নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

কিশোরী গল্প অথবা এড্যাল্ট স্টোরি

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০০


তিনতলা বাড়িটি/ ক্ষয়ে গেছে প্লাস্টার/
দরোজায় টু-লেট/ আঙিনা ! ফুলেদের সংসার/
প্রভৃতির পশ্চিমে/ও পাশের জানালায়/ বিকেলের ঝরাপাতায়/
লিখছেন কবি- প্রেম নাকি সূর্য ! ডুবে যায়/ ডুবে যায়/ স-ন্ধ্যা-য় ...


কিশোরী মেয়েটি/ থাকে এই বাড়িতে/ চুপি চুপি লাবণ্য/ মূঢ় দৃষ্টির আভাসে
লাজরাঙ্গা হাসি ছল/ কপোলে কলঙ্কজল। দেয়ালের হৃদয়ে/ নিষিদ্ধ কাঁটা-তার/
উলঙ্গ গন্ধে/ খেলে যায় খেলোয়াড়/ দেখেনা.. দেখেনা... স-মা-জ !
উঁকি দেয় লুকিয়ে/ মাঝরাতের আড়াল ...

কবির ঐ বাতায়ন/ কিশোরীর আশ্রয়/ মনে তার
শতদ্বিধা/ অভিমানে-পাঠশালা/ প্রিয় মুখ নামহীন/
বলতো-না কেনও কথা ?

কিশোরীর ডানা ছিলো/ জানতো না উড়তে/
আকাশটা বড় ছিলো/ পারতোনা মানতে/
আওয়াজও অচেনা আর গল্প-রা ভাসছে !
ক-বি-ও লিখছে/

বাতাসে.. বাতাসে.. বাতাসে...কা-ন-ক-থা আসছে !

গলিপথে আন্ধার/ নেশা নেশা রসায়ন/ অসহায় সঙ্গীরা/ বুক-চেরা অবিকল !
বাকি থাকে যতোটা/ ঈশ্বর ভগবান/ পাড়ার বখাটে তাই/ ইচ্ছেটা বাড়ায়ে/
ছুঁতে চায়... ছুঁতে চায়... আসঙ্গ অ-ধি-কা-র !


অনিমিখ নয়নে/ ভয়ানক সত্য/ দেহখানা সুন্দর/ মানুষটা শূন্য
মানব তো নয় সে/ জিয়ন্ত গর্ত।
শয্যার বাজারে/ জল্লাদে উৎসব
মাংসের গভীরে নিয়তির শর্ত/ কচকচে নোটে এই গল্পটা উষ্ণ।
সুষুপ্তি পুড়িয়ে/ নির্দোষ খদ্দের/ মখমলের দয়িতা/ নতুবা সিগারেট !
উভয়ই জ্বলছে ... জ্বলছে... জ্বলছে....


কবিদের কবিতায়/ লতাগুল্মঘাসফুল/ উপমায় বহুকাল
খোয়াবের প্রণয়ী/ শব্দের নজরে-পাখাওয়ালা ঘোড়া এক/
নেমে আসে বাগানে/ রাজকন্যা গোলাপের/ অনিন্দ্য রূপ
তাঁর/ ভালোবাসি.. ভালোবাসি... “শুধু তোমায়... লীলাময়ী”

* * * * * *

পহেলা এপ্রিল/ হাতে কাপ মুখে চা/ কাবিনের শিরোনামে
কাগুজে সন্দেশ/ এড়িয়ে প্রথম পাতা/ সাহিত্য আলোড়ন/
এইতো সে কবিতা ! ঠিকঠাক বানানে ছাপা
হয়েছে ... হয়েছে... হয়েছে...

নষ্টা শরীরের বাঁচানো সিঁথি-রেখায়
দেখেনি... দেখেনি... অনেকের ম-তো-ই কবিও দেখেনি...
জনাকীর্ণ খবরে ক্ষণিকের বিবরণ; বিষের পে-য়া-লা-য়
কোনও এক বসন্ত, ডুবে গেছে... ডুবে গেছে...
সূর্যের প্র-তী-ক্ষা-য়।

* * *

ও পাশের জানালায়
নিদাঘের জড়খাতায়, লিখে যাচ্ছেন কবি—
প্রেম নাকি সূর্য ! ডুবে যায়, ডুবে যায়...
স-ন্ধ্যা-য় ...







অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৭৭ টি রেটিং +৮/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৯

অন্ধবিন্দু বলেছেন:





“আমরা কেবল আপনাকে একে ওকে তাকে এবং এটা ওটা সেটা লইয়া মহা ধুমধাম ছট্‌ফট্‌ বা খুঁৎখুঁৎ করিয়া বেড়াইতেছি-- প্রকৃত বীরত্ব, উদার মনুষ্যত্ব, মহত্ত্বের প্রতি আকাঙক্ষা, জীবনের গুরুতর কর্তব্য-সাধনের জন্য হৃদয়ের অনিবার্য আবেগ, ক্ষুদ্র বৈষয়িকতার অপেক্ষা সহস্রগুণ শ্রেষ্ঠ আধ্যাত্মিক উৎকর্ষ, এ-সকল আমাদের দেশে কেবল কথার কথা হইয়া রহিল-- দ্বার নিতান্ত ক্ষুদ্র বলিয়া জাতির হৃদয়ের মধ্যে ইহারা প্রবেশ করিতে পারিল না, কেবল বাষ্পময় ভাষার প্রতিমাগুলি আমাদের সাহিত্যে কুজ্ঝটিকা রচনা করিতে লাগিল।”

- রবি ঠাকুর

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৪২

মামুন রশিদ বলেছেন: এক কথায় অসাধারণ! প্রেম-মঙ্গল-আশা-সূর্য-স্বপ্ন-বিবেক সব ডুবে যায় ঐ আগ্রাসী সন্ধ্যায় । হতবাক কিশোরীর মত ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০২

অন্ধবিন্দু বলেছেন:
মামুন,

এক কথায় সারলেন। আসলেই কথা আমাদের ফুরিয়ে যাচ্ছে। কতোই তো লিখছি; গ্রন্থে কলামে ব্লগে। কিন্তু ...। মামুন রশিদ, আপনি আকর্ষণীয় সতেজ বাংলায় লিখেন-মন্তব্য করেন; লক্ষ্য করছি। এ জন্য বিশেষ ধন্যবাদ জানাই। মিষ্টি ভাষার মিষ্টতা প্রাণে প্রশান্তি এনে দেয়। আশাকরি লালন করে যাবেন। শুভ কামনা রইলো।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৫৫

অপূর্ণ রায়হান বলেছেন: বেশ উপভোগ করলাম লেখাটি ভ্রাতা +++++ তবে ফরম্যাটটি এমন কেন !

ভালো থাকবেন :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০৯

অন্ধবিন্দু বলেছেন:
অপূর্ণ,

ভোগ করতে আমরা বরাবরই পটু। তো উপভোগে শুভেচ্ছা রইলো। আরও ধীরে এবং মৃদুমন্দ/অমত্ত ধী-পরিবেশে পাঠ করুন। উত্তর পেয়ে যাবেন আশাকরি ...

ভালো থাকা হোক, শুভ কামনা।

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৫

অপূর্ণ রায়হান বলেছেন: আচ্ছা :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:১৭

অন্ধবিন্দু বলেছেন:
অপূর্ণ,
আপনার মূল্যবান সময় ও আন্তরিকতার জন্য ধন্যবাদ।

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




কিশোরীর গল্প / ফোঁটে ....ফোঁটে... ফোঁটেনা /
অন্ধের কবিতার খেড়োখাতা জোটেনা /
ঠিকঠাক বানানে /
কবিতার বাগানে /
ডোবে ... ডোবে সূর্য্য / সন্ধ্যার আকাশে/
ক্ষয়ে যাওয়া প্লাষ্টারে / ঘরখানা ফ্যাকাশে /
তার-ই মাঝে করে বাস / আমাদের কিশোরী /
সুন্দর দেহখানি / আসঙ্গের দিশারী /
আন্ধার গলিপথে এ কেমন সজ্জা /
ঈশ্বরে ভগবানে নেই কোন লজ্জা /
খোয়াবের প্রণয়িনী / জ্বলছে....জ্বলছে.... /
জল্লাদ উৎসবে, কবি /
চোখ বুজে ফেলছে /

ভাবি বসে -
কচকচে নোটে যদি / কেনা যায় সব-ই /
গল্পের উষ্ণতায় / কাঁদে কেন কবি ?

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০২

অন্ধবিন্দু বলেছেন:
আরেহ, আহমেদ জী এস দেখছি ! তা আছেন তো ভালো ?

কবিকে হাতে পেলে আমিও জিজ্ঞাসা করতুম। কিন্তু কবি তো বোধহয় কাক হয়ে উড়ে গেছে এদ্দিনে ! কচকচে নোট ঘষলেই নাকি কবিতা/কিশোরী ঝরে আকাশ থেকে ! কে জানে বলুন .... কে জানে ... রবিবাবুকে চিঠি পাঠালে কেমন হয় ! কবি হয়তো ঐ পারে ...

আপনি বসে ভাবুন; আমি চললুম সূর্য ডুবলো বলে ...

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

মাহমুদ০০৭ বলেছেন: এক কথায় মামুন ভাই ই সব বলে দিলেন। সহমত ।
ভাল থাকুন কবি।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:০৮

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ,

আমি যে কবি নই। তবে ভালো থাকুক, লিখাতে থাকা কবি চরিত্রটি।
সহমতে ভালোলাগা জুড়ে দিলুম। শুভেচ্ছা।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৬

জুন বলেছেন: ভালোলাগলো আপনার কবিতা অন্ধের মত অন্ধবিন্দু ।
+

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৯

অন্ধবিন্দু বলেছেন:
অন্ধের মতো ! বলেন কি, জুন। আমি সায় দিতে পারলুম না ...
হাহ হা হা। শুভ কামনা রইলো।

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:১১

কলমের কালি শেষ বলেছেন: ভিন্ন স্বাদের লেখনী । পড়ে ভাল লাগলো । :)

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
আপনার প্রো-পিক টা যে বেশ ! ঝুড়ি বা বালতিতে আছে টা কী, কালি ! হাহ হা। ভালো লেগেছে জেনে ভালো লাগলো।

শুভেচ্ছা।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

আমিনুর রহমান বলেছেন:



অদ্ভুদ ভালো লাগা +++

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪০

অন্ধবিন্দু বলেছেন:
আমিনুর,

অদ্ভুত ভালোলাগা সুন্দর একটি উপলব্ধি হোক।
শুভেচ্ছা।

১০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৪৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনবদ্য লেখা। লেখায় একটা স্যাট্যায়ার ভাব আছে। অনেকগুলো ভালো লাগার অংশের মধ্যে এই অংশটা বেশি ভালো লেগেছে-

অনিমিখ নয়নে/ ভয়ানক সত্য/ দেহখানা সুন্দর/ মানুষটা শূন্য
মানব তো নয় সে/ জিয়ন্ত গর্ত। শয্যার বাজারে/ জল্লাদে উৎসব
মাংসের গভীরে নিয়তির শর্ত/ কচকচে নোটে এই গল্পটা উষ্ণ।
সুষুপ্তি পুড়িয়ে/ নির্দোষ খদ্দের/ মখমলের দয়িতা/ নতুবা সিগারেট !
উভয়ই জ্বলছে ... জ্বলছে... জ্বলছে....

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
মর্মান্তিকভাবে অনুভবনশীল অংশটিকেই ছুঁয়েছেন, কাল্পনিক ভালোবাসা। প্রাণ থাকা প্রানী আমরা নারী শরীরকে গর্তের সাথে তুলনা করে বসি; পাঠক আমাকে পিশাচ কয়ে গালি দিতে পারেন। কিন্তু ইতিহাস আর বর্তমান ঘেটে আমাকে যে শব্দপিশাচ হতেই হয়। হু ! আপনারা যেভাবে নীতিমালার মালা গলায় জড়িয়ে দিচ্ছেন; স্যাটায়ার/প্রহসনই ভরসা ! হাহ হাহ হা।

উপলব্দি চাই কাল্পনিক ভালোবাসা। সত্য ভালোবাসা-প্রেম চাই ...

শুভ কামনা।

১১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫২

যমুনার চোরাবালি বলেছেন: বাহ্‌, দারুনতো!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
যমুনার চোরাবালি,

দারুণ তো হবেই নিদারুণ আছি যে ! ভালো থাকা হোক।
শুভ কামনা।

১২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

ফা হিম বলেছেন: সশব্দে আবৃত্তি করে গেলাম। ছন্দটা বড় নান্দনিক!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
ফা হিম,

আপনার সচেতন ও আন্তরিক পাঠ ভালো লাগা দিলো।
শুভেচ্ছা।

১৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:০৩

শরৎ চৌধুরী বলেছেন: চমৎকার।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

অন্ধবিন্দু বলেছেন:
অন্যমনস্ক শরৎ,

চমৎকারের আকারখানা চমৎকার থাকছে না যে ! চিৎকার-মৎকারে হারিয়ে যাচ্ছে। আত্মপ্রতিরক্ষার বিজ্ঞপ্তি দিতে হবে ...

ভালো থাকা হোক।

১৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:১০

আমি ময়ূরাক্ষী বলেছেন: মামুন রশিদ বলেছেন: এক কথায় অসাধারণ! প্রেম-মঙ্গল-আশা-সূর্য-স্বপ্ন-বিবেক সব ডুবে যায় ঐ আগ্রাসী সন্ধ্যায় । হতবাক কিশোরীর মত ।


২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
আমি ময়ূরাক্ষী,
কিশোরীরা সূর্য হয়ে ফিরে আসুক ...

শুভেচ্ছা।

১৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৩

আবু শাকিল বলেছেন: পুরুটা চেটেপুটে পড়লাম :)
মনের সাথে তাল মিলিয়ে।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
আবু শাকিল,

কঠিন তরল বায়বীয়; রাঁধুনি সব রাঁধতে জানেন। অতিথির স্বাদ-গ্রহনে বিচিত্রতা তাকেও আনন্দিত ও ঋদ্ধ করে। হাহ হাহ হা

ভালো থাকা হোক।

১৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ইমরান নিলয় বলেছেন: প্রেমে পড়লাম।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৫

অন্ধবিন্দু বলেছেন:
তাই ! প্রেম সুন্দর প্রেম শাশ্বত। জয় মানবপ্রেমের জয় !

ভালো থাকা হোক, ইমরান।

১৭| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:০২

বাংলার পাই বলেছেন: চমৎকার। অসাধারণ।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:০৮

অন্ধবিন্দু বলেছেন:
বাংলার পাই,

পাঠক চমৎকার করে পড়তে জানলে অতি সাধারণ লিখাও অসাধারণ হয়ে উঠে ! ভালোলাগা রইলো।

শুভেচ্ছা।

১৮| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৭

প্রকৌশলী মোঃ জুলফিকার আলী জুয়েল বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেকগুলো ভালো লাগার অংশের মধ্যে এই অংশটা বেশি ভালো লেগেছে-

অনিমিখ নয়নে/ ভয়ানক সত্য/ দেহখানা সুন্দর/ মানুষটা শূন্য
মানব তো নয় সে/ জিয়ন্ত গর্ত। শয্যার বাজারে/ জল্লাদে উৎসব
মাংসের গভীরে নিয়তির শর্ত/ কচকচে নোটে এই গল্পটা উষ্ণ।
সুষুপ্তি পুড়িয়ে/ নির্দোষ খদ্দের/ মখমলের দয়িতা/ নতুবা সিগারেট !
উভয়ই জ্বলছে ... জ্বলছে... জ্বলছে....

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২

অন্ধবিন্দু বলেছেন:
জুলফিকার আলী,

ভালো লেগেছে জেনে আনন্দিত আন্দলিত হলাম। ভালো থাকুন সুন্দর থাকুন। শুভ কামনা।

১৯| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৮

তন্ময় ফেরদৌস বলেছেন: চমৎকার লেখনী

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৪

অন্ধবিন্দু বলেছেন:
তন্ময়,

মন্তব্যে ভালোলাগা রইলো। চমৎকার উপলব্ধির হেতু হোক লিখাটি।
শুভেচ্ছা।

২০| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৯

সুমন কর বলেছেন: অামি যা পড়লাম-সুন্দর সে সুন্দর/ প্রতিটি শব্দে চিন্তার সমুদ্র। ডুব দিয়ে হারাবো/ যদি কিছু পারি তুলতে!

৬ষ্ঠ ভাল লাগা।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪০

অন্ধবিন্দু বলেছেন:
সুমন,
আপনার রেখে যাওয়া অনিন্দ্যসুন্দর এই মন্তব্য, ব্লগ পাতাটির অলংকার হয়ে থাকলো। পাঠকের উদার সুন্দর-দৃষ্টি-উপলব্ধির চাইতে বড় পাওয়া আর কি ই বা হতে পারে। ভালোলাগা জানবেন।

২১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫৭

জুপিটার মুহাইমিন বলেছেন: যাক খারাপ না!!

ছোট তো তাই অশ্লীল অশ্লীল মনে হচ্ছে.....।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০২

অন্ধবিন্দু বলেছেন:
আচ্ছা ! মনে হতে দিন, জুপিটার মুহাইমিন। এবং বিবেক জাগ্রত রাখুন, ভালোর সঙ্গেই থাকুন ! শুভেচ্ছা।

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

এহসান সাবির বলেছেন: আরে বাহ্‌!!

মুগ্ধ!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১১

অন্ধবিন্দু বলেছেন:
কারও সর্বনাশ, কারো পৌষমাস ! মুগ্ধতা কি তারই নন্দিত বহিঃপ্রকাশ !
হাহ হাহ হা। শুভ কামনা, সাবির। ভালো থাকা হোক।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১৯

পার্থ তালুকদার বলেছেন: ভাই এতো সুন্দর কীভাবে লিখেন ---- ?
আমি যে শব্দ খুঁজে পাই না !!!

শুভকামনা --------------

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

অন্ধবিন্দু বলেছেন:
পার্থ তালুকদার,

সুন্দর আমি লিখিনে আপনারা দরদ মেখে পড়েন। তাই ভালোলাগারা শব্দ খুঁজে না পায়। শুভ কামনা রইলো। ভালো থাকা হোক।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
বাস্পখাতায় বাস্তব ও কল্পনার অমিমাংসিত রূঢ় কশাঘাত কবির লেখনীর রূপকে নান্দনিকতায় উপজিব্য হয়ে উঠে প্রশংসায় শীর্ষস্থানীয় ৷

রবির ভাষায় আঁচড়হীন অলীক মুগ্ধতায় সমাজ ও কালে নপুংসক উপহাস ৷

তোষামুদে পাণ্ডিত বিঁদূর হোক ৷ সিক্ত আত্মারা জেগে উঠুক মননে ৷

বোধিসত্ত্ব উন্মোচন ঘটুক ৷ সৃজনে থাকুন ৷

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০২

অন্ধবিন্দু বলেছেন:
জাহাঙ্গীর আলম,

আঘাতে আঘাতে শেষমেশ রূঢ় কশাঘাতই চৌকিদারের কাজ করতে শুরু করে। রবির স্পর্শ বিষম, তব চিরকাল “বর্তমান” থেকে যাবে হয়তো।কার্বন ন্যানো টিউবে পুরে রাখা ~তোষামুদে~ দূর হওয়ার সম্ভাবনা দেখিনে ! আশাবাদী থাকি সতর্ক থাকি। শুভ কামনা পাথেয় হয়ে থাকলো।

শুভেচ্ছা।কৃতজ্ঞতা।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

ঢাকাবাসী বলেছেন: আরি দারুণ লাগল। নতুন ফরম্যাটে লেখা ++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৫

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,

আশাকরি ভালো আছেন। নতুনত্বের দেখা পেয়েছেন জেনে ভালো লাগলো। ভালোলাগারা আমার আপনার সত্য-সুন্দর উপলব্ধি হোক।

শুভ কামনা।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১২

শেরজা তপন বলেছেন: অসাধারন- মোহিত হলাম!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:০৫

অন্ধবিন্দু বলেছেন:
তপন,

ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। সুস্থ ও সুন্দর থাকবেন।
শুভ কামনা।

২৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৪২

সোনালী ডানার চিল বলেছেন:
দারুণ, নতুন কিছু পড়লাম!

শুভেচ্ছা রইল অনেক।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
সোনালী ডানার চিল,

বিশ্বায়নের এ যুগে নতুন কিছু দিতে পারলাম; জেনে ভালো লাগলো। তা আছেন ভালো নিশ্চয়ই !

শুভ কামনা রইলো কবিতায় থাকুন।

২৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪১

জেরিফ বলেছেন: মুগ্ধতার খেলা ঘর বানিয়ে ফেললেন ।

অসাধারণ , মন্তব্য না করলে যে ব্লগিং করাটা বৃথা হয়ে যাবে । লগিং করতে বাধ্য করলেন X(( ;)

শুভ কামনা রইলো ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
জেরিফ,

ভালো লেগেছে জেনে প্রীত হলাম। পাঠক আপনারা অসাধারণ করে পড়েন তাই সাধারণ লিখাটি অমন হলো আ-র-কি ! মন্তব্যে ভালোলাগা ও শুভেচ্ছা রইলো। ভালো থাকা হোক।

২৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১:৪৪

আমি ইহতিব বলেছেন: অন্যরকম একটি কবিতা ও অদ্ভুত সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
আমি ইহতিব,

আমাদের ভালোলাগারা সত্য সুন্দর উপলব্ধি হয়ে ছড়িয়ে পড়ুক জগতময়। দূর হোক সকল কুসংস্কার অন্ধকারাচ্ছন্নতা।

ভালো থাকুন আপনি, শুভ কামনা রইলো।

৩০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:২৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
মাংসের গভীরে নিয়তির শর্ত/ কচকচে নোটে এই গল্পটা উষ্ণ।
সুষুপ্তি পুড়িয়ে/ নির্দোষ খদ্দের/ মখমলের দয়িতা/ নতুবা সিগারেট !
উভয়ই জ্বলছে ... জ্বলছে... জ্বলছে....


প্রকৃত বীরত্ব, উদার মনুষ্যত্ব, মহত্ত্বের প্রতি আকাঙক্ষা, জীবনের গুরুতর কর্তব্য-সাধনের জন্য হৃদয়ের অনিবার্য আবেগ, ক্ষুদ্র বৈষয়িকতার অপেক্ষা সহস্রগুণ শ্রেষ্ঠ আধ্যাত্মিক উৎকর্ষ !

"আমাদের চারিদিকে পদে পদে যে-সকল অযাচিত আনন্দ প্রভূত প্রাচুর্যের সহিত অহরহ প্রতীক্ষা করিয়া আছে তাহাদিগকে অনায়াসেই আমরা লঙ্ঘন করিয়া, দলন করিয়া, বিচ্ছিন্ন করিয়া চলিয়া যাই । জগতের অক্ষয় আনন্দের ভাণ্ডারকে আমরা কেবল ছুটিতে ছুটিতেই দেখিতে পাই না" !

(রবি ঠাকুর)


লেখায় ভালোলাগা রইল, ভালো থাকুন ।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নচারী গ্রানমা,
আপনার বিচক্ষণ এবং অন্তরঙ্গ পাঠ ভালোলাগা দিলো। আপনাদের মতো পাঠকেরা ব্লগের সম্পদ। শুভ কামনা জানবেন।

আমরা অনেকসময় অনিচ্ছাক্রমে অজ্ঞানত কর্তব্যভ্রষ্ট হই। যখন দেখি সত্য বলিয়া আশু কোনো ফল পাই না এবং প্রায়ই অনেকের অপ্রিয় হইতে হয়, তখন, অলক্ষিতে আমাদের অন্তঃকরণ সেই দুরূহ কর্তব্যভার স্কন্ধ হইতে ফেলিয়া দিয়া নটের বেশ ধারণ করে। পাঠকদিগকে সত্যে বিশ্বাস করাইবার বিফল চেষ্টা ত্যাগ করিয়া চাতুরীতে চমৎকৃত করিয়া দিবার অভিলাষ জন্মে। ইহাতে কেবল অন্যকে চমৎকৃত করা হয় না, নিজেকেও চমৎকৃত করা হয়; নিজেও চাতুরীকে সত্য বলিয়া বিশ্বাস করি।

(রবি ঠাকুর)

৩১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৩৪

আরজু পনি বলেছেন:
অনেকদিন পর কবি শাহেদ খানের লেখার ফ্লেভার পেলাম।

পড়তে খুব ভালো লাগছিল ।।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
খুব ভালো লাগছিলো জেনে প্রীত হলাম, আরজুপনি।

ভালো থাকুন, শুভেচ্ছা।

৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:১২

তাসজিদ বলেছেন: দারুণ দারুণ ।

+++++++++++++++++++ চালিয়ে যান

২৭ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৬

অন্ধবিন্দু বলেছেন:
তাসজিদ,

ভালো থাকুন... শুভ কামনা রইলো।

৩৩| ০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

একলা ফড়িং বলেছেন: অদ্ভুত সুন্দর!


অবশ্যই প্লাস!


ঈদের শুভেচ্ছা :)

০৪ ঠা অক্টোবর, ২০১৪ রাত ১১:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
ঈদ শুভেচ্ছা, একলা ফড়িং।

সুন্দর থাকুন সুন্দর রাখুন। মঙ্গল হোক সকলের ...

৩৪| ০৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৮:১৮

এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৩

অন্ধবিন্দু বলেছেন:
ঈদ শুভেচ্ছা, সাবির।
ভালো থাকা হোক ...

৩৫| ১০ ই অক্টোবর, ২০১৪ রাত ১:২১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: লিরিকধর্মী লেখা। ব্যান্ডের জন্য ধুমাধুম। আয়ুব বাচ্চুর লগে সাক্ষাৎ করেন। :)

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:২৪

অন্ধবিন্দু বলেছেন:
হাহ হাহ হা। জুলিয়ান,
ওতো সময় কোথায় গো ... ;)

ভালো থাকবেন ধুমাধুম থাকবেন।

৩৬| ১১ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:১৫

তুষার কাব্য বলেছেন: অদ্ভুত সুন্দর !!! মুগ্ধতার রেশ থাকুক...

১১ ই অক্টোবর, ২০১৪ রাত ৮:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
তুষার কাব্য,
মুগ্ধ হয়েছেন জেনে ভালো লাগলো। সুন্দর হোক সুন্দর থাকুক আমাদের পৃথিবী। ভালো থাকা হোক।

৩৭| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১:০৮

দীপংকর চন্দ বলেছেন: ঠিকানায় লিখো-
উদভ্রান্ত কাব্যনগর


অনেক ভালো লাগলো।

শুভকামনা জানবেন। সবসময়। অনিঃশেষ।

২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:৩০

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,
অনেক ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম। সুস্থ সুন্দর ও সবুজ থাকুন সবসময় এই কামনা রইলো।

৩৮| ১০ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৪২

মনিরা সুলতানা বলেছেন: কোনও এক বসন্ত, ডুবে গেছে... ডুবে গেছে...
সূর্যের প্র-তী-ক্ষা-য় ......... :(

১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
মনিরা সুলতানা,

প্রতিদিন তবুও সূর্য উঠে, আমরা জেগে উঠি আশা ভালোবাসা ও বিশ্বাস নিয়ে। কারণ এতেই আমাদের মঙ্গল ...

শুভ কামনা রইলো।

৩৯| ০২ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৩২

সোমহেপি বলেছেন: ভিন্নধর্মী লেখা । সুন্দর ।

০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
মন্তব্যে সক্রিয় দেখে খুশি হলেম, সোমহেপি। সুন্দর করে পড়লেন তাই সুন্দর হলো।
আমি খুব একটা সুন্দর লিখতেই জানিনে...

ভালো থাকুন। শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.