নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

কিক দ্যা বল, মেক ইট গোল !

০৯ ই জুন, ২০১৪ সকাল ১০:০৯


ফুটবল খেলা কখনো দেখেন নি বা খেলাটি সম্পর্কে অজ্ঞ একজন ব্যক্তি প্রথমবারের মতো গ্যালারীতে উপস্থিত হলেন একটি ফুটবল ম্যাচ সরাসরি উপভোগ করার জন্য। খেলা শুরু হতেই ব্যক্তিটি তাঁর বন্ধুর কাছে জানতে চাইলেন, গোলাকার বস্তুটি নিয়ে খেলোয়াড়’রা ছুটছেন এর ভবিষ্যৎ কি। উত্তরে বন্ধুটি বললেন- বলটি দিয়ে গোল করা হবে। এ শুনে অবাক হলেন অজ্ঞ ব্যক্তিটি, বিস্ময় প্রকাশ করলেন- বলটা তো গোলই আছে আবার গোল করার কি আছে ! হাহ হাহ হা। কৌতুকটি হয়তো অনেকেরই জানা।

গ্রিক দার্শনিকেরা ধারনা করেছিলেন পৃথিবী গোলাকার। এরপর ১৯৬৯ সালে মানুষ যখন চাঁদে পৌঁছলও; মহাশূন্য থেকে আমরা চাক্ষুষ প্রমাণ পেলাম প্রায় গোলাকার পৃথিবীর। বাংলায় ‘গোল’ শব্দটি নির্দেশ করে বৃত্ত আকৃতির বা গোলকসংক্রান্ত। এছাড়া চিৎকার, জোর শব্দ, চেঁচামেচির গোলমাল তো রয়েছেই। ইংরেজি `Goal’ বলতে লক্ষ্য/লক্ষ্যবস্তু/উদ্দেশ্য বোঝানো হয়ে থাকে। তবে গোল শব্দটি মাঠে ব্যবহার করার অর্থ- লক্ষ্যপুরণ! বিশেষ করে পৃথিবীর অতি প্রাচীন গ্রিক খেলা ‘এপিসকায়রোস’ বা চাইনিজদের ‘সুওচিই’ থেকে রূপান্তরিত হওয়া ফুটবলের আক্ষরিক লক্ষ্যই হলো গোল করা। একটি গোলাকৃতির বলকে গোল করতে এবং গোল হওয়া ঠেকাতে বাইশ জন খেলোয়াড়ের চেষ্টা/উদ্যম/লক্ষ্য/প্রয়াসের সামগ্রিক চিত্রটি আমাদের বিশ্বের সর্বাধিক জনপ্রিয় ও প্রচলিত খেলা ফুটবল।


গোল হওয়ার এই যজ্ঞ নিয়ে প্রতি চার বছর পরপর ফুটবলের মহা আয়োজন অনুষ্ঠিত হয়। বাছাই পর্ব উতরে চূড়ান্ত পর্বে ৩২টি জাতীয় দল অংশ নেয়। বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হয় ফিফা বিশ্বকাপ ট্রফি। ১৯৩০ সালে ফিফা যে বীজ রোপণ করেছিল, সময়ের সাথে পাল্লা দিয়ে বীজটি আজ বিশালাকার এক বটবৃক্ষে পরিণত হয়েছে। ৭০০ কোটি মানুষের বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব অগ্রগতি সাধিত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও নানা সমস্যায় জর্জরিত আমাদের আজকের পৃথিবী। জলবায়ুর পরিবর্তন, জনসংখ্যা বৃদ্ধি, ক্ষুধা-দারিদ্র্যতার পাশাপাশি ভয়াবহ রকম আকার ধারণ করছে হিংসা-বিদ্বেষ, দ্বন্ধ-সংঘাত, যুদ্ধ-হানাহানি, অস্ত্রের ঝংকার প্রভৃতি। গোলাকার গ্লোবাল ভিলেজের এহেন সাংঘাতিক অবস্থা সামাল দিতে বিশ্বকাপ ফুটবলের আসর বসছে ফুটবলের তীর্থস্থান ব্রাজিলে। কিন্তু কি আশ্চর্য ! দেশটির আমজনতা, ব্রাজিল সরকারের এই আয়োজনকে জনবিচ্ছিন্ন বলে দাবি করছে। ব্রাজিলীয়দের চিকিৎসা আবাসন ও পরিবহন ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি উপেক্ষা করে সরকার প্রায় ১১ বিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৮৫ হাজার কোটি টাকারও বেশি) খরচ করেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থকে গোল বানাতে। কিছু পেতে হলে কিছুতো দিতেই হয়; দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ রাষ্ট্রটি তার জাতি-গোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, ঐতিহ্য-ইতিহাস বিশ্ববাসীর কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছে আরও একবার। কোরকোভাদো মাউন্টেইনের চূড়ায় ক্রাইস্ট দ্য রেদিমার স্ট্যাচুটি হাত ছড়িয়ে আহবান জানাচ্ছে অনন্য দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ব্রাজিলের প্রাণপ্রাচুর্যে লুটোপুটি খেতে। অল ইন ওয়ান রিদম স্লোগানে বিশ্বসেরা ক্রীড়া আসরের আয়োজন করতে কোনও কমতি রাখছে না দেশটি। যদিও বেশকিছু দৃশ্যমান সমস্যা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রাজিলের পর্যটনমন্ত্রীর দেওয়া তথ্য সঠিক হলে বটবৃক্ষের ছায়া থেকে বঞ্চিত হবে না ব্রাজিল-বাসীগণ।

২০১৪’র ফিফা বিশ্বকাপের অফিসিয়াল সং ‘ওলে ওলা (আমরা এক)’ তে সাম্বার ছন্দে দুলছেন পীটবুল, জেনিফার লোপেজ ও ব্রাজিলের ক্লাউদিয়া লেইত্তে-

One night watch the world unite
Two sides, one fight and a million eyes
Full heart's gonna work so hard
Shoot, fall, the stars
Fists raised up towards the sky
Tonight watch the world unite, world unite


পুরো বিশ্ব কাঁপছে ফুটবল-জ্বরে। কিক দ্যা বল, মেক ইট গোল। সর্বস্তরের এই উদযাপন কে সমাজবিজ্ঞানীরা দারুণ ইতিবাচক বলেই মত দিয়েছেন। উন্মাদনা উচ্ছ্বাস উত্তেজনাপূর্ণ বিশ্বকাপ ফুটবল আনন্দ আমরা কতখানি উপভোগ করছি আর কতোটা ভোগের জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছি এ নিয়ে প্রশ্ন থেকেই যায়। গোল পরবর্তী উৎসব অথবা গোল হজমের বেদনা যদি গ্যালারী বা টিভি সেটের সামনে থাকা দর্শক/সাপোর্টাদের মধ্যকার হাতাহাতি গালাগালিতে রূপ নেয় তবে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের আশায় আশান্বিত আমরা গোলাকার পৃথিবীর বৃত্তে এক হতে পারলাম কই !

কুইড্যু- ছি ! আমি চললাম ব্রাজিল …





অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১০:২৯

মামুন রশিদ বলেছেন: ইংরেজি গৌল শব্দটা বিবর্তিত হয়ে বাংলায় গোল হয়ে গিয়ে এই অর্থগত বিপত্তি বাধিয়েছে । যাই হোক, বিশ্বকাপ ফুটবল নিয়ে চমৎকার একটা পোস্ট (ইংরেজি পৌস্ট ;) ) পড়লাম ।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হা হা। ধন্যবাদ, মামুন।
বেশ মজা করেই পোস্টখানা হঠাৎ লিখে ফেললাম। গোলকে গোলাকার রাখতে গৌল আর গোলকে একই বৃত্তে ;)

শুভ কামনা।

২| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:১৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর তথ্যবহুল পোস্ট।এই গোলাকার বস্তুটকে সবাইকে মাতিয়ে রাখবে এখন ।

০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:২৯

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, সেলিম।
আয়োজনটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হোক, ব্রাজিলের জন্য শুভ কামনা রইলো।। ভালো থাকা হোক।

৩| ০৯ ই জুন, ২০১৪ সকাল ১১:৫৫

আই এস শাকিল বলেছেন: সিরাম হইচে

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:০১

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, শাকিল।
ভালো থাকা হোক, শুভ কামনা।

৪| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৪৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা

০৯ ই জুন, ২০১৪ দুপুর ১২:৫২

অন্ধবিন্দু বলেছেন:
শুভ কামনা রইলো, নাজমুল হাসান।
ভালো থাকা হোক।

৫| ০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:১১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুলিখিত পোস্ট।

ধন্যবাদ, অন্ধবিন্দু।

০৯ ই জুন, ২০১৪ দুপুর ২:১৩

অন্ধবিন্দু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ, আশরাফুল ইসলাম।
ভালো থাকা হোক। শুভ কামনা রইলো ...

৬| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৩:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাই দাঁড়ান, একাই যাইয়েন না; আমারেও নিয়া চলেন ব্রাজিল :D

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
কাণ্ডারি,
পরিবার-পরিজন বন্ধু-বান্ধবসহ একত্রে খেলা দেখার মজাই আলাদা। উপভোগ করুন প্রতিটি গোল। শুভ কামনা রইলো।

৭| ০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:২৮

হাসান মাহবুব বলেছেন: সামনে আমার খুব জ্বর হবে। ফুটবল জ্বর।

০৯ ই জুন, ২০১৪ বিকাল ৫:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
হাসান,
আমিতো ইতিমধ্যে কাঁপছি ফুটবল জ্বরে। এই জ্বরটা বেশ উপকারী !
শুভ কামনা রইলো।

৮| ০৯ ই জুন, ২০১৪ রাত ৮:৪০

ঢাকাবাসী বলেছেন: চমৎকারভাবে লেখা একটা দামী তথ্যসমৃদ্ধ পোষ্ট।

১২ ই জুন, ২০১৪ রাত ৮:০৫

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, ঢাকাবাসী।
গোলের উৎসবে সুন্দর কাটুক সময়টা ...

শুভ কামনা।

৯| ১০ ই জুন, ২০১৪ রাত ১০:৪২

অপর্ণা মম্ময় বলেছেন: ভালো লাগলো পোস্ট পড়ে। খেলা বুঝি না কিন্তু খেলার উত্তেজনাটা বিশ্বকাপের থীম সং বা খেলা দেখলে আমাকেও সংক্রমিত করে/ করবে জানি ।

শুভকামনা রইলো

১২ ই জুন, ২০১৪ রাত ৮:০৮

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, অপর্ণা মম্ময়।
খেলা দেখুন উত্তেজনা উপভোগ করুন ! সুস্থ ও সুন্দর থাকা হোক।

শুভ কামনা রইলো।

১০| ১০ ই জুন, ২০১৪ রাত ১১:১৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
বিন্দু>বৃত্ত>গোলক>গোল =p~

পা আর এই গোলাকার বস্তুটির খেলাই মাতিয়ে রাখবে
আগামী ১ মাস,কোলাহলপূর্ণ_আনন্দাকাঙ্খি ধরার মানুষদের !

আপনার চমৎকার প্রাঞ্জল লেখায় অনেক ভালোলাগা ! +++
সবার জন্য বিশ্বকাপ হয়ে উঠুক আনন্দের ডাকপিয়ন !

১২ ই জুন, ২০১৪ রাত ৮:১১

অন্ধবিন্দু বলেছেন:
ব্লগর ব্লগরে সঙ্গ দেওয়ার জন্য ধন্যবাদ, স্বপ্নচারী গ্রানমা।
সবার জন্য বিশ্বকাপ হয়ে উঠুক আনন্দের ডাকপিয়ন !

শুভ কামনা রইলো।

১১| ১৭ ই জুন, ২০১৪ সকাল ১০:৩৩

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট। আর বিশ্বকাপ ও জমে উঠেছে ইতমধ্যে।

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, আশরাফুল ইসলাম।
ভালো থাকা হোক ...

১২| ০১ লা জুলাই, ২০১৪ রাত ১০:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: বেশ রসিক পোস্ট বলতে হবে!

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, প্রোফেসর শঙ্কু।
ভালো থাকা হোক ...

১৩| ১৩ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৪২

জাহাঙ্গীর.আলম বলেছেন:
দিনান্তে সমাগত গ্রেটেস্ট শো অন আর্থ ৷ ফিরে আসুন প্রিয় বেলাভূমিতে প্রিয়জনের সান্নিধ্যে ৷

চমৎকার কেটেছে ফেলে আসা উত্তেজনাময় ক্ষণগুলোতে ৷

শুভকমনায়.....

১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
হ্যাঁ !! চমৎকার কেটেছে ফেলে আসা উত্তেজনাময় ক্ষণগুলোতে ...
কৃতজ্ঞতা, জাহাঙ্গীর আলম।

শুভ কামনা, ভালো থাকুন সবসময়।

১৪| ১৬ ই জুলাই, ২০১৪ দুপুর ২:৫৯

জুন বলেছেন: আমার প্রিয় দল জার্মানী জিতলো এই গ্রেটেষ্ট শো অন আর্থে অন্ধবিন্দু ।
সুন্দর পোষ্ট :)
+

১৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৫

অন্ধবিন্দু বলেছেন:
গুডলাক, জার্মানী !

ধন্যবাদ ও শুভ কামনা রইলো, জুন।
ভালো থাকা হোক।

১৫| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:২৪

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

০৭ ই আগস্ট, ২০১৪ রাত ৯:১৪

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, এহসান সাবির।
প্রতি শুভেচ্ছা রইলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.