হালের ব্লগিং সেনসেশন রেজা ঘটকও কাছাকাছি সময়ে নারাজ হয়েছেন, এই বিষয়গুলোতে আরও মনোযোগ দিতে হবে মডারেটরদের, ব্লগের উঠতি বয়সের ছেলে মেয়েরা বিয়ে শাদী করতে চাইলে যদি ইন্সট্যান্ট ঘটকের প্রয়োজন হয় তবে আমরা কি করবো - রেজা ঘটক? উনি আমাদের সাথে থাকলে আমাদের পথচলা আরও স্মুথ হতে পারতো।



তাই সামু ব্লগের উঠতি দুই ব্র্যান্ডনেমের দাবী মেনে নিয়ে সুস্থ ব্লগিং এর পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবী।



জনগুরুত্বপূর্ণ এই পোস্টটি কেন স্টিকি হবে না এই মর্মে ইতোমধেই হাইকোর্টে রুল জারী করা হয়ে গেছে। তবে পোস্ট পড়ে লেখককে স্টিকি করার ইচ্ছা জাগলে লেখক এতে দায়ী নন। সব দোষ রেজা ঘটকের, উনি ফুঁসলিয়ে আমাকে স্টিকি পোস্ট লেখতে বাধ্য করেছেন।

মন্তব্য ৫০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

রহস্যময়ী কন্যা বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক =p~ =p~ =p~ =p~

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লেখককে করা যাবে না কিন্তু। আগেই বলছিলাম।

২| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

স্বপ্নবাজ অভি বলেছেন: আমার মনে হয় বন্ধু জানেন না কিভাবে 1- 100 তে গিয়ে মন্তব্যের জবাব দিতে হয়! যখনই উনি জবাব দেয়া শুরু করেছেন কিছুক্ষণ পর মন্তব্য 100 আপ হয়ে গেসে আর উনি 101 থেকে সবাইকে ধন্যবাদ দিচ্ছেন, বাড়ির ঠিকানা বলছেন! ব্যাপার টা
মোটেই হাস্যকর নয়, আমি ব্লগের সমস্ত ডাক্তার, বিশেষ করে মানসিক ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করছি! দিন শেষে সহব্লগার ই তো! উনার আয়োডিন স্বল্পতা খুব নেমে গেছে!

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কর্তৃপক্ষ ও দাক্তর সমাজের সিরাম দৃষ্টি আকর্ষণ করছি।

৩| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৯

একজন আরমান বলেছেন:
ভুই পাইচি। রেজা ঘটক। :-& :-& :-&

পোস্ট স্টিকি করা হোক। ;) ;) ;)

৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপ্নেও আসেন দুইভাই এক সাথে লটকি। ;)

৪| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

নিয়েল হিমু বলেছেন: আমার কোন চিন্তা নাই বাটি, ঘটি, গ্লাস, প্লেটে করে নেট জমিয়ে রাখছি আমি রেজা ঘটক

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিয়া পড়ায় দেন, ঘটকের দায়িত্ব।

৫| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: স্টিকি না হইলে খবর আছে কইলাম ! X(( X(( X(( X((

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমারে মারবাইন/?? :( :( ;(

৬| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

ভূতাত্মা বলেছেন: মদুরা আথার কৌতা নিয়া দৌড়ায়া আইসা পোস্ত স্তিকি করেন দেখি । রেজা ঘতক :P :P

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন:

কমেন্তেদ ইন বন্ধু'স পোস্ট।

গট রিপ্লাই! B:-/ B:-/

৭| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

কান্ডারি অথর্ব বলেছেন:

" আয়োডিন যুক্ত লবণ খান পোস্টের গুনাগুণ বাড়ান "

এই হোক শ্লোগান

৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কবি ভাই এগিয়ে চলেন আমরা আছে আমাদের বাড়িতে।

৮| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২২

তারছেড়া লিমন বলেছেন: পোষ্ট লটকানো হোক----

৩১ শে জুলাই, ২০১৩ রাত ৯:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমার পীঠে লটকাইতে চায় মদু :(

৯| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫

দায়িত্ববান নাগরিক বলেছেন:
দুইজন ব্রান্ডনেম কে নিয়ে হাস্যরস করা ঠিক হবে না। :P রেজাঘটক

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঠিক বলেছেন ব্রো রেজা ঘতক! ;)

১০| ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: লেখক শুদ্ধা পসটো ইশটিকি করা হউক!!

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপ্নেও সাথে আসেন, এক লগে স্তিকি হই! ;) ;)

১১| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৪

স্বপ্নবাজ অভি বলেছেন: ঈদ আয়োজন , ঈদ আয়োজন , ঈদ আয়োজন ! সংকলনঃ পরিবেশ বন্ধু ক্লাসিক (বোনাসঃ রেজা ঘটক ) !
Click This Link

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ব্রো, আপ্নেরা পারেনও! :) :)

১২| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: জনগুরুত্বপূর্ণ এই পোস্টটি কেন স্টিকি হবে না এই মর্মে ইতোমধেই হাইকোর্টে রুল জারী করা হয়ে গেছে। তবে পোস্ট পড়ে লেখককে স্টিকি করার ইচ্ছা জাগলে লেখক এতে দায়ী নন। সব দোষ রেজা ঘটকের, উনি ফুঁসলিয়ে আমাকে স্টিকি পোস্ট লেখতে বাধ্য করেছেন।

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ঘটনা সত্য :(

১৩| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সেলিম আনোয়ার বলেছেন: আয়োডিনের অভাব। এটা বোধ করি ক্লাইমেট চেন্জ এর সঙ্গে সম্পর্কিত। আবার নাও হতে পারে। গোয়িং ব্যাড ওয়ে। সবাই পোস্ট স্টিকি দেখতে চাইছে। আয়োডিন দরকার। আ...

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অ্যাঁ!!!

১৪| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

ভূতাত্মা বলেছেন: ক্লাইমেট চেঞ্জ অ্যাক্টিভিস্ট হৈয়া আমি গর্বিত :P :P

পরিবেশ বন্ধু স্যারের কাছ থেকে আয়োডিন তত্ত্ব সম্পর্কে বিশদ ধারণা পেলাম। :-B :-B

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: নিজের উপরে প্রয়োগ করবেন নাকি? ;) ;)

১৫| ৩১ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

বিডি আমিনুর বলেছেন:

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমিনুর ভাই বয় দেকান ক্যড়ে? আমি ভুই পাই!!

১৬| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০০

মামুন রশিদ বলেছেন: সাবরিনা সিরাজী তিতির বলেছেন: স্টিকি না হইলে খবর আছে কইলাম ! X(( X(( X(( X((

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কয়তার খবর? কোন চ্যানেল? ;)

১৭| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:০২

মামুন রশিদ বলেছেন: আগের মন্তব্যে ব্র‌্যান্ড নেইম দেয়া হয় নি- রেজা ঘটক

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অপ্স আই এম স্যরি, রেজা ঘতক!

১৮| ৩১ শে জুলাই, ২০১৩ রাত ৮:১৮

সফদার ডাকটার বলেছেন: হালায় বহুত ধড়িবাজ !!



যেই দেখছে লোকজন বেশি বেশি পোস্টে আসতেছে, মুল পোস্টে নিজের পার্সোনাল প্রোফাইল সেট কইরা নিছে ।

:#) :-B

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: চামে বিজ্ঞাপন! ;) ;)

১৯| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ১:৩৯

প্রিন্স হেক্টর বলেছেন: আমি ২ জিবি নেট ডিবিবিএল এ ফিক্সড ডিপোজিট করে রেখেছি। সো আই এ্যাম সেইফ।

ষ্টিকি করা হোক। রেজা ঘটক


=p~ =p~ =p~ =p~

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপ্নে মাল্টা চাল্লু!

২০| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ২:৩৫

নির্লিপ্ত স্বপ্নবাজ বলেছেন: হে হে হে B-)

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: রেজা ঘতক লেকেন নাই কেন ভ্রাতা??

২১| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২২

ভূতাত্মা বলেছেন: ভাবতেছি রেজা ঘটকরে গিনিপিগ বানাইলে ক্যামুন অয়? :P :P

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সামনে কি আপ্নের বিয়া? ঘতক ঘতক ডাক পাড়েন ক্যান ? ;)

২২| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:২৮

ভূতাত্মা বলেছেন: বিয়ার লগে আয়োদিনের কি সম্পর্ক?? B:-)

প্রিভিয়াস এক্সপেরিয়েন্স নাকি????? :P :P

০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৩৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ না, বিয়ার সাথে ঘতকের সম্পর্ক নিবিড়! -_-

২৩| ০১ লা আগস্ট, ২০১৩ রাত ৩:৫১

ভূতাত্মা বলেছেন: আপনে কয়তা করসেন? B:-) B:-)

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৪৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এত্তোগুলা! B:-/

২৪| ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৪

শায়মা বলেছেন: ভাইয়ার ছবিটা অনেক সুন্দর হয়েছে।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপুনি দুস্তামি করে আমার সাথে! =p~ =p~

২৫| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৫:১৬

নোমান নমি বলেছেন: পোষ্ট স্টিকি না করলে সুইসাইড খামু। এই পোষ্ট বারো বছরে এক আধবার আসে।

০২ রা আগস্ট, ২০১৩ রাত ১২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভাইয়া যথেষ্ট ঠ্যালাঠ্যালি না করায় স্তিকি হয়নি। হাইকোট বিষয়টা দেখতে আস্তেছে বল্ল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.