নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

ফাটল

২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:৪৩



কাগজের ছবিখানা ছলছল চোখে
লোকটি দাঁড়িয়ে আছে পিচঢালা পথে
লোকটি দাঁড়িয়ে থাকে ঘিচিঘিচি ভীরে/

শিশুর খুশিতে বাবা কিঞ্চিৎ হেসে
ব্যাগ কাঁধে কিশোরের দল ছুটে স্কুলে/

গিন্নির চাহনিতে সুন্দরী ভুলে
মাঝবয়সী দেহ থিরথির ভয়ে/

রিক্সায় চড়ে কেউ সেলফোন কানে
ব্যবসায় লোকসান, টানো ভাই জোরে/
ভিখারি দু-একটা তাকিয়ে এ’দিকে
চা-ওয়ালা টুং টাং; কাপে সুর তোলে/

রাজপথ ভিজে যায় স্লোগানে স্লোগানে
পোষা মন ঝ’রে গেছে সব মেনে নিতে/
ব্যস্ত শহরে তাই তোমাদেরই পাশে
লোকটি দাঁড়িয়ে ছিল, ফাটলে/ ফাটলে/

রকমারি-জনপদ চাওয়া-পাওয়া গুণে
জীবনের উজানেরা বিনিময় হলে
উঁকিঝুঁকি দিতে চায়
যন্ত্রিত প্রমাদে/

আরও একবার তাঁরা গুহা থেকে উঠে
খুঁটির পেটে ছিপ, ঢুকিয়েছে চিনে;
পড়ে থাকে টিফিনবক্স!
ভাঙা ইমারতে/

রোদ এসে বলে যায় দুপুরের শেষে
বিকেল গড়িয়ে কিছু সন্ধ্যায় ফিরে/

টুপ টুপ পথে মুখায়ব, অচেনার ছলে
লোকটি ঘুমিয়ে কেনও রাস্তার ধারে/

ধ্যানরত কুকুরের প্রেমালাপ শুনে
সংবেদী জনতা অতঃপর জানে/
লোকটি মরিয়াছিলো
রাতের আঁধারে//

ঢের যাতনার ক্ষোভ সদ্যমৃত-দৃশ্যপটে...
ছবিটি যতনে রাখা... তখনও পকেটে...







অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.