নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দিকভ্রান্ত পথিক

দিকভ্রান্ত*পথিক

আমি নিরপেক্ষ নই, আমি মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে!

দিকভ্রান্ত*পথিক › বিস্তারিত পোস্টঃ

'সব অবৈধ!' - বললেন তারেক জিয়া। :-*

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৭





বিএনপির লন্ডন শাখার সিনিয়র ভাইস আমীর বড় গণতন্ত্র রেম্বোপুত্র আল্লামা তারেক বিন জিয়া জানান, আমাকে টেন পারসেন্ট না দিলে কোন কাজের বৈধতা থাকতে পারে না। মুক্তিযুদ্ধ নামক প্রকল্প থেকে আমি কোন অর্থের ভাগ পাই নাই, তাই এর বৈধতা দেয়া যাবে না, আম্মুর নিষেধ আছে। ইতিহাস উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে অবৈধ বিষয়াদির একটি কালো তালিকা করেছি, এর মাধ্যমে নিশ্চিত হয়েছে এটা অবৈধ।



এ সময় হাস্যোজ্জল মুখে তিনি বলেন, বাংলাদেশ থেকে ইদানিং টেকাটুকা কম পাইতেছি, ভাবতেছি এইটারেও অবৈধ ঘোষনা করে দিবো। দার্শনিক যুবরাজ এই সময় চিন্তার জগতে মগ্ন হয়ে যান এবং বলতে থাকেন, আসলে সব কিছুই অবৈধ। এই যে আমাকেই দেখুন... এই পর্যায়ে আল্লামা তারেক বিন জিয়া থেমে যান।



আবেগাপ্লুত তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, একটা এঙ্গেল থেকে চিন্তা করলে দেখা যাবে পৃথিবীর সব কিছুই অবৈধ! একেক দেশে একেক জিনিস অবৈধ। 'বৈধ' শব্দটা আসলে অতিকল্পনা, মিডিয়ার সৃষ্টি, বাস্তবে এর কোন অস্তিত্ব নেই। কিন্তু তিনি কেন কাঁদছেন এবং তার জন্মগত বৈধতা নিয়ে প্রশ্ন করা হলে রেম্বোপুত্র আল্লামা তারেক বিন জিয়া দশ মিনিটের নীরবতা পালন করেন বলে জানা যায়। নীরবতা ভেঙ্গে এক সময় তিনি বলেন, 'এটা সিক্রেট থাক!'

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪২

কোবিদ বলেছেন:

বাংলাদেশ থেকে ইদানিং টেকাটুকা কম পাইতেছি, ভাবতেছি এইটারেও অবৈধ ঘোষনা করে দিবো =p~ :-P

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৩

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই দিন দেখতে আর বেশী বাকী নাই, পাগল ছাগল মিডিয়ায় কথা বললে সবই শুনতে হবে।

২| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৯

জাহিদ ২০১০ বলেছেন: বলদ গাধা কি আর গাছে ধরে এইগুলান বিম্পির মধ্যেই পাওয়া যায়।





যদি কেউ দিলে বেদনা পাইয়া থাকেন তাইলে মুই কিংবা মোগো কের্তৃপক্ষ দায়ী থাকপে না। কোনও ভাবেই না।

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৪

দিকভ্রান্ত*পথিক বলেছেন: কথা সত্য। দুঃখজনক হলেও সত্য।

৩| ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১

এন ইউ এমিল বলেছেন: চুপ থাকো বেয়াদপ :>

০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এহ, নিকের নাম পালটে দেবেন নাকি ;)

৪| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২০

ফিলিংস বলেছেন: খামোশ......

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৩৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ওকে! B-))

৫| ০৯ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:২৪

অেসন বলেছেন: শেখ মুজিব যখন অবৈধ প্রধানমন্ত্রী হন তখন বাংলার প্রথম রাষ্ট্রপতি(!)
জিয়াউর রহমান কোথায় ছিলেন ? নাকি বাধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ
হয়েছিলেন তার স্ত্রীর মতো ! মানসিক ভারসাম্যহীনের কাছ থেকে বাংলার
আরো নুতন নুতন ইতিহাস শুনার অপেক্ষায় রইলাম।

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এটাকে দ্রুত পাবনায় স্থানান্তর করা জরুরী।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: সামু অবৈধ B-)) B-)) B-))

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হাহাহা

৭| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

চলতি নিয়ম বলেছেন: ওরে কেউ আমরে মাইরালা..... :-P

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪০

দিকভ্রান্ত*পথিক বলেছেন: :-B :-B :-B

৮| ০৯ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

গারো হিল বলেছেন: আরে হারুন ভাই যে :>

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪১

দিকভ্রান্ত*পথিক বলেছেন: অ্যাঁ!

৯| ১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৪৪

হাসান মাহবুব বলেছেন: মতিকন্ঠে পাঠান এইডা!

১০ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: হেরা ভালো লেখে, এইটা নিবে না :-B :-B

১০| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

nurul amin বলেছেন: যাক আক্রমন ভালই জমছে।

১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: B:-/ B:-/ B:-/

১১| ১০ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ১.স্বাধীনতার ঘোষণা দিতে মুজিবের অস্বীকৃতি/শেখ মুজিব স্বাধীন বাংলাদেশ চান নি

http://www.youtube.com/watch?v=KJAD-HnKVM8

এ কে ব্রোহীর, যিনি ছিলেন ১৯৭১ সালে বিচারকালে রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ মুজিবের আইনজীবি। ব্রোহী তার জীবন সায়াহ্নে ১৯৮৭ সালে চিকিৎসাধীন থাকাবস্থায় লন্ডনের ইমপ্যাক্ট ইন্টারন্যশনাল পত্রিকার সম্পাদক মি. ফারুককে প্রদত্ত সাক্ষাৎকারে দু'টি সত্য প্রকাশ করেছেন। তা হলো - যুদ্ধ চলাকালে ১. মুজিব অখন্ড পাকিস্তানে বিশ্বাস করতেন এবং কখনই পাকিস্তান ভাঙ্গার মত কোনো কাজ করেন নি, ২. পূর্ব পাকিস্তানে ভারতীয় বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে রেডিও টিভিতে নিন্দা জানিয়ে বক্তব্য দিতে ইয়াহিয়াকে প্রস্তাব দিয়েছিলেন মুজিব। (সূত্র:Impact International, 25th September, 1987, Page.19).

তাজউদ্দীন আহমদের ভাষ্য অনুযায়ী, তিনি যখন তাঁকে বললেন, “মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে, কেননা কালকে কী হবে, আমাদের সবাইকে যদি গ্রেফতার করে নিয়ে যায়, তাহলে কেউ জানবে না কী তাদের করতে হবে।’ এই ঘোষণা কোনো না কোনো জায়গা থেকে কপি করে আমরা জানাব। যদি বেতার মারফত কিছু করা যায়, তাহলে সেটাই করা হবে। শেখ সাহেব তখন উত্তর দিয়েছিলেন, ‘এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। এর জন্য পাকিস্তানিরা আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারবে
"শেখ মুজিব স্বাধীন বাংলাদেশ চান নি” - তারেক রহমান।

তালগাছবাদীরা সব একসুরে হাসে কাঁদে। বাহ! বেশ বেশ!!

তা তাজউদ্দিনও অবৈধ নাকি বলেন?
যেভাবে সবেরে অবৈধ বলতেছেন কোরাস করে...ঠেলায়....পরে আবার বইলেন না স্বাধীনতাই অবৈধ!!!

চেতনা যখন ৩ কোটিতে বিকোয় ;) =p~ =p~ =p~ =p~

১১ ই এপ্রিল, ২০১৪ সকাল ৭:৩২

দিকভ্রান্ত*পথিক বলেছেন: সকল প্রকার ত্যানার দাঁতভাঙ্গা জবাব জীবন্ত ইতিহাস জনাব তোফায়েল সাহেব সংসদে দাঁড়িয়ে দিয়েছেন।

আর হাস্যকর কথাবার্তা কতো বলবেন? জাতির পিতা যদি অবৈধ হয় তবে জাতি কি করে বৈধ হয়? নিজেকে বাংলাদেশী দাবী করার আগে এই প্রশ্নটা নিজেকে করে দেখবেন।

১২| ১১ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৫

চলতি নিয়ম বলেছেন: দেখেন তো উনার যুক্তিটা জাতির অবৈধ সন্তানদের পছন্দ হয় কি না।

বাশের কেল্লা গ্যাছে এখন ভারেক এর কেল্লা আইছে। দুইটার ই প্রডাকশন হাউজ লন্ডনে। কি মিল কি মিল =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.