নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় উজ্জ্বল

অমিয় উজ্‌জ্‌বল

অর্থ নয় কীর্তি নয় সফলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় অন্তর্গত রক্তের ভেতর খেলা করে।

অমিয় উজ্‌জ্‌বল › বিস্তারিত পোস্টঃ

বক (অনুগল্প)

২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:২৬

ভদ্রলোকের দুই মেয়ে হলিক্রসে পড়েছে। ছোট ছেলেটাকে নটরডেইমে দিতে পারেননি বলে মন খারাপ।

তবে এত মন খারাপের ভেতরও একটা ভাল সংবাদ দিলেন। গ্রামে মাদ্রাসা করার যে দীর্ঘদিনের স্বপ্নটা ছিল সেটা বাস্তবায়ন হয়েছে। এ বছর থেকে ছাত্র ভর্তি হবে।
বললাম ছেলেকে তাহলে এখানেই দেন। আলেম পাশ করুক।

ভদ্রলোক উত্তর দিলেন না।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৪

ভাবুক কবি বলেছেন: ভাবছেন কি!!

মানুষ নিজের ছেলেকে বাস্তবধর্মী বানায় কিন্তু পরকালধর্মী বানায় না এমন বোকাও আছে। যেহেতু নিজেই মাদরাসা প্রতিষ্ঠাতা।

২| ২৭ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫১

আহা রুবন বলেছেন: আমার পরিচিত এক পরিবারের ছেলেকে মাদ্রাসায় দিল, মেয়েকে সাধারণ স্কুলে। জানতে পারলাম তার হিসেবটা এমন--ছেলে শিক্ষিত হলে বউ শিক্ষিত আসবে। শিক্ষিত বউ শ্বশুর-শাশুড়িকে মান্য করে না, তাদের ভাষ্যমতে। মেয়েকে সাধারণ শিক্ষায় শিক্ষিত করতে চাচ্ছে কারণ আজকাল মেয়ে শিক্ষিত না হলে ভাল বিয়ে দেয়া যায় না। নিজের মেয়ের বেলায় সে চায় মেয়ে মর্জাদা নিয়ে সংসার করুক, অন্যের মেয়ের (ছেলের বউ) বেলায় উল্টো। কত বিচিত্র মানুষের মন।

তবে আপনার গল্পের মত মানুষের সংখ্যাই বেশি। অর্থপূর্ণ গল্প। ভাল!

৩| ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: হুম বেশ শক্ত খোঁচা

+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.