নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

বিরতিতে বিজ্ঞাপন

১০ ই মে, ২০১৪ রাত ৯:৫০


আগুনে রেখে চোখ অবশেষে অসন্তোষ
পরিচিত প্রতিবেশ, অনুগত দ্বিপ্রহর। আলোছায়ার
ব্যারিকেড, এক টুকরো সিগারেট। বিষবাষ্পে আরোহণ,
ত্রিমাত্রিক বিস্ফোরণ। মুদ্রার ওপিঠে—
মৃত্যুরা অচেতন !

আর্তনাদ ভেসে আসে কাগজে ও কলমে
কালক্রমে পচা লাশ, অশরীরী মুখরতায়;
বেওয়ারিশ নীরবতা, বিবর্ণ ছেঁড়া-শার্ট।

টিপিটিপি হুঁশিয়ার, রাজত্ব-সংকেত
কিনারায় ঠাঁই নেয়, প্রবীণের ভিত-বেধ
জিতে হেরে চমকিতে মানবিক ঝংকার
নিশ্চল ঘড়িতে থেকে যায়...

বিবেকের কংকাল !

সুখের পাদুকায় ভোগেদের রাজপথ
অনুভূতি, অনুভূতি, কাম ও কামনা
প্রীতিবোধ মানুষের, প্রচলিত অবকাশ
দারিদ্র সার্থক, সূচকে আমজনতা।।
নবাগত কারিগর, বৈশ্বিক মালিকানা
ক্রমশ সংঘাতে সভ্যতা—অন্ধকার!!

জঞ্জালে ক্লোরোফিল,
সবুজের রুদ্ধঘাত
কোথাকার-সায়, কিছুটা
পীড়নকর বেদনায়।
বিভাজিত পরশে-শেখা;
শব্দরা অযথা।

চলমান-ঘটমান-মরণাপন্ন প্রতিরোধ
চুকিয়ে লেখালেখি; চোখে দূর-দর্শন
স্ক্রলে নাম আমার, সাথে শুনি গুঞ্জন !
খবরের বিরতিতে খাবারের প্রয়োজন

অতএব, দেখুন
একটি কনডমের বিজ্ঞাপন—
Holographic Masquerade
commence with Slap
Impolitic society cramp there Gap
You entitle it, ‍as Multifarious Mores
I feel luscious behind every bolt.






অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
ছবিটি আন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +৪/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.