নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

শহীদ বুদ্ধিজীবী - পতাকার লালটুকুতে তোমাদের খুঁজি!

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৩৩

"শহীদ বুদ্ধিজীবীদের তালিকা।" তিনটি শব্দ অথচ লিখতে গিয়ে কেমন যেন থমকে যেতে হয়! যে অকল্পনীয় ত্যাগ তারা করেছেন, যে অসম্ভব ক্ষতির সম্মুখীন হয়েছে আমার বাংলাদেশ, তার একটি তালিকা করতে সত্যিই বুক কেঁপে ওঠে। শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মম পরিনতির কথা স্মরণ করে। তাদের ত্যাগ ও করুন পরিনতির প্রতি উৎসর্গিত হোক অমানুষ রাজাকারদের প্রাণ! কাদের মোল্লার মতো কসাইয়ের মৃত্যুতে তাদের প্রাপ্য ন্যায়বিচারের শুরুটা তাই কৃতজ্ঞতাচিত্তে উল্ল্যেখ করতে চাই।







নীচের নামগুলো শুধু নাম নয়, এক একটি স্তম্ভ, বাংলাদেশ দাঁড়িয়ে আছে যাদের হাড়গোড়ের উপরে...



ঢাকা বিশ্ববিদ্যালয়



১) এ এন এম মুনীর চৌধুরী

২) ডঃ জি সি দেব

৩) মোফাজ্জল হায়দার চৌধুরী

৪) আনোয়ার পাশা

৫) ডঃ জ্যোতির্ময় গুহঠাকুরতা

৬) আবদুল মুকতাদির

৭) এস এম রাশীদুল হাসান

৮) ডঃ এন এম ফয়জুল মাহী

৯) ফজলুর রহমান খান

১০) এ এন এম মুনীরুজ্জামান

১১) ডঃ সিরাজুল হক খান

১২) ডঃ শাহাদাত আলী

১৩) ডঃ এম এ খায়ের

১৪) এ আর খান খাদিম

১৫) মোঃ সাদিক

১৬) শরাফত আলী

১৭) গিয়াসউদ্দীন আহমদ

১৮) আনন্দ পয়ান ভট্টাচার্য



রাজশাহী বিশ্ববিদ্যালয়



১৯) অধ্যাপক কাইয়ুম

২০) হাবীবুর রহমান

২১) শ্রী সুখরঞ্জন সমাদ্দার

২২) ডঃ আবুল কালাম আজাদ







সাবেক গণপরিষদ সদস্য



২৩) মসিউর রহমান

২৪) আমজাদ হোসেন

২৫) আমিনুদ্দীন

২৬) নজমুল হক সরকার

২৭) আবদুল হক

২৮) ডাঃ জিকরুল হক

২৯) সৈয়দ আনোয়ার আলী

৩০) এ কে সরদার



সাংবাদিক



৩১) সিরাজুদ্দীন হোসেন

৩২) শহীদুল্লাহ কায়সার

৩৩) খোন্দকার আবু তালেব

৩৪) নিজামুদ্দীন আহমদ

৩৫) আ ন ম গোলাম মোস্তফা

৩৬) শহীদ সাবের

৩৭) শেখ আবদুল মান্নান (লাডু)

৩৮) নজমুল হক

৩৯) এম আখতার

৪০) আবুল বাসার

৪১) চিশতী হেলালুর রহমান

৪২) শিবসদন চক্রবর্তী

৪৩) সেলিনা আখতার



চিকিৎসাবিদ



৪৪) মোহাম্মদ ফজলে রাব্বী

৪৫) আবদুল আলীম চৌধুরী

৪৬) সামসুদ্দীন আহমদ

৪৭) আজহারুল হক

৪৮) হুমায়ুন কবীর

৪৯) সোলায়মান খান

৫০) কায়সার উদ্দীন

৫১) মনসুর আলী

৫২) গোলাম মর্তুজা

৫৩) হাফেজ উদ্দীন খান

৫৪) জাহাঙ্গীর

৫৫) আবদুল জব্বার

৫৬) এস কে লাল

৫৭) হেমচন্দ্র বসাক

৫৮) কাজী ওবায়দুল হক

৫৯) মিসেস আয়েশা বেদৌরা চৌধুরী

৬০) আলহাজ্জ্ব মমতাজ উদ্দীন

৬১) হাসিময় হাজরা

৬২) নরেন ঘোষ

৬৩) জিকরুল হক

৬৪) সামসুল হক

৬৫) এস রহমান

৬৬) এ গফুর

৬৭) মনসুর আলী

৬৮) এস কে সেন

৬৯) মফিজ উদ্দীন

৭০) অমূল্য কুমার চক্রবর্তী

৭১) আতিকুর রহমান

৭২) গোলাম সরওয়ার

৭৩) আর সি দাশ

৭৪) মিহির কুমার সেন

৭৫) সালেহ আহমদ

৭৬) অনীল কুমার সিংহ

৭৭) সুশীল চন্দ্র শর্মা

৭৮) এ কে এম গোলাম মোস্তফা

৭৯) মকবুল আহমদ

৮০) এনামুল হক

৮১) মনসুর (কানু)

৮২) আশরাফ আলী তালুকদার

৮৩) লেঃ জিয়ায়ুর রহমান

৮৪) লেঃ কঃ জাহাঙ্গীর

৮৫) বদিউল আলম

৮৬) লেঃ কঃ হাই

৮৭) মেজর রেজাউর রহমান

৮৮) মেজর নাজমুল ইসলাম

৮৯) আসাদুল হক

৯০) নাজির উদ্দীন

৯১) লেঃ নূরুল ইসলাম

৯২) কাজল ভদ্র

৯৩) মনসুর উদ্দীন



অন্যান্য



৯৪) জহির রায়হান (সাহিত্যিক)

৯৫) পূর্ণেন্দু দস্তিদার (সাহিত্যিক)

৯৬) ফেরদৌস দৌলা (সাহিত্যিক)

৯৭) ইন্দু সাহা (সাহিত্যিক)

৯৮) মেহরুন্নেসা (সাহিত্যিক)

৯৯) আলতাফ মাহমুদ (শিল্পী)

১০০) দানবীর রণদাপ্রসাদ সাহা

১০১) ধীরেন্দ্র নাথ দত্ত (রাজনৈতিক নেতা)

১০২) যোগেশ চন্দ্র ঘোষ (আয়ুর্বেদ শাস্ত্রী)

১০৩) শামসুজ্জামান (চিফ ইঞ্জিনিয়ার)

১০৪) মাহবুব আহমদ (সরকারি কর্মচারী)

১০৫) খুরশীদ আলম (ইঞ্জিনিয়ার)

১০৬) নজরুল ইসলাম (ইঞ্জিনিয়ার)

১০৭) মোজাম্মেল হক চৌধুরী (ইঞ্জিনিয়ার)

১০৮) মহসিন আলী (ইঞ্জিনিয়ার)

১০৯) মুজিবুল হক (সরকারি কর্মচারী)



শহীদ শিক্ষাবিদ (বিশ্ববিদ্যালয় ছাড়া) ও আইনজীবীদের জেলাওয়ারী পরিসংখ্যান:







আরও কতো নাম না জানা দুর্ভাগা অথচ প্রচন্ড মেধাবী বাংলাদেশীকে সেদিন হারাতে হয়েছে, সে ক্ষতির হিসেব কোন নিক্তিতে মাপা চলে না। প্রতিটি নাম এক একটি ত্যাগের গল্পগাঁথা, সেই ত্যাগের উপরে দাঁড়িয়ে আজকের বাংলাদেশ। এ বিনিময় মুল্য তাদের দিতে হয়েছে দেশের প্রতিটি মানুষের স্বাধীনভাবে কথা বলার, চলার অধিকার দিতে! তাদের আত্মার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ! মাথা উঁচু করে এ জাতিকে দাঁড়াতে দিতে না চাওয়া সেদিনের খুনী পিশাচেরা চেয়ে দেখো, আমার বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবেই!

মন্তব্য ৩০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

পাঠক১৯৭১ বলেছেন: যু্দ্ধ হয় শত্রুকে মেরে পরাজিত করার জন্য: তাতে যে শুধু শত্রু প্রাণ হারায় তা নয়, নিজেদের মানুষকেও প্রাণ দিতে হয়।

আমাদের স্বাধীনতা যুদ্ধেও তাই ঘটেছে: মানুষ জাতির হয়ে যুদ্ধ করেছেন, ২২ জাহার প্রাণ দিয়েছেন। এঁরাই বুদ্ধিমান ছিলেন, এঁরাই যুদ্ধ করতে গিয়েছিলেন।

আমাদের বড় অংশকে পাকীরা হত্যা করেছে বিনা যুদ্ধে।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কিছু পোস্টে আপনার মন্তব্যগুলো লক্ষ করলাম, একটু পরিষ্কার করে বললে বোধয় আরও প্রসংশিত হবে আপনার চিন্তাধারা। এই মন্তব্যটির মাঝের অংশটা অর্থবোধক লাগে নি।

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:৪৮

নিয়েল হিমু বলেছেন: দারুন পোষ্ট । প্রিয়তে নিচ্ছি :)

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক থ্যাংকস হিমু ভাই, শহীদদের প্রতি হাজার সালাম।

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

বেঈমান আমি. বলেছেন: ২২ জাহার প্রাণ দিয়েছেন।

মানে কিরে @পাঠক১৯৭১

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :) :) :)

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫০

পাঠক১৯৭১ বলেছেন: @বেঈমান আমি.,

মানে খুব সোজা: ১১ সেক্টের ২২ হাজার মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, বুঝতে কস্ট হচ্ছে কেন, নন্দলাল?

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বেঈমান আমি ভাইকে সম্মান দিয়ে কথা বলা উচিত ছিল আপনার। ভালো থাকবেন।

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৬

কলাবাগান১ বলেছেন: "আজ কি বাতাসে অক্সিজেন একটু বেশি? বুকের ভিতর এত হালকা লাগছে কেন? কাঁধের উপর থেকে দায়বদ্ধতার বোঝো নেমে গেল কিছুটা। আহ, কী শান্তি। এত আবেগ আমি প্রকাশ করি কীভাবে? শব্দরাশির রাজ্যে শব্দ খুঁজে পাই না আজ আমার অশ্রুকে ব্যাখ্যা করার। কোনো শব্দই যেন যথেষ্ট বিশাল নয় আমার দীর্ঘশ্বাসের কথা বুঝিয়ে বলার জন্য। দীর্ঘ সংগ্রামের পরে এ বিজয়ের উল্লাসের যে তীব্রতা তাকে প্রকাশ করি কীভাবে? কী দিয়ে এ জাতির জয়গান করি? কী দিলে আমার কৃতজ্ঞচিত্তের আকুল নিবেদন আমি প্রতিটি মানুষকে বোঝাতে পারি যে, তোমাদের প্রতি আমরা কৃতজ্ঞ। কোন শব্দে আছে সেই বিশালতা আর ব্যাপকতা?

যেন শুধু একটি শ্লোগানই এই বিচিত্র, বিশাল অনুভূতিকে ধারণ করতে পারে। তা আমার পিতার শ্লোগান, তা আমার দেশের শ্লোগান। উচ্চকণ্ঠে বার বার বলে উঠি– ‘জয় বাংলা’।"
Click This Link
ডা. নুজহাত চৌধুরী: সহকারী অধ্যাপক, অপথালমোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও শহীদ ডা. আলীম চেীধুরীর সন্তান।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই বিজয় দিবসটা শান্তির হতে যাচ্ছে, বুদ্ধিজীবী দিবসটা ছিল স্বস্তির! বাংলাদেশের জয় হোক, লিংকের জন্য অনেক ধন্যবাদ ভাই। :)

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:৫৭

কলাবাগান১ বলেছেন: "শেখ হাসিনার দৃঢ়তা ও অনমনীয়তা চমকে দিয়েছে সাম্রাজ্যবাদের কর্তভজাদের। তাই এত আকুলি-বিকুলি। "
Click This Link

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস ফর দ্যা লিংক

৭| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৬:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ডক্টর।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হ্যাঁ ! :(

৮| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৩৬

মামুন রশিদ বলেছেন: তোমাদের জানাই বিনম্র শ্রদ্ধা । আমরা তোমাদের ভুলব না ।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: শহীদদের প্রতি পৃথিবীর সব কৃতজ্ঞতা , সকল শ্রদ্ধা।

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:১৩

আমিনুর রহমান বলেছেন:



উনাদের বিনম্র শ্রদ্ধা ...


প্লাস ও প্রিয়তে +++

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাইয়া, শহীদদের প্রতি সকল শ্রদ্ধা হৃদয়ের অন্তঃস্থল থেকে।

১০| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: পরিপূর্ণ একটি পোষ্ট লিও ভাই !
ওদের জন্য বিনম্র শ্রদ্ধা !
আত্বার মাগফিরাত কামনা করি !

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অভি ভাই, এই দিনটার প্রতি দায়বদ্ধতা ও শহীদদের প্রতি ভালোবাসা থেকে এটা দেয়ার ইচ্ছা হচ্ছিল। ভালো লেগেছে জেনে খুশী হলাম, তাদের প্রতি রইলো হাজার সালাম।

১১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

সুমন কর বলেছেন: জয় বাংলা।

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, শহীদদের আত্মা শান্তিলাভ করুন, রাজাকারদের ফাঁসির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হোক ও বাংলাদেশ এগিয়ে যাক, এটাই প্রার্থনা।

১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
ভেরী গুড পোস্ট ||

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জয় বাংলা, শহীদদের আত্মা শান্তিলাভ করুন, রাজাকারদের ফাঁসির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হোক ও বাংলাদেশ এগিয়ে যাক, এটাই প্রার্থনা।

১৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন:



৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা।


সুন্দর পোষ্ট +++++
প্রিয়তে...

১৫ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১:০৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ভাই! শহীদদের আত্মা শান্তিলাভ করুন, রাজাকারদের ফাঁসির মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠিত হোক ও বাংলাদেশ এগিয়ে যাক, এটাই প্রার্থনা।

জয় বাংলা, বাংলায় জয়।

১৪| ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: নাইস পোস্ট।
গতবছর শহীদ বুদ্ধিজীবী দিবসে এক্টা পোস্ট লিখেছিলাম।
এটাতে এড করেছিলাম।তালিকা
এবছর পারলাম না! :(

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: তোমার লেখা মিস করি। :(

১৫| ২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৪

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কবিতা কোথায় গেল?

২০ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৪:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওটা আমার ড্রাফট ছিল, অনেকগুলো পিচ্চিপাচ্চা লাইন এক খানে করলাম, পরে সাজিয়ে পোস্ট করবো হয়ত। একটা অণুগল্প পোস্ট করলাম, সময় হলে পড়বেন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.