নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমিয় উজ্জ্বল

অমিয় উজ্‌জ্‌বল

অর্থ নয় কীর্তি নয় সফলতা নয় আরো এক বিপন্ন বিস্ময় অন্তর্গত রক্তের ভেতর খেলা করে।

অমিয় উজ্‌জ্‌বল › বিস্তারিত পোস্টঃ

একটি অবরোধের ডাক

০২ রা মার্চ, ২০১৭ রাত ১:০৯


আরাধ্য প্রেম পায়নি বলে
আজ একজন কবি
অনির্দিষ্টকালের জন্য অবরোধ ডেকেছেন ।

হে প্রিয় কবি সমাজ,
প্রিয় সহযোদ্ধা, শব্দ শ্রমিক ভাই ও বোনেরা
নিজেদের অধিকারের প্রশ্নে আজ আপনারা একাত্ম হোন।

অবরোধ করুন কবিতার খাতায়,
তিতাস, মেঘনা, মধুমতিতে অবরোধ ডাকুন
স্তব্ধ হোক বিলের বাতাস,
হরিনবেঁড়ের মোহন বাঁক,
সোনালী ধানের খেলানো ঢেউ স্তব্ধ হোক।

প্রিয় প্রেমিক সকল,
একজন কবির জন্য, প্রেমিকের জন্য
আজ আপনারা সংগম স্থগিত রাখুন
একজন কবির জীবনের জংগমতার কাছে
এই সব আটপৌরে শরীরি সংগম
নিতান্ত তুচ্ছ অভ্যাস।

আপনারা আজ রমনা, চারুকলা, ছবির হাট,
টিএসসিতে যাবেন না
ভুলেও কেউ মুখে 'ভালবাসি' উচ্চারণ করবেন না।
প্রেমের অপরাধে যে দেশে ফাঁসি হয় প্রেমিক আত্মার
সেদেশে 'ভালবাসি' একটি অর্থহীন শব্দ।

আপনারা কাঁচা বাজারে যান,
গলির সেলুনে গিয়ে নিখুঁত দাড়ি কামান,
অথবা বাড়িতে বসে ডালের বড়ি শুকান,
গুলিস্তানে যান গাবতলী যান,
অথবা সচিবালয়ে গিয়ে
লাল ফিতায় শ্বাস আটকে আত্মহত্যা করুন।

শুধু কারো নধর অধরে প্রেমের চুম্বন দেবেননা ভুলেও।

একজন ব্যার্থ প্রেমিক ও কবির জন্য
আজ আপনারা এগিয়ে আসুন।

হে প্রিয় কবি ও প্রেমিক সকল,
একটি নির্বিঘ্ন প্রেমের রাজ্য প্রতিষ্ঠার স্বার্থে
আজ হতে অনির্দিষ্ট কালের জন্য
বন্ধ করুন কবিতা লেখা।

দেখবেন, কেমন সুড় সুড় করে
অনুগত দুগ্ধপোষ্য শাবকের মত
রাষ্ট্রপ্রধান নতজানু হয় আমাদের দাবীর মুখে।
০১.০৩,১৭

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১:৫০

পাজী-পোলা বলেছেন: দাবীটা কি? কবির জন্য প্রেমিকা চাই..?

২| ০২ রা মার্চ, ২০১৭ সকাল ৯:৪৫

ধ্রুবক আলো বলেছেন: প্রেমিকা না থাকলেও কবির লেখা বন্ধ হবেনা।
আপনি অবরোধ চালিয়ে যান, প্রেমিকা না পাওয়া পর্যন্ত।

লেখাটা কিন্তু ভালো হয়েছে ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.