নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

জাতীয় লজ্জার হাত থেকে দেশকে বাঁচান, চলে আসুন সাস্টে, সিলেটের জন্য, দেশের জন্য!

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:১১

গতকাল স্যারের পদত্যাগের ঘোষনা শুনে সবাই জড়ো হলাম। মোটামুটি সাড়ে সাতটার মধ্যে হাজার দুয়েক ছেলে ততক্ষনে একাডেমিক বিল্ডিং "এ"র সামনে বসে গেলো। এরপর আমরা দশ-বারো জন ক্যাম্পাস সিনিয়র সাধারন ছাত্রদের পক্ষ থেকে গেলাম এ-বিল্ডিং এর দুই তলায় সেমিনার রুমে গেলাম। স্যারকে আমরা অনুরোধ করতে গেলেই স্যার বলতেই স্যার বললেন, "যাদেরকে আমি স্বজব ভাবতাম, আপন জানতাম তারাই কেউ আমাদের (উনি আর ইয়াসমিন ম্যাম) সাথে নাই। এখন আমাদের মনে হয় নতুন করে ভাবনার সময় এসেছে।" আমরা সবাই মিলে স্যারকে আবার অনুরোধ করতেই উনি বললেন, "আমরা কোন ভাবেই আমাদের সিদ্বান্ত পাল্টাবো না।আমার কারনে এই ক্যাম্পাসের ছেলেমেয়েরা আমার কারনে বিভিন্নভাবে বিভিন্ন সময় অপদস্থ হচ্ছে। আমাদের পদে পদে অপমান করা হচ্ছে।" তখন আমরা স্যারকে নিচে আসতে অনুরোধ করতেই এরপর ইয়াসমিন ম্যাডাম যোগ করেন, "তোমরা ছেলেরা আমাদের ছাত্র। কিন্তু তোমাদেরকে আমরা কিছুই বলব না কারন আমাদের কথা অন্যভাবে নিবে অন্যরা।দোষ দেয়া হবে আমরা তোমাদেরকে মোটিভেট করছি। আমরা কিছুই বলব না।" ম্যাডামের স্বর ভারী হয়ে আসে স্যারও আর

কথা বলতে চাইলেন না। এরপর আমরা ভিসি স্যারের বাসভবনে যাই মিছিল করে।

স্যারকে স্বারক লিপি দেই। আজকে শাবিপ্রবির গোল চত্ত্বরে আবার আমরা একাত্র হচ্ছি স্যার যাতে পদত্যাগ না করেন।



দাবি একটাই, "সমন্বিত ভর্তি পরীক্ষা নিতে হবে।"



সিলেটবাসির প্রতি অনুরোধ রইল সমন্বিত পদ্ধতি সম্পর্ক আপনাদেরকে ভুল ভাবে জানানো হয়েছে। সারা দেশের কাছে আপনারা ছোট হচ্ছেন। সিলেটবাসির কাছে অনুরোধ রইল আপনারাও আমাদদের সাথে যোগ দিন। জাফর স্যার শুধু সাস্টের না, গোটা সিলেটের গর্ব। সিলেটকে উনি কখনো বঞ্চিত করেন নি। সময় খুব বেশি নেই। একটু পরেই স্যাররা জরুরি মিটিংএ বসবেন। সিলেটবাসিরাই পারেন আমাদের সাথে কাধে কাধ মিলিয়ে কন্ঠ জড়ো করে স্যারের পদত্যাগ ঠেকাতে। এখনো সময় আছে।



-ইভান ভাই।







মূর্খদের পিছু হটিয়ে দেবার দায়িত্বও আমাদেরকেই পালন করতে হবে। চিঠিটা পড়ে স্পষ্ট হয়েছে কতোটা দুঃখ আর চাপ-ঝড় বয়ে গেছে লোকটার উপর দিয়ে। অর্থমন্ত্রী-শিক্ষামন্ত্রীও যখন কুৎসিত রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের কুপথে হাঁটে, অশিক্ষিত ছাগল মেয়রের সাথে ঐক্যমত পোষন করে তখন তা হতাশা পর্যন্ত থাকাই যথেষ্ট নয়, এটা ক্ষোভের জন্ম দেয়। দাবী আদায় করে তবেই ঘরে ফিরি যেন আমরা। যার চেতনা আমরা সবাই বুকে ধরে আছি সে মানুষটার অপমান, অন্যায়ের কাছে তার হেরে যাওয়া মেনে নেয়া হবে চুড়ান্ত কাপুরুষতা। কারন এই যুদ্ধটা স্যারের নয়, এই যুদ্ধটা বাংলাদেশের, পরিবর্তনের যুদ্ধগুলোতে আমরা নতুনরা সাড়া না দিলে জাফর স্যাররা বারবার হেরে যাবেন।



ফেসবুক ইভেন্ট লিংক - "সমন্বিত ভর্তি প্রক্রিয়া" বহাল রাখার দাবীতে মানববন্ধন

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪০

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: স্যারের সাহসী পদক্ষেপের প্রতি বিনম্র শ্রদ্ধা।

২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তরুন প্রজন্মের আপোষহীন নেতাকে সসম্মানে তার স্থানে ফেরত চাই এবং তার দাবী আমাদেরও দাবী, মানতে হবে।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫২

দায়িত্ববান নাগরিক বলেছেন: সিলেটিরা ড: জাফর ইকবাল স্যার এর মর্যাদা দিতে এর আগেও পারে নাই। শাবিতে এর আগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য বানানো রুখে দিয়েছে সিলেটি সচেতন সমাজ (?)। এরপর স্যারের এই মহতি উদ্যোগও খুব সুন্দরভাবে রুখে দিলো। এরপর আর শাবিতে ডঃ জাফর ইকবাল স্যারকে আমি নিজেও দেখতে চাই না। সিলেটিরা ডিজার্ভ করে না। সে যোগ্যতা ওদের নাই।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইটস গুড টু সি ইউ উইথ মি ব্রাদার, আশা করি কন্ট্যাক্ট করবেন। :)

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪৪

রোকসানা লেইস বলেছেন: তোমরা জয়ি হও এই কামনা করি।
ছোটছোট ভুলগুলোকে বড় করে তুলছে যারা তারা খুব সহজে মনে এক ধরনের প্রবাব বিস্তার করে ফেলছে।
গুটি কয় মূর্খের নির্দেশনা সকল সিলেটির ভাষা নয়, চাওয়া নয়। এ বিষয়টা কয়জন বুঝতে পারছে বরঞ্চ হাসাহাসি কাঁদা ছুঁড়াছুড়ি করে ঘোলাটে হচ্ছে নিজেদের সম্পর্ক। আর সুযোগ নিচ্ছে সুযোগ সন্ধানী।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সহমত, ধন্যবাদ :)

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৯

চলতি নিয়ম বলেছেন: সিলেটবাসী এইবার বুঝবে কত ধানেরশীষে কত অশিক্ষিত নগরপিতা X(( X((

সবে তো শুরু। এর পরে আসবে শা বি প্র বি নাম পাল্টিয়ে শা ছা খা রাখা হোক =p~ =p~

অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: স্যারের সাহসী পদক্ষেপের প্রতি বিনম্র শ্রদ্ধা।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আছেন কেমন?

৫| ১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:১৩

বেঈমান আমি. বলেছেন: :( :( :(সবাই ব্যাক করো ব্রো।

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনি ফিরছেন হুইচ ইজ গ্রেট অলরেডি, সাথে তো আছিই আমরা :)

৬| ১২ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:১৪

চলতি নিয়ম বলেছেন: কাচ্চি পাকায়তেছি.... দাওয়াত রইলো.......

১২ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু ব্রাদার :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.