নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

কেমন অন্যরকম পাওয়া

৩০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:২৪

ছুটেছে আমার উড়ুক্কু বাইক
দূরের সে পথ শহর ছেড়ে অজানার ছলে
দৃষ্টিরা স্ব-বেগে সাগর ছাপিয়ে নীলিমার পানে/
মুক্ত ম-ম দ্যোতিত বাতিকে মৃদু-মন্দ হুইসল
দু’ চাকার মহারাজ, রাজত্বে তাঁর——
বিজন সোনাবিকেল/

দিকভ্রান্ত পাকে আশা-হতাশার যান্ত্রিক প্রসাধন
গতি-বারয়িত্রী নয়তো তেমন বিশেষ যন্তর
নীল নয়নার ডাগর তূণকে
দ্রষ্টাহৃদয়ও চঞ্চল/

বাহুর পরতে জড়িয়ে থাক, প্রণয়ের——
নবিশ ব্যারিটোন/

ভেজা গন্ধে সন্ধ্যেরা পরিপ্লব
হলুদ-কালচে আলোর নতোন্নত রেখায়
গন্তব্য শুধালো——
বাসন্তীয় সময় আজ ফিরছেনা বাড়ি/

জানাই তোকে, ক্যানভাসের জলফড়িং
কোস্টাল-হাইওয়ের একমুঠো জল/
যত্রতত্র পড়ে থাকা রিক্তের বেদন
কতশত কবিতার মেটে চরণ/
ছোট ছোট মানুষে সঞ্চিত জনম
করিনা বারণ; কোথায় যাবিরে তুই চল/

তাকালে তুই——
মগ্ন আহবান, দিবানিশির উপমা অভিমান
খুলিতে খুলিতে প্রীতিমাখামাখি
যাপনের আসনপিঁড়ি
সবটুকো রেখে যাবো, শুধু একবার বল/

ওরে,
নিষ্প্রভ আলোকবর্ষে অভিযোজিত ডুবুরি
মায়াবন্দরের গোপন নোঙরে আপনার কায়া/

মানচিত্রের অবলা পাঁজরে অভিলাষের দেয়াল;
পিছুডাকের হাজার মাইলে সাদাপাখির ডয়ন কিংবা
নবায়নপ্রিয় পাণ্ডুলিপির জ্যামিতিক ঝড়ো-হাওয়া/

ছুটে চলা বদলে যাওয়া——
অচেনা আমিতে, চেনা আমার কেমন অন্যরকম পাওয়া
ঝলকে ঝলকে দৃশ্য দৃশ্যান্তরে, এ কোন আমার আনাগোনা !





অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.