নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সাহারা কাপ, ২০১৩, Test 1, Day 1 (Stumps): বিশ্লেষণ।

০৯ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৫





টস জিতে নিউজিল্যান্ড এর ব্যাটিং নেয়াটায় খুব একটা অবাক হই নি, চতুর্থ ইনিংসে চট্টগ্রামে ব্যাট করার ঝুঁকি তারা কোনভাবেই নিতে চাইবে না এটুকু অনুমিতই ছিল। পীচ রিপোর্ট অনুযায়ী টার্ন থাকার কথা ছিল, কিছু বল লো এলেও অসমান বাউন্সের ঘটনাটি খুবই বিরল ছিল। ফাস্ট বোলাররা পাত্তা পায়নি পাঁচ ওভারও! তার পরেও, সারাটাদিনই খুব বাজে বোলিং করছিল বাংলাদেশ, কিন্তু দিনের শেষ আধাঘণ্টায় যেন সব ভোজবাজীর মতো বদলে গেলো! স্বরূপে ওই একটাই ওভার করলেন ইনজুরি থেকে ফেরা সাকিব আল হাসান, তাতেই চিৎপটাং নিউজিল্যান্ডের মিডল অর্ডার। সারাটা দিন জঘন্য কাটলেও রাজ্জাকের পাওয়া রস টেলরের তৃতীয় উইকেটটি যেন প্রাণ ফিরিয়ে দেয় মাঠে। তারপরে একে একে সাকিব তুলে নিলেন সেঞ্ছুরিয়ান কেন উইলিয়ামসনকে! শেষ ওভারে আবার রাজ্জাকের হানা, সারাদিনে প্রায় ত্রিশ ওভার বোলিং করে শতাধিক রান দেয়াটাকে সার্থকতা দিতেই সাজঘরে ফেরত গেল ব্রেন্ডন ম্যাককুলাম! প্রথমে সোগাগ গাজী তুলে নেন অপেনার রাদারফোর্ড এর উইকেটটি এবং লম্বা এক জুটি যখন ভয়াবহ হয়ে বাংলাদেশকে শাসাচ্ছিল তখনই বিস্ময় বালক নাসির তুলে নেন ৭৩ রানে থাকা আরেক অপেনার ফুলটনের উইকেটটি। এর অর্থ দাঁড়াচ্ছে, নিউজিল্যান্ডের পক্ষে আর কোন স্বীকৃত ও অভিজ্ঞ ব্যাটসম্যান অবশিষ্ট রইলো না। ২৮০/৫ স্কোরটা তাই ৩৫০ এর নীচে রাখার আশা বাংলাদেশ করতেই পারে!







মুশফিকের ক্যাপ্টেন্সি যখন কাজে লাগে তখন বেশ উপভোগ্য হলেও মাঠে দাঁড়িয়ে বাড়তি ও আলাদা কিছু ভাবতে না পারার ব্যর্থতা খুবই দৃষ্টিকটু লেগেছে, পরিস্থিতি বদলাতে থাকে, প্ল্যান ধরে রেখে সব সময় কাজ করলে টেস্টে সাফল্যের সম্ভাবনা খুবই কম। কালকের জন্য অনেক শুভকামনা, আশা করি লাঞ্চের আগেই অল-আউট করা যাবে কিউইদের। আর উইকেটের যা অবস্থা মনে হচ্ছে, ২য় ইনিংসে বাংলাদেশের লীড না পাবার কোন কারণই নেই আপাতত।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

মামুন রশিদ বলেছেন: সারাদিন ব্যস্ত থাকায় খেলাটা দেখা হয় নি । আপডেট দিয়ে ভাল করেছেন ।

শুভকামনা টীম বাংলাদেশ ।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজকে দেখেছেন? আমার রিসেন্ট পোষ্টে আজকের বিশ্লেষণ পাবেন :)

২| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

হুমায়ুন তোরাব বলেছেন: lets see...

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হুম্ম

৩| ০৯ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখা যাক..... কালকে ।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আগামী কালকে ম্যাচের রেজাল্ট পরিষ্কার হবে :)

৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: আজকে আরো ২- ৩ ওভার খেলা হলে আরো ১ টা উইকেট যাইতো !

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সাকিব কিন্তু ভয়াবহ হয়ে উঠেছিল!

৫| ১০ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: New Zealand 469
Bangladesh 103/2 (26.0 ov)
Bangladesh trail by 366 runs with 8 wickets remaining in the 1st innings

তামিমের উইকেটটা হাতে থাকলে দ্বিতীয় দিনটা বাংলাদেশকে দেয়া যেত যদিও টেইল এন্ডাররা দারুন ভুগিয়েছে! :(

৬| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২

প্রোফেসর শঙ্কু বলেছেন: টেইল এন্ডাররা অনেক জ্বালিয়ে গেল। শেষের দিকে বিরক্ত হয়ে যাচ্ছিলাম।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আমাদের টেইল যেন পঞ্ছাশটা রান এনে দিতে পারে আর, দোয়া করবেন!

৭| ১০ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৩৪২ থিকা ৪৬৯ এ লয়া গেল লাস্টের ২ জনে!!!!!


:( :( :( :(


মার্শাল,মোমিনুল টিকা থাকলেই হয়....আর সাকিব/নাসির/মুশফিক ২ জন সেঞ্চুরী করলে ম্যাচ বাংলাদেশের।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আজকে খালি নাসির থাকলে ওরা লীড পাইতো না।

৮| ১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৭

আরজু পনি বলেছেন:

খেলা নিয়ে সামুতে শেষ কবে এমন বিশ্লেষণী লেখা পড়েছি মনে নেই ।

ভালো লাগলো এমন একটা কাজ করায় ।
ভবিষ্যতেও আশা করবো খেলা নিয়ে এমন বিশ্লেষণী পোস্ট দেবার ।

অনেক ধন্যবাদ দিকভ্রান্ত ।।

১১ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ আপু, সিরিজের সমস্তটাই এ ধরনের পোস্ট চলবে আশা করি, যে ম্যাচগুলো দেখতে পারবো সে ম্যাচ নিয়ে লিখবো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.