নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

ডেথ সার্টি’ফিকেট

২২ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:০৩


চালকের অসাবধানতা, সড়কে সড়ো-গড়ো ত্রুটি
ডেথ সার্টিফিকেটে লিখবে―
এক্সিডেন্ট মুখোমুখি।

ক্ষমতালোভীদের হরতাল! আগুনে জ্বলবে দেহ
ডেথ সার্টিফিকেটে লিখবে কি ?
ঘটনা অনভিপ্রেত।

বোমা ফাটিয়ে ধর্ম প্রচারে ধোঁকায় ফুরালে দম
ডেথ সার্টিফিকেটে লিখবে কি ?
উন্মাদের, নরকে গমন।

কালো মেয়েটির বিয়ে হলো না; উপহার ছিলো শর্ত
পাড়াপ্রতিবেশী কানাঘুষা করে; বাবার ছিল না অর্থ
ডেথ সার্টিফিকেটে অবশ্যই লিখ―
কারণ দুষ্প্রাপ্য।।

নেশাখোর কোন, নেশার টানে ছুরি চালালে;
পথ থেকে পথিক ঝরলো। ডেথ সার্টিফিকেটে লিখবে কি ?
পথের কুকুরটাও সে রাতে ক্ষুধার্ত থাকলো।

সারি সারি গল্প সারি সারি লাশ
এক হয়ে মিশে গেলে
আমাদের কুঁড়েশ্বাস!

ডেথ সার্টিফিকেটে লিখবে কি ?
ভেজাল, দুর্নীতি, কুশিক্ষায় থেমে গেলো
আগামীর কলতান।

লিখবে কী, লিখবে-না... হয়তো জানিনে কিছুই! পুঁজিপতিদের পুঁজি সংকট; বিগত হবো আমরাও। মঞ্চস্থ হবে বিশ্বনেতাদের, নকশা করা শোক। ডেথ সার্টিফিকেটে লিখে যাবে তুমি—ইবোলা ভাইরাস-ঘটিত মনুষ্য রোগ।





অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ০ টি রেটিং +৭/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.