নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় উজ্জ্বল

অমিয় উজ্‌জ্‌বল

অর্থ নয় কীর্তি নয় সফলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় অন্তর্গত রক্তের ভেতর খেলা করে।

অমিয় উজ্‌জ্‌বল › বিস্তারিত পোস্টঃ

রেইট

২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫

রিয়েল জোক , জীবন থেকে নেওয়া(আপুদের কাছে ক্ষমা প্রার্থনা পূর্বক। মুরুব্বী, অপ্রাপ্তবয়স্ক এবং অতিরুচিশীলদের প্রবেশ না করতে বিশেষ অনুরোধ জানাচ্ছি)

....................................................................................................................

আমি তখন কুমিল্লায়। সদ্য পাশ করে একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি নিয়েছি। এক বিকেলে বসে আছি ডিউটি রুমে। একটা অল্প বয়েসী ছেলে এল দেখাতে।



-কি সমস্যা?

ছেলেটি একটু এদিক ওদিক তাকিয়ে যে সমস্যাটির কথা বলল সেটা হলো “পার ইউরেথ্রাল ডিসচার্জ”, মানে মূত্রনালী দিয়ে পুঁজ যায়।

-খারাপ পাড়ায় যাওয়ার অভ্যাস আছে?

ছেলেটি মাথা নাড়লো

-“একবার গেসিলাম”

পরীক্ষা লিখে দিলাম। ঘন্টা খানেক পর রিপোর্ট এল। রিপোর্ট যা ভেবেছিলাম তাই।



ছেলেটিকে রোগ সম্পর্কে বোঝানো হলো। একটু টেনশনে পড়ে গেল।

-স্যার ভাল হইবো তো?

আমি আশ্বস্ত করলাম, “অবশ্যই ভাল হবে। ইনজেকশন লিখে দিচ্ছি। সাত দিন দিবা। চিন্তার কারণ নাই। ঠিকমত চিকিতসা নিলে এই রোগ ভাল হয়ে যায়। সাত দিন পর দেখা করবা”।........... সাথে কিছু পরামর্শ।



ছেলেটি হাসিমুখে কৃতজ্ঞতা জানালো।



এবার আসল নাটক।



স্যার ভিজিট……টা….(ঘাড় চুলকানোর ভঙ্গি)

আমার ওয়ার্ড বয় ঘোষণা দিল, বেশী না ১০০ টাকা ।

১০০ টাকা! গরীব মানুষ স্যার…ইয়ে মানে.. ৫০ টাকা্ রাখেন।



ওয়ার্ড বয় কটমট করতে লাগলো, আমি ইশারায় ওকে নিবৃত্ত করলাম।



- কি কর? স্যার পড়া লেখা, মানে স্টুডেন্ট , এখন বন্ধ। বিদেশ যাওয়ার ট্রাই নিতেছি।



- আমি একটা লম্বা শ্বাস নিলাম। একটু থেমে বললাম “খারাপ পাড়ায় যে গেসিলা কত খরচ হইছিলো”?



- স্যার পাঁচশ । ছেলেটির সপ্রতিভ উত্তর।কিছুটা গর্বিত। উচ্চমূল্যের বিনোদনের জন্য গর্ব।



- যে তোমারে অসুখটা দিল তারে দিলা ৫০০, আর আমি তোমারে চিকিতসা দিলাম আমারে দিচ্ছ ৫০!



- স্যার মাইয়াটা সুন্দর আছিল, হাইফাই। ভার্সিটির মাইয়া গো মতন । এই ধরেন....... এরার রেইট একটু বেশীই থাকে।



(পুন:প্রকাশ)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৮

লেখাজোকা শামীম বলেছেন: এটা মানব চরিত্রের একটা মৌলিক বৈশিষ্ট্য। এ জন্য দুধওয়ালা বাড়ি বাড়ি গিয়ে দুধ বিলায়, আর মদওয়ালার কাছে সবাই মদ কেনার জন্য ধর্না দেয়।

২| ২১ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৫৯

গাঁয়ের ছেলে বলেছেন: অধিকার আদায়ের দাবিতে আজ সবাই তৎপর। তবে কার অধিকার কতটুকু প্রতিষ্ঠা পাচ্ছে তাই দেখার বিষয়।

৩| ২২ শে এপ্রিল, ২০১৪ রাত ১২:৪৯

েসাফী বলেছেন: পেশা গত কারনে আমিও দেখেছি, মোয়াক্কেল কে যদি বলি, ঘুষ দিতে টাকা খরচ করলে আপনার কাজ হয়ে পাবে, তখন সে যারপরনাই খুশি হয়ে বলে, কত লাগবে?

তারপরই যখন আমি আমার ফি চাই, তখন বলে পয়সা নাই উকিল সাব, আজকে বাদ দেন....

৪| ২২ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১১

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: সুনীল গাঙ্গুলির "প্রথম আলো " উপন্যাসে এক ডাক্তার ঠিক এই কথাটাই বলেছিলেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.