নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

আপণিক

০৩ রা মার্চ, ২০১৪ সকাল ৭:৩৮


অসময়ে তাঁর উচ্ছিষ্ট ঠোঁটে
লেগে থাকে প্রেমিকের হাহাকার
ডাগর চোখে ভর করে
তুমুল কষ্ট-আধার।

অনন্ত অভিমান বিভ্রান্ত মানুষে—
স্বপ্নেরা কেঁদে ওঠে; করে শয্যালাপ
মাঝে মাঝে ভুল রুমালে শুঁকে
অন্য কেউ‘র খণ্ডাবলি সংসার।

কেনা দেহ, ছিঁড়ে-ফুঁড়ে খায়
বায়বীয় প্লাবন নতুবা একমুঠো ভাত
সেই ক্ষণে বাতায়নে উঁকি দেয়,
নগ্ন বিবর্ণতায় দারুণ
চন্দ্র-আবাদ।

দুজন-দুজনাতে মুগ্ধ।
অতঃপর প্রতিরাতে সম্ভোগের স্বামিত্ব—
দ্রষ্টব্য দেবতুল্য দ্রব্য।





অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
ছবি, অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.