নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

ইন্ডিয়ান ক্রিকেট ও বিসিসিআই ফ্যাক্টস (ক্রিকেট রঙ্গ) ;)

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৫





[প্রতিটি সিরিজ শেষে এই ছবিটি বাই ডিফল্ট ব্যবহার করার নির্দেশ দিয়েছে আইসিসি, মতান্তরে বিসিসিআই।]



১) যেহেতু ভারত 'সারে যাঁহা সে আচ্ছা' সেহেতু অন্য কোথাও আর খেলতে যাবে না, তারা ক্রিকেটের পরী। ভারত ক্রিকেটের মাজার। অবশ্যই খেলতে হলে মাজারে আসতে হবে।



২) টস শেষে মুদ্রার যে পীঠ উঠবে, সেটিই কল করবেন ভারতীয় অধিনায়ক।



৩) সারা বিশ্বে যেখানেই খেলা হোক না কেন অবশ্যই নরম, কোমল, আদরমাখা ব্যাটিং পিচ বানাতে হবে, পীচে ঘাস বা বাউন্স থাকলে কিউরেটরস এর মৃত্যূদন্ড কার্যকর হবে।



৪) ভারতীয় ব্যাটসম্যানদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্পীনাররা বল টার্ন করাতে পারবেন না, টার্ন করালেও বোলিং এর আগে বলে দিতে হবে কোন দিক থেকে টার্ন করানো হবে। গুগলী বা দোসরা দেয়া নিষিদ্ধ। কথা অনুযায়ী টার্ন না করলে ক্রিকেট থেকে সে আজীবনের জন্য নিষিদ্ধ।



৫) যেহেতু ভারতীয় বোলাররা ঘন্টায় ১২০ কিলোমিটারের বেশী বল করতে পারেন না, সেহেতু বিশ্বের কোন বোলার ১২০ কি:মি: এর চেয়ে জোরে বল করতে পারবে না। জোরে বল করলে প্রাথমিকভাবে নো বল ডাকা হবে। এক ম্যাচে তিনটা জোরে বল করলে পরের ম্যাচে বহিঃস্কার।



৬) ভারতের ব্যাটিং এর সময়, ডাইভ দিয়ে ক্যাচিং-ফিল্ডিং করা গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত হবে। বল ফিল্ডারের দিকে না আসা স্বত্বেও দৌড়ে গিয়ে বল রোধ করার শাস্তি ম্যাচ ফি'র ৫০% জরিমানা।



৭) ভারতের ব্যাটিং এর সময় প্রতি প্রান্তে একটি করে ও পতিপক্ষের ব্যাটিং এর সময় ছয়টি করে স্ট্যাম্প থাকতে হবে।



৮) ভারত বোলাররা বল করলে, বিপক্ষ দলের ব্যাটসম্যানের শরীরে যেখানেই লাগুক না কেন সে আউট, বল ছেড়ে দিলে বেয়াদবীর কারনে আউট, বলে ঠ্যাক দিলে ঠ্যাক দেবার অপরাধে আউট, চার মারলে মারার অপরাধে আউট, ছক্কা মারলে উড়িয়ে মারার অপরাধে আউট, বোল্ড হলে একসাথে দুই উইকেটের পতন ঘটবে, ক্যাচ হলে পরের ম্যাচ আর খেলতে পারবে না।



৯) আম্পায়ার খেলা পরিচালনার দায়িত্ব থাকবেন না, খেলার সার্বিক পরিচালনা করবে ভারতীয় ক্রিকেটাররা। আম্পায়াররা থাকবেন কেবল ভারতীয় ক্রিকেটারদের সাথে কোন অন্যায় হচ্ছে কিনা দেখতে।



১০) আইসিসির র‍্যাংকিং হিসাব করা হবে ২ নম্বর থেকে, কারন ভারত সারা জীবন ১ নম্বর থাকবে।

১১) এতো কিছুর পরেও যদি দুর্ঘটনাবশত কোন দল ভারতের বিপক্ষে জিতে যাবার চেষ্টা করে, তবে সে দলের টেষ্ট স্ট্যাটাস কেড়ে নেয়া হবে।



১৪) দ্বিতীয়বারেও যদি সেই দল জেতার চেষ্টা করে তবে ভারত অভিমান করে সে দেশে আর কখনই যাবে না।



১৫) পৃথিবীর সব ঘাস কেটে ফেলতে হবে, ঘাস খুব খারাপ, ঘাসে বাউন্স করে, বাউন্স করলে ভারতীয় ব্যাটসম্যানরা শুধু আউট হয়ে যায়।



১৬) ভারতীয় স্পিনারদের বল টার্ন না করলেও টার্ন করবে ধরে খেলতে হবে। নইলে জরিমানা।



১৭)কোন ভারতীয় বোলার যদি বাউন্স দিতে চায়, বাউন্স না হওয়া পর্যন্ত সে বল চলতে থাকবে। বাউন্স হওয়ার আগ পর্যন্ত যতবল হবে সেগুলোকে ডেড বল হিসাবে ধরে নিতে হবে।



১৮) ভারত ব্যাটিং করার সময় যে দুজন আম্পায়ার থাকবে তাদের তর্জনী থাকবে না। অপরদিকে ভারত বোলিং করার সময় আম্পায়ের অন্য কোন আঙ্গুল থাকবে না, কেবল তর্জনী থাকবে। এ সময় তর্জনী উঁচিয়ে ধরা ছাড়া আম্পায়েরর হাত নাড়াচাড়াসহ বাকি কাজ নিষিদ্ধ।



১৯) টেষ্টম্যাচে অন্য সব দল সাদা জামায় খেলবে, ভারতীয়রা ইচ্ছামত যে কোন জামা পরতে পারবে। কারণ সাদা জামায় গ্ল্যামার কম বুঝা যায়।



২০)টিভি ক্যামেরায় বেশীরভাগ সময় অবশ্যই ভারতীয় ক্রিকেটারদের দেখাতে হবে। কোন ক্রিকেটারকে ঘামে দেখতে খারাপ লাগলে ফটোশপ দিয়ে এডিট করে সুন্দরী করে দেখাতে হবে। নইলে টিভি চ্যানেল নিষিদ্ধ।



মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৭

শাকিল ১৭০৫ বলেছেন: :-P :-P =p~ =p~

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খায়ছে, আপ্নারে এখানে দেখে ভাল্লাগলো! :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৪

আমি অতি সাধারণ বলেছেন: হা হা হা !! হাসতে হাসতে টায়ার্ড হইয়া গেলাম। ভাদাদের গদাম দিলাম । তবে বেহায়াদের কোন কিছুতেই লজ্জাশরম নাই।

বীর বাঙালি ব্যাট ধর, ভাদাদের পিটায়ে বিদায় কর।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বাইচ্চা থাকতে থাকতে এইসবও দেখে যেতে পারবো, আর কি চাই জীবনে! ;)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৫

হাসান মাহবুব বলেছেন: হেব্বি দিসেন।

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: থ্যাংকস হামা ভাই :) :) :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:২১

মুদ্‌দাকির বলেছেন: অসাধারন =p~ =p~ =p~ =p~

specially " ১৮) ভারত ব্যাটিং করার সময় যে দুজন আম্পায়ার থাকবে তাদের তর্জনী থাকবে না। অপরদিকে ভারত বোলিং করার সময় আম্পায়ের অন্য কোন আঙ্গুল থাকবে না, কেবল তর্জনী থাকবে। এ সময় তর্জনী উঁচিয়ে ধরা ছাড়া আম্পায়েরর হাত নাড়াচাড়াসহ বাকি কাজ নিষিদ্ধ। "

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ট্রু স্টোরি ব্রো ;)

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ঠিক আছে জনাব, পানে আরেকটু চুন দিবো জনাব ?
টিকিট বিক্রি সব ভারতীয় টাকায় করতে হপে।
ভারতীয় টেরকাদের বদন যেমুনই হউক না কেনু "ম্যারী মী" প্ল্যার্কাড ললনাদের সাথে নিয়ে যাওয়া বাধ্যতামূলক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: খাইছে!

৬| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

সুস্মিতা শ্যামা বলেছেন: :)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ;)

৭| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:০২

হিমে৯২ বলেছেন: =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ;)

৮| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১০

অপ্রচলিত বলেছেন: ভারতের ব্যাটিং এর সময়, ডাইভ দিয়ে ক্যাচিং-ফিল্ডিং করা গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত হবে। বল ফিল্ডারের দিকে না আসা স্বত্বেও দৌড়ে গিয়ে বল রোধ করার শাস্তি ম্যাচ ফি'র ৫০% জরিমানা।

ভারত বোলাররা বল করলে, বিপক্ষ দলের ব্যাটসম্যানের শরীরে যেখানেই লাগুক না কেন সে আউট, বল ছেড়ে দিলে বেয়াদবীর কারনে আউট, বলে ঠ্যাক দিলে ঠ্যাক দেবার অপরাধে আউট, চার মারলে মারার অপরাধে আউট, ছক্কা মারলে উড়িয়ে মারার অপরাধে আউট, বোল্ড হলে একসাথে দুই উইকেটের পতন ঘটবে, ক্যাচ হলে পরের ম্যাচ আর খেলতে পারবে না।

সেইরাম মজা পাইছি =p~ =p~ =p~
+++++++++++++++++++++++++++++++++++++++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আরও মজা পাইছি নিউজিল্যান্ডের কাছে ভারতের ব্যাপক বাঁশ খাওয়া দেখে!

৯| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:১৮

বশর সিদ্দিকী বলেছেন: সামনে মনে হয় এই প্রস্তাবই আসবে। যেভাই হারতেছে তারা

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: বটে!

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:২২

বেঈমান আমি. বলেছেন: ;)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :P :P

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

স্বপ্নবাজ অভি বলেছেন: সবগুলাই সিরাম হইছে, ফেসবুকের মত এখানেও একই কথা বলবো, ইংরেজী ভার্সন করেন, তারপর গণ ইউজের পারমিশন দেন ফেবুতে, পেজে পেজে ! বিশ্ববাসীর ও জানা দরকার!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইংরেজীতে তো এভাবে সরস করে বলা একটু কঠিন হয়ে যায় ! তবে বেশ কিছু ইতোমধ্যেই লিখে ফেসবুকে পোস্ট করেছি। =p~ =p~

১২| ৩১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৩

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পুরাই কঠিন!!!!


=p~ =p~ =p~ =p~

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাই, ফেসবুকে যাওয়া আসার ভিত্রে আছেন কেন?

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

জাহিদুল হাসান বলেছেন: কঠিন হইছে ভাই।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.