নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

কল্পকাহিনীঃ মুনির, প্রিয় ভাই আমার... সময় হলে চিঠিটা পড়িস?

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:২০

প্রিয় মুনির,



ভুল বুঝো না, তোমাকে দুঃখিত বলতে বা মায়াকান্না কাঁদতে যাবো না। এসব তোমার ভাগ্যেই নেই আসলে। তোমার মৃত্যু কোন ক্যামেরার সামনে হয় নি যে! তুমি পুড়েছো, মরেছো নিভৃতে, তোমাকে বরং ধিক্কার জানাই! জানি তুমি এখন আশা আকংখার ওপারে চলে গেছো, তবু জানতে ইচ্ছে করে, কখনও কি বাঁচতে ইচ্ছে হয়েছে তোমার? হয়ে থাকলে তা অন্যায় হয়েছে। এ যে সেই দেশ, যেখানে কিছু 'নির্দিষ্ট' মৃত্যুতে আহাজারি হয়, মানুষ খুন হয় "দেশের স্বার্থে।" এ দেশে সেই মৃত্যুগুলো করুণ যার দোষ কোন না কোনভাবে রাষ্ট্রযন্ত্রের উপরে দিয়ে তামাশা দেখা যায়। ফেলানী, বিশ্বজিৎ কিংবা সাগর রুনিদের নিয়ে সরকারকে খুব একচোট ধোয়া গেছে, ওরা মানুষ কারন এতে জিয়া পরিবার অথবা রাজাকারদের কোন ভূমিকা ছিল না।



তুই কি ন্যায় চেয়েছিলি ভাই? আমি দুঃখিত নই, স্পষ্ট করেই বলছি এহেন দুরাশা করা তোর পাপই হবে। "দেশের স্বার্থে" হরতাল দেয়া হয়েছে, গদির স্বার্থে খুন করা হয়েছে, এসবই হালাল, তোদের রক্তেই যে স্বার্থলোভিদের তৃষ্ণা মেটে! যখন পুড়ছিলি, কেউ তোকে বলে দেয় নি এসব "ইসলাম প্রতিষ্ঠার" জন্য করা? নাস্তিক সরকারের(!) বিরুদ্ধে যুদ্ধে তুই তো সামান্য এক খড়কুটো। তোকে কেউ মনে রাখবে না ভাই, তুই যে "দেশের স্বার্থে" ছাই হলি।



তোর কি মায়ের বুকে মাথা রেখে প্রশান্তি খুঁজতে ইচ্ছে করবে কোনদিন? কিংবা বাবার হাতটা আবার ধরতে? তোর সে অধিকার নেই ভাই, এই দেশের মানবতাও যে তোর জন্য নয়! ওসব তোলা আছে বিশ্বজিতের এবং সুধুই বিশ্বজিতের জন্য, জঙ্গী হেফাজতে ইসলাম কিংবা সন্ত্রাসী জামাত শিবিরের জন্য। তোর কথা কোন ইতিহাসে লেখা থাকবে না, তুই মুছে যাবি সবার স্মৃতি থেকে, ঠিক যেভাবে তোর চোখ থেকে কিশোর বয়সের স্বপ্নগুলো ধুয়ে-মুছে খাক হয়েছে। তুই কোন রানা প্লাজার নীচে চাপা পড়িস নি, যার মালিক লীগের কেউ। তোর জন্য মানবতার বরাদ্দ তাই কঠিন রে ভাই, কিছু মনে করিস না। যদি স্বর্গোদ্যানে খেলাচ্ছলে সময় পাস কোন দিন, অভিশাপই দিস নাহয় আমাদের, স্বাধীন বাংলাদেশে পুড়ে কয়লা হলি যাদের জন্য তাদের দিতে বলছি না, দিস স্বপ্নহারা, সন্তানহারা তোর বাবা-মাকে, এই দেশে জন্ম দেবার জন্য।



আমি তোর জন্য কাঁদবো না, কেউই কাঁদবে না, কাঁদলে তাদের আসন টলবে, কাঁদলে হবে না তাদের ক্ষমতালিপ্সুতা পূর্ণ! তুই তাই মিলিয়ে যা, আকাশের তারাগুলোর ভীড়ে, আমরা খুঁজবো না বটে, হয়ত সন্তানকে খুঁজবে কোন বাবা... দুঃখী মা... তাদের জন্য হলেও তুই ভালো থাকিস। তোর যন্ত্রণায় প্রলেপ দেবার সাধ্য এই মানবতাবাদীদের নেই ভাই, দুঃখিত।



ইতি -

স্বাধীন দেশের একজন নাগরিক।

মন্তব্য ৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৩

বেঈমান আমি. বলেছেন: :( :( :( X( X((

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সত্যিই কিছু বলার নেই, দলীয় হত্যাকান্ডের বিচার চাই। বিশ্বজিৎকে আওয়ামীলীগ মারে নি, কিছু সন্ত্রাসী মেরেছে, তাদের বিচারও হয়েছে, কিন্তু এই হত্যাকান্ড দলীয়, দলের বিচার চাই।

মুনির হত্যার বিচার চাই।

২| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

আমি সাজিদ বলেছেন: বিশ্বজিত মানুষ কারন তার মৃত্যু ক্যামেরার সামনে হয়েছিলো

মুনির তো মানুষ না লিও ব্রো, আশেপাশে ক্যামেরা ছিল নাকি ?


০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৪২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বিশ্বজিৎ কে হত্যা করেছে সন্ত্রাসীরা, সন্ত্রাসীদের বিচার পেয়েছি। ফেলানীকে হত্যা করেছেন ইন্ডিয়ান পিচাশ, বিচার ওদের হাতে, কিছু করার ছিল না। কিন্তু এই কিশোর হত্যা দলীয় কর্মকাণ্ডের ফসল, দলীয় হত্যার বিচার করতে হবে, দলের বিচার চাই।

৩| ০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

আমি সাজিদ বলেছেন: গুলাবি বেগম যদি কয়, বাকশালের পতনের জন্যই আগুনে আত্তহতি দিসে মুনির, তখন কি কইবেন ?

নাস্তিক ফখা তো কইব এতে ছাত্রলীগের হাত আছে !

০৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: "মানুষ" হত্যার বিচার চাই। রাষ্ট্রের কাছে এটাই দাবী, এটা আমার, আপনার, মুনিরের, বিশ্বজিতের সবার অধিকার।

৪| ০৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪

তওসীফ সাদাত বলেছেন: জানি না ! কি করে থামবে ! কি করে থামানো যাবে।

চাই থেমে যাক এসব। বন্ধ হোক এই নৃশংসতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.