নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

লাল লিপিস্টিক্

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩


দিন কয়েক আগে শুনলাম "এ্যকন" বাংলাদেশের স্টেডিয়াম মাতিয়ে এসেছেন। আবার ইদানীং নাকি অলিতে গলিতে পাড়া মহল্লায় বাচ্চাদের মুখে মুখে হানি সিংয়ের চার বোতাল বোদ্কা গুঞ্জরিত হয়। আর বিয়ে-শাদির অনুষ্ঠানে তো এই ভাঙ্গরা স্টাইল হিপ-হোপ বা র‌্যাপ মিউজিক ছাড়া আজকাল লাগসই হয় না ! সত্যিই, চমৎকার এগিয়েছি আমরা। সাংস্কৃতিক বহুমাত্রিকতায় আমিও বিশ্বাস রাখি, তাই ইচ্ছে ছিলো পাঠককে হিপ হপ সংগীতের সাথে পরিচয় করিয়ে দিবো। কিন্তু কী ভেবে যেনো হঠাৎ করেই মাথায় গল্প উঁকি দিয়ে বসলো। গল্পের শেষক্ষেপণ বিচক্ষণ পাঠকের হাতেই ছেড়ে দিলাম। They are far experienced than me; I believe so...

গল্প শুরু:

হেই ফেন্ডস্ দিস ইস অন্ধবিন্দু ফিচারিং ভিক-ই ফাকিরা
নট ফ্রম ইন্ডিয়ায়য়য়া, ইটস নূয়্যর্ক আমরিকা ... হাহ হা
মামমা তুমমি তাড়াতারড়ি খব্বর দেওও মামমিরেএএএ
দেখো আমি লইয়া আইছি, আমআর গার্লফ্রেন্ড সকখিরে।

সকখি তুমি জানো না-কি ! ভাইগ্নাআ আমি একটাইই
মাম্মা আমমার খুব অসাম আছেন,
মোদের কোনোঅ চিন্তা নাইই।

ইয়েস ইয়েস মাই বেব্বি, আই এম টু-মাস ক্রেজজি
ইউ আর মাই জু-লি-য়েট, সেখ ইট সেখ ইট লাইক ফ্রিকিই

হেলোও মামমি ভালা আছি, কী খবর তোমার কও
টুকটুইকা এই মাইডা বানামু আ-ম-মা-র বউ
দেইখা রাখো চিইনা রাখোওও
এক কথথার পোলা আমি
বাপ-মায় রাজি না ওইলে,
ভাইগা যামু হাঁচা কই !!!

নাথিং ক্যান স্টপ আস, উই আর জোড়া ডায়ামন্ড
পিরিতি পিরিতি একা দোক্কা ইটিস পিটিস সারাক্ষণ

চিকনা-ফর্সা চেহারাটা জবর রকম ফিহ-গা-র
তোমার লাগি কন্যা আমার, ডেডিকেটেড জি-গা-র

[হটাৎ, অদূরের এক বস্তি থেকে বেসুরো গান/কলি ভেসে আসতে থাকলো]

তোমার ঠোটের লা-ল লিপিস্টিক্
আ-মা-রে বানাইছে চুমা-বিদ/

হাঁটো য-খ-ন দুলাইয়া সুরু কো-মর
আমি সোনার যৌ-ব-না ভ্রমঅর/


[এই শুনেতো ভিকি ফাকিরা দারুণ বিরক্তির সহিত—]
ওহ্ গড ! হোয়াট এ ইরিটেটিং সাউন্ড। যত্তসব আনকালচারড লিসএনার ফালতু যত ব্যুডি গান শোনে। শিট্ শিট্। মুড অফ গেলো। দোস্ত লিরিক্সটা নিয়া বিকেলে আবার ওয়ার্ক হবে, এখন থাক।
ঔকে বাডি। সি-য়্য !






অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
ছবি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫০

ঢাকাবাসী বলেছেন: দারুণ লিখেছেন!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
সব দেখে চুপ থাকা দায়। মর্মে দারুণ আঘাতের বলয় ...
করি হায়... হায়... হায় !

২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৮

ফা হিম বলেছেন: আপনার প্রতিভার জবাব নাই, মাইরি!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
ফাহিম,
বলেন কি ! প্রতিভা ... ডেভিড শেংকের “দি জিনিয়াস ইন অল অব আস” বইটি পড়ে দেখতে পারেন। প্রতিভাই প্রতিভা; হরেক তার রকম ! হাহ হা হা। ভালো থাকবেন। শুভ কামনা।

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৬

আমিনুর রহমান বলেছেন:




ব্যপুক হইছে। আমি একটু হিপ হপ স্টাইলে পড়লাম ভালো লাগলো :P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৫

অন্ধবিন্দু বলেছেন:
আমিনুর,
অনেকদিন পর আপনাকে দেখছি। তা ভালো আছেন তো !
পাঙ্ক গ্রুভের সাথে গ্যাংস্টা ফিউশন করলে, আমার লেখা কথা গুলোও তাল সৃষ্টিতে সক্ষম হবে। হিপ-হপ ধারাটি তরুণ, শিশু-কিশোরদের আকৃষ্ট করবেই। এর কড়া আবেদন রয়েছে যে ...

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:১৯

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:২৬

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগারা উপলব্ধি হোক। সুস্থতার উপলব্ধি ...
শুভ কামনা, হানিফ রাশেদীন।

৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০

সুমন কর বলেছেন: বেশীক্ষণ পড়তে পারলাম না, দাঁত ব্যাথ্যা করবে। :(

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
সুমন কর,
লিখতেও বেশ বেগ পেতে হয়েছে ; কিন্তু কি আর করা। সময়কে যে লিখে রাখতেই হবে আগামী সময়ের জন্য ...

ভালো ছিলেন আছেন নিশ্চয়ই ! শুভ কামনা।

৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: মজার হলেও তিক্ত সত্য :)
ভালো থাকবেন :)

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

অন্ধবিন্দু বলেছেন:

মিথ্যের সাথে যতই মিশে যাচ্ছি, সত্য ততই তিক্ত হয়ে উঠছে ...
আপনিও ভালো থাকবেন সুন্দর থাকবেন, অপূর্ন। শুভ কামনা

৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: bujte parchi na ki bolbo, valo thakben.

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

অন্ধবিন্দু বলেছেন:
নুর ইসলাম রফিক,

কৃষ্ণচন্দ্র মজুমদার’র কথাটাই বলছি-
কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে !
যতদিন ভবে না হবে না হবে, তোমার অবস্থা আমার সম
ঈষৎ হাসিবে শুনে না শুনিবে বুঝে না বুঝিবে, যাতনা মম।


ভালো থাকা। মঙ্গল হোক।

৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
আমি তো মনে মনে ড্রাম ফাটিয়ে ফেললাম, গলাও ;) ;)

আজকাল প্রায় গানেই তো হিপ-হপ দেখি ;) চলনে-বলনেও এটা সক্রিয় থাকে ;)

তবে, লিখেছেন অসাধারণ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:০৮

অন্ধবিন্দু বলেছেন:
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
আপনারা আনন্দিত হচ্ছেন জেনে আমিও আনন্দিত। বেঁচে থাকতে
খাবারের প্রয়োজন তেমনি বিনোদন-আনন্দের ভূমিকা অনস্বীকার্য। ভেজালমুক্ত খাবারের মতো সুস্থ বিনোদন চর্চাও আবশ্যিক নয় কী ! হয়তো আমার সাথে দ্বিমত করে অনেকে চেতনার সংজ্ঞাই বদলে দিতে চাইবেন ;) হাহ হাহ হা।

ভালো থাকবেন সুন্দর থাকবেন এই কামনা রইলো।

৯| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৮

কলমের কালি শেষ বলেছেন: =p~ =p~ =p~বেফক বিনুদন । আজকাল তো ভালোটা ফালাইয়া মন্দটারেই ভালা পায় । ভালো লিখেছেন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
মন্দটার মাধ্যাকর্ষণ অমনি। ভালো থাকতে হবে আমাদেরকেই !

সুন্দর থাকা হোক। সুস্থ থাকা হোক।

১০| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩২

সপ্নাতুর আহসান বলেছেন: ভালৈ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১২

অন্ধবিন্দু বলেছেন:
হা ... সন্তোষজনক থাকা ভালো ;)

ভালো থাকুন, সপ্নাতুর আহসান।

১১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৩

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,



হাই বাডি, লঙ টাইম বাদ আপনাকে সী করা গ্যালো ।

এক্কেরে ফাটাফাটি জব ডান । চ্যাঙড়া পুলাপাইন উইল লাইক ইট । শ্যু....র...।
এভরীথিঙ তো চেঞ্জড হইয়া গ্যাছে ।

আনলাইক য়্যু, শরীরের এজ বাড়লেও মাইন্ডখানা মানে দিল তো হিন্দুস্তানী বানাইয়া রাখছি দেইখ্যা শুইন্যা । হের লইগ্গা অন্ধবিন্দু ফিচারিং ভিকি ফাকিরা তে লাইক দিতে হইবো মামু ?

( এই মন্তব্য আপনার তুলে ধরা যুগযন্ত্রনার সাথে নিছক মিলিয়ে লেখা । )

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৪

অন্ধবিন্দু বলেছেন:

আহমেদ জী এস,

আপনার দিলখোলা মন্তব্যে হৃষ্ট হলাম। দ্বৈধীভাব সক্রিয়; এ কে যুগযন্ত্রনা বলবো না যুগ উৎকর্ষতা ! বিকাশের নিকাশ মেলানোর কুণ্ডলিতে আমি নিজেই যেনো কিংকর্তব্যবিমূঢ় ;) হাহ হাহ হা। তবে অবশ্যই তারুণ্যের দূরবীনে আগামীর স্বপ্ন দেখতে চাই।

সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারাক্ষণ ...

১২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

হাহাহাহ.... দারুণ লিখেচেন দাদা ;) B-)

ভাষা ও ছন্দ দারুণ মিলেচে... গাইয়া দিমু নি? B-)


শুভেচ্ছা.....

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

অন্ধবিন্দু বলেছেন:
মাঈনউদ্দিন মইনুল,

পাঠক দারুণ করে পাঠ করতে জানলে অ দারুণ লেখাও চমৎকার হয়ে যায়। গাইতে পারেন তয় দায়-দায়িত্ব নিতে আমি নারাজ ;) হাহ হা

আপনার মঙ্গল কামনা করি।

১৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:২৯

সত্যচারী বলেছেন: প্রতিটি প্রজন্মের রিচীর সাথে সাথে মিউজিকের পরিবর্তন হয়, এপ্রজন্মের সাথে হিপ-হপ টা ভালোই যাচ্ছে। তবে আমাদের দেশী হিপ-হপের তেমন অবস্থা ভাল মনে হয় না, ঘরের ভাতে পেট না ভরলে তো রেস্টুরেন্টে খেতেই হবে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩২

অন্ধবিন্দু বলেছেন:
ভালো বলেছেন আপনি, সত্যচারী। আমাদের দেশে কম পরিমাণ হলেও ভালো কাজ হচ্ছে। শুভ কামনা জানাই। রেস্টুরেন্টের স্বাদযুক্ত ভেজাল খাবার খেতে খেতে শরীরটা না খারাপ হয়ে যায় ! ভয় হয় ...

ভালো থাকবেন। ভালো রাখবেন।

১৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: দাঁড়ান একটু হেসে নেই =p~ =p~ =p~ ---- দেশে কি যে আইল --- কি যে অইল ----
মনে পড়ে যায় -- আগে কি সুন্দর দিন কাটাইতাম ---

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:৩৭

অন্ধবিন্দু বলেছেন:

বর্ষা যখন হইত, গাজির গান আইত,
রংগে ঢংগে গাইত আনন্দ পাইতাম কে হবে মেম্বার


দেখে শুনে সৎ ও যোগ্য ব্যক্তিকে মেম্বার করে দিন। দিন এখনও সুন্দর কাটাতে পারবেন ;) হাহ হাহ হা ...

ভালো থাকা হোক, লাইলী আরজুমান খানম লায়লা।
শুভ কামনা।

১৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৭

হাসান মাহবুব বলেছেন: Click This Link

০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১১

অন্ধবিন্দু বলেছেন:
Exceptionally choppy !!
আর কী বলতে পারি ;) হাহ হা হা।

ভালো থাকা হোক, হাসান।

১৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

পার্থ তালুকদার বলেছেন: পড়ার সাথে সাথে হাতেপায়ে ছন্দের উপস্থিতি টের পেয়েছিলাম ।
ভাল লিখেছেন ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
পার্থ তালুকদার,
ছন্দের সাথে সাথে দ্বন্দ্বটা বুঝাতে পারলেই সার্থক !
ভালো থাকা হোক, পার্থ। শুভ কামনা।

১৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:২০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ইহাকেই বলে রুচির বিবর্তন। খামাখা দোষ দিয়ে কি হবে? জাতি আগাচ্ছে... :P =p~ ;)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
রেজওয়ানা আলী তনিমা,
বিবর্তন পরিবর্তন কে সবসময়ই স্বাগত জানাই। আর হিপ হপ ধারাটা বেশ আগে থেকেই উপভোগ করে আসছি। বর্তমানে আমাদের দেশের কিশোর তরুণরাও আন্তর্জাতিক মানের কাজ করার চেষ্টা করছে; তাদের জন্য শুভ কামনা রইলো। কামনা করি, বিনোদনের সুস্থ চর্চা হবে যুগের সাথে তাল মিলিয়ে ...

ভালো থাকবেন।

১৮| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মজা পেলাম।

হানি সিং শুনার চেষ্টা করছিলাম, গান খুঁজে পেলাম না :)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
আশরাফুল ইসলাম,

আমোদ দিতে পেরে আনন্দিত। সাথে উপলব্ধিও থাকুক। তা গুগোলিংটা ইউটিউবে করুন; পেয়ে যাবার তো কথা !

শুভেচ্ছা।

১৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:২৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

হানি সিং এর কন্ঠ, কথাবার্তা তো পেয়েছি। কিন্তু গান টা যে কই থাকে, খুঁজে পাইনি আর কি তার কথিত গানে।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৩:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হাহ হা। এ কারণেই তো ইউটিউবের কথা বললাম। গান পাবেন মিউজিক ভিডিওগুলোতে দর্শনীয় গান ;) নাচা-গানা ;) হাহ হা

আশাকরি এবার বুঝাতে পেরেছি।

২০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: এই শুনে ভিকি ফাকিরা দারুণ বিরক্তির সহিত-

ওহ্ গড ! হোয়াট এ ইরিটেটিং সাউন্ড। যত্তসব আনকালচারড লিসএনার ফালতু সব ব্যুডি গান শোনে। শিট্ শিট্। মুড অফ গেলো। দোস্ত লিরিক্সটা নিয়া বিকেলে আবার ওয়ার্ক হবে, এখন থাক্ .... ঔকে বাডি। সি-য়্য !

+++++++

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫২

অন্ধবিন্দু বলেছেন:
*কুনোব্যাঙ*,
কিছু প্লাস রেখে ছুট দিলো। এও কি ভাষার বিবর্তন ! ;) হাহ হাহ হা।
ভালো থাকা হোক, শুভ কামনা।

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

লিরিকস বলেছেন: ডাবল সুপার লাইক
=p~ =p~ =p~ =p~

(৬ নং লাইক আমার)

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
লিরিকস,

প্লাসে প্লাসে হলো বেলা এবার চলুন ছাড়ি হেলা ;)
ভালো থাকুন সুস্থ থাকুন।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৮

তাসজিদ বলেছেন: হানি সিং রে দেখলে শরীর জ্বলে

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৪

অন্ধবিন্দু বলেছেন:
তাসজিদ,
ভালো থাকুন, ভালোর সঙ্গে থাকুন।

শুভ কামনা।

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৪০

আবু শাকিল বলেছেন: সব হিপ হপ যে শুনতে খারাপ লাগে তা না।কিছু কিছু হিপ হিপ মনে ভাল লাগা এনে দেয়।
আপনার হিপ হপে দারুন মজা পেয়েছি।
শুভেচ্ছা নিবেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:২৯

অন্ধবিন্দু বলেছেন:
অবশ্যই ! কিছু কিছু হিপ হিপ মনে ভাল লাগা এনে দেয়। আর এর এক উজ্জ্বল ইতিহাস তো রয়েছেই। মজা পেলেন জেনে আনন্দিত। ব্লগের পাতায় ব্লগর ব্লগর করলাম মাত্র; সাথে বার্তাটি ...

ভালো থাকা হোক, আবু শাকিল।

২৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: ভিকি ফাকিরাকে ভল লাগলো।
পরিবর্তন যদি সমাজ-কল্যানেরই না হলো,তাহলে তা যন্ত্রনারই আরেকরূপ। আসলে আমরা যে "ব্যাকডেটেড"!!!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
ভালো বলেছেন, সচেতনহ্যাপী। ব্যাকডেটেড আমরা এ্যান্টেডেটেড না হয়ে যাই কখন আবার ;) হা হাহ হাহ

ভালো থাকুন সুস্থ থাকুন।

২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহ হাহ হাহ!

সুস্থ বিনোদন! সুস্থ বিনোদন!! ;)

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
বিনোদন তো বিনোদনই ! এখানে সুস্থ-অসুস্থের কি আছে ! :-0
হে হে হে। প্রোফেসর শঙ্কু, চারিদিকে বিনোদন, আমরা সরল জনগণ !

ভালো থাকা হোক প্রতিক্ষণ ...

২৬| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৫৪

মামুন রশিদ বলেছেন: পড়ার সময় হিপ হপ স্টাইলে মাথা দোলাইছি ;)

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অন্ধবিন্দু বলেছেন:

মাথায় ব্যথা হলে আমাকে দোষ দেবেন না-যেনও ! :P
আনন্দ দিতে পেরে আনন্দিত, মামুন।

আশা করি ভালো ছিলেন সুস্থ ছিলেন। শুভ কামনা।

২৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫৭

এহসান সাবির বলেছেন: হা হা হা
=p~ =p~ =p~ =p~ =p~

জোস!!!

লাইক!

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

অন্ধবিন্দু বলেছেন:
জোস!! বেশ তো ;)

ভালো থাকা হোক, এহসান সাবির।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.