নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বেশীও না কমও না

ওমর মোহাম্মদ ফারুক

বেশীও না কমও না

ওমর মোহাম্মদ ফারুক › বিস্তারিত পোস্টঃ

অনাগত পৃথিবীর জনপ্রিয় একজন কবির সাক্ষাতকার

১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৪২

• আপনার বায়োগ্রাফি সম্পর্কে কিছু বলুন।

আমি আসলে নিজের বায়োগ্রাফি জানি না। কারন এটা খুবই ভেরিয়েবল। আমার ক্ষেত্রে।

• স্রষ্টা, ধর্ম, নারী তিনটি বিষয়কে একবাক্যে প্রকাশ করুন। আই মিন, তিনটিকে এক বাক্যে সংজ্ঞায়িত করুন।

“সত্য ও সুন্দর”

• বোধহয় সরলবাক্য আপনার পচন্দ। হা হা হা। তবে আপনার কবিতা পড়ে তা মনে হয় না। আপনাকে কেন কবিই হতে হবে?

আমি কবি হতে চাইনি। গদ্য লিখাই ছিল আমার লক্ষ্য। কিন্তু একটা গীটার আমাকে কবি বানিয়ে দিল। একটা সবুজ রঙের গীটার। সামনে হয়তো গদ্যও লিখব। যদি মনে হয় গদ্য লেখায় আমি শহীদুল জহিরকে ছাড়িয়ে যেতে পারি।

• এমন দুজন কবির নাম বলুন, যারা পৃথিবীর মানুষের কাছে কবি কিন্তু আপনার কাছে নন?

রবীন্দ্রনাথ ও রবীন্দ্রনাথ।

•আপনি সাহসী। একজন লিখকের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত?

নিজের জন্য লেখা।

• মৃত্যু সাথে আপনার প্রিয়তমার সম্পর্ক কি?

প্রিয়তমার কাছেই আমি জীবনে প্রথমবার মরেছি।

• যৌনতার সাথে কিসের সম্পর্ক নাই?

অনুভুতিহীন ও অক্ষমদের সম্পর্ক নাই।

• সবাইকে একটা প্রশ্ন করুন?

কারো কাছে আমার কোন প্রশ্ন নাই। আসলেই নাই।

• মৃত্যুর পর কোথায় যেতে চান?

পৃথিবীর মত বেহেশতে। যেখানে ২০০৬ ফিরে ফিরে আসে।

• দোজখ নিয়ে দু লাইন কবিতা শুনতে মন চাইছে....

“আমরা বেহেশতের স্বপ্ন নিয়ে শরাবে মজি
হ্যাঙওভার নিয়ে দোযখে জেগে উঠি।”

• বাহ! একটা সত্য কথা বলুন, যেটা সুখের কাছাকাছি।

.........................................................

ধন্যবাদ। মৃগনাভি হয়ে উঠেন এই কামনা রইলো :)
কবি পরিচিতি

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:৫৮

নয়ন বিন বাহার বলেছেন: হাসলাম.................. B-) :D

২| ১৪ ই মার্চ, ২০১৭ বিকাল ৫:২১

হাতুড়ে লেখক বলেছেন: ভাল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.