নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

কবিতাঃ ।।-- অবশিষ্ট কষ্ট --।।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:২৮





ও আমার জর্জরিত হৃদয়, নিজেকে সারিয়ো না,

হয়ে যাক, সে পুড়ে খাক, ব্যথা তুমি হারিয়ো না।

সব কিছু ছেড়ে চলে যাবার ক্ষণে, ভালোবাসা বিনে,

এক তুমিই তো ছেড়ে যাও নি, সঙ্গ দিয়েছ স্বার্থহীন।

বিশ্বাস করো, শ্বাসটুকুকেও বিদায় জানিয়েছি দ্বিধাহীন,

তবু বুকের স্পন্দন থামে নি, তুমি রয়েছ বলে কষ্ট,

বাঁচবার জন্য প্রয়োজনীয় একটা কিছুর অস্তিত্ব তুমি,

কিছু অবশিষ্ট না রইবার যাতনা, সমাপ্তির প্রেরণা।

দেখো পরম মমতায় বুক জুড়ে এঁকেছি প্রিয় সে ক্ষত,

রক্তাক্ত হয়েছে বৃষ্টিধারা চোখের কোণে, ঝরেছে অবিরত,

কষ্ট ছিলে বলে আছি, ব্যথাতুর রাতগুলো রচে গেছি,

সব না থাকার দীর্ঘশ্বাসটুকুতেই নাহয়, আছো অন্তত!

জানি ঘৃণা করো আমায়, কিছু একটা অনুভব করো তবু,

এই অনুভূতিহীন শহরে এটুকুরই বা স্থান ছিল কোথায়,

দেয়ালের রঙে ছিলনা, শিল্পীর চিত্রকর্মে, কারো কথায়।

নিঃস্পৃহ দেখে গেছি, এ প্রাণের মৃত্যু চাইবার প্রার্থনা,

প্রিয় কষ্ট-দেবী, হয়ত জানতে না এই যে ছিল কামনা!

কষ্ট আরেকটু কষ্টকর হও বরং, দুঃখরা দুঃখিত হও,

ব্যথারা ব্যথিত করো, ক্ষতগুলো আরও একটু রক্তাক্ত,

ছেড়োনা তবু একাকীত্বে জীবন্ত, মৃত্যুতে না করে সিক্ত।



----------------------------------------------------

অবশিষ্ট কষ্ট - ০৪/০২/২০১৪।

মন্তব্য ৩৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৩

বটবৃক্ষ~ বলেছেন:


কঠিন হয়েছে!!!

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু :)

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:০৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: পড়িলাম ...............

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: জানিলাম! ফেসবুকে নাই কেন?

৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৮

নিশাত তাসনিম বলেছেন: খুব সুন্দর কবিতা লিও খুব ভালো লেগেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ অভি ভাই :)

৫| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:৫৮

বৃতি বলেছেন: পুরনো ধাঁচের কবিতার মত। ভাল লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য। শুভকামনা জানবেন :)

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

লাবনী আক্তার বলেছেন: দারুন কবিতা!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: লাবনী আপু অনেক থ্যাংক্স পড়ার জন্য! আপনার প্রতি শুভকামনা রইলো। :)

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
‘অবশিষ্ট কষ্ট’ সুন্দর হয়েছে :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম, অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার প্রতি। :)

৮| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫১

এক্স রে বলেছেন: কবিতা ভালো লেগেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। আমার ব্লগপাতায় স্বাগতম।

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসম্ভব ভাল লেগেছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ জানবেন, শুভকামনা। আমার ব্লগপাতায় স্বাগতম। :)

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৪

দেশ প্রেমিক বাঙালী বলেছেন:





দিকভ্রান্ত অনেক চমৎকার হয়েছে।


ধন্যবাদ। ভাল থাকবেন।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কবিতাটি পড়ার জন্য। আপনার প্রতি শুভকামনা রইলো, ভালো থাকবেন। :)

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৩

শাহরিয়ার নীল বলেছেন: খুব ভাল লাগা ছুয়ে গেল।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ জানাই, শুভকামনা রইলো। :)

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৩

সায়েম মুন বলেছেন: কবিতায় অনেক ভাললাগা রইলো। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সায়েম ভাই সময় করে পড়ে যাবার জন্য অনেক ধন্যবাদ। আর দুঃখিত এতো দেরীতে উত্তর করার জন্য, মাঝে ব্যস্ততা ছিল বিধায় আসা হয়নি। আপনার প্রতি অনেক শুভকামনা রইলো।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৪৮

বেঈমান আমি. বলেছেন: নাইস :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক থ্যাংক্স ব্রো সময় করে পড়ার জন্য :)

১৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:০৯

ড. মোস্তাফিজুর রহমান বলেছেন: সত্যি বলতে কি
পরম শূণ্যতা পৃথিবীতে নেই
খালি দেখলেই
কিছু না কিছু দখল করবেই।
থাকতেই পারেনা
একাকীত্বে জীবন্ত
মৃত্যু কামনা
কখনই হতে পারেনা
সমাপ্তির প্রেরণা।


কষ্টকর অনুভুতিগুলো নিয়ে চমতকার কবিতা হয়েছে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: আপনার কথাগুলো বেশ ভালো লাগলো ভাই। :)

পড়ার জন্য ধন্যবাদ, ভালো লেগেছে জেনে প্রীত হলাম। শুভকামনা আপনার প্রতি। :)

১৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৩২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সুন্দর।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অনেক ধন্যবাদ সময় করে পড়ার জন্য। শুভকামনা রইলো। :)

১৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৬:০৫

আমিই মিসিরআলি বলেছেন: অহনও মনের ভিত্রে কষ্ট অবশিষ্ট রয়া গেছে, অলি ভাই ?? :(

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কষ্টের সাথে সে আমার গভীর মিত্রতা! :)

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

ইখতামিন বলেছেন: সুন্দর

০৬ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ধন্যবাদ ইখু ভাই! :)

১৮| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:১২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চেক ইউর ইমেইল হোয়েন ইউ হ্যাভ টাইম।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১৬

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: একটু কঠিন ভাই বুঝতে কষ্ট হইছে :)

শুভ কামনা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.