নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

মাটিভর্তিমানুষ...

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৯


মাটি খাইয়ে মাটি পাগল মাটির কথা কয়/ মাটির শরীর মাটিমাখা মাটিতে যায় ক্ষয়/ মাটির পিরিত ক্যামন মাটি মাটি করে/ মাটির বুকে মাটির আঘাত রক্ত নাহি ঝরে/ মাটিছাড়া জগতমাটি, শিশুমাটি; মা-মাটির আঁতে/ একলা ঘর আগলে মাটি/ মাটির বিদায় বেলার দাগে—

মাটি, মানুষ হইতে পারলো। আমি মানুষ মাটি হইতে পারলাম না। মাটি দিয়া বানানো মানুষ যদি মাটিতে না-চলে। কি যায় আসে মরা মানুষ মাটি হয়া গেলে ! মাটির মূর্তি রঙ মাখালে হয় কি-রে সে মানুষ। মাটি ভিজে কাদা হইলে; মানুষের জলে শুষ্ক কেন-গো অথই জলের মানুষ ! মাটি পাগলের কথা শুনে মাটির জলসায় তফাত গেলে মানুষ।

পড়ে রইলো মাটির দেহ
আর মাটি ভর্তি মানুষ ...






অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
ছবি কৃতজ্ঞতা:জুডিথ হোয়াইট, ব্লাড এন্ড ছয়েল (২০১২)

মন্তব্য ৬০ টি রেটিং +১১/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:




মাটি খাইয়ে মাটি পাগল মাটির কথা কয়
মাটির শরীর মাটিমাখা মাটিতে যায় ক্ষয়

একটা কবিতা মনে রাখার জন্য কবিতার একটা দুইটা লাইনই যথেষ্ট হয়।
এই দুইটা লাইন পুরো গেঁথে গেল।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৪

অন্ধবিন্দু বলেছেন:
কাণ্ডারি,
আশাকরি ভালো আছেন। যান্ত্রিক লেখালেখির যুগে হাজার লেখার ভিড়ে
দু-একটা লাইন যদি গেঁথে দিতে পারি; তবে ভাববো, এনালগ আমি এখন-অব্ধি ফুরিয়ে যাই নি ...

ভালো থাকবেন। মাটিতে থাকবেন।
শুভ কামনা।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৪

মামুন রশিদ বলেছেন: মাটিতেই সৃষ্টি, মাটিতেই ক্ষয় । দেহতত্বের সুন্দর কাব্যিক প্রকাশ ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৯

অন্ধবিন্দু বলেছেন:
মামুন,
পাঠকের মতামতকে স্বাগত জানিয়ে বলি- সৃষ্টি-ক্ষয়, যতোটা সহজ ভাবছি, অতোটা সহজ নয়। আরও আরও ধ্যান চাই... ভালো থাকা হোক।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

অপূর্ণ রায়হান বলেছেন: খুব ভালো লাগলো ভ্রাতা ।

পড়ে রইলো মাটির দেহ
আর মাটি ভর্তি মানুষ ...

মাটির দেহই পড়ে র'বে । রয়ে যাবে ।

ভালো থাকবেন খুব ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
অপূর্ণ,
খুব ভালোলাগা দিতে পেরে আনন্দিত কারণ ভালোলাগার প্রকাশ এবং বিস্তার দুটোই বড্ড জটিলতর হয়ে উঠছে।

শুভ কামনা সাথে রাখলুম।
সুস্থ সুন্দর ও চিরসবুজ থাকুন।

৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: মাটি দিয়া বানানো মানুষ যদি মাটিতে না-চলে
কি যায় আসে মরা মানুষ মাটি হয়া গেলে !”

দারুণ কবিতা।

২ +।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

অন্ধবিন্দু বলেছেন:
সুমন,
মাটির কথা মানুষের মতো করে বললুম। কবিতা হলো কি-না, সে পাঠকের দায়িত্ব। অহংবোধ(ঔদ্ধত্য) মানুষের সাজে না। বিনয়-নম্রতায় মানুষ, মাটির মতো খাঁটি হতে পারে ...

ভালো থাকবেন। শুভ কামনা।

৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০০

স্বপ্নবাজ অভি বলেছেন: ++++++++++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:০৭

অন্ধবিন্দু বলেছেন:
আচ্ছা দশটি প্লাস একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আছে বুঝতে পারছি। কিন্তু পাঠক কি বলতে চাইছিলেন; রহস্যে থেকে গেলুম।

যাইহোক, স্বপ্নবাজ অভি ভালো থাকুক। সুন্দর থাকুক।
শুভ কামনা রইলো।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

জুন বলেছেন: মাটিরে মাটি, মাটিভরা এই দুনিয়া
কি হবে তাদের আসল রূপখানি চিনিয়া
:||
+

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১৭

অন্ধবিন্দু বলেছেন:
জুন,
কি হবে বললে যে, অনেক কিছুই হতো না ...
চিনতে হয় জগত আর সভ্যতাকে টিকিয়ে রাখতে চাইলে

ভালো থাকা হোক।

৭| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:১২

আরজু পনি বলেছেন:

শুরুর দিকে যেমন ছন্দে ছন্দে পড়ছিলাম শেষে এসে তেমন ভাবে পড়তে পারলাম না ।
তবে দারুন লাগলো পড়তে ।।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:২১

অন্ধবিন্দু বলেছেন:
আরজুপনি,
মানুষ ছন্দটির ক্রমশ পতনের সাথে সাথে লেখাটিকেও ছন্দ-বিমুখ করতে হয়েছে। পাঠের পাশাপাশি দারুণ উপলব্ধিও যদি দিতে পারি আমার ভালোলাগবে।

শুভেচ্ছা।

৮| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:২৩

জাফরুল মবীন বলেছেন: “মাটি, মানুষ হইতে পারলো।
আমি মানুষ মাটি হইতে পারলাম না”
-কী অসাধারণ কথা!

মুগ্ধ হলাম কবিতায়,মুগ্ধ হলাম কবিতা পাঠে, মুগ্ধ হলাম ভাবের গভীরতায় ।

অসাধারণ কবিতার জন্য কবিকে সালাম ও অভিনন্দন।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩১

অন্ধবিন্দু বলেছেন:
মবীন,
কৃতজ্ঞ চিত্তে গ্রহন করে নিলুম আপনার দেওয়া সবটুকো ভালোলাগা। পাঠক গভীরের নিকটবর্তী হওয়ার মতো জ্ঞান ও ভাব ধারণ করতে জানলে লেখকের জন্য সহজ হয় গহন-যাত্রা ...

ওয়ালাইকুমসসালাম।

৯| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:০১

আবু শাকিল বলেছেন: মাটি নিয়ে গভীর উপলব্ধি ।
অনেক ভাল লাগা নিয়ে কবিতা পড়লাম।

চমৎকার লিখেছেন।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১০:২৯

অন্ধবিন্দু বলেছেন:
শাকিল,
আপনাদের ভালো লাগা অনুপ্রেরণা যোগায়। সাধারণ মানুষের দুটো অতি সাধারণ কথায় গভীর উপলব্ধি, পাঠকের বিনয়ী-পাঠ থেকে উৎসরিত হলে আমারও অনেক ভালোলাগে।

শুভ কামনা জানবেন।

১০| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ রাত ১১:২১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
“মাটি, মানুষ হইতে পারলো।
আমি মানুষ মাটি হইতে পারলাম না।



ভবের বাজারে এই আজব খেলা,
তিন পাগলে বসাইয়াছে যে মেলা !

অনেক ভালোলাগা রইল, ক্যামন আছেন ?

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০৯

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নচারী গ্রানমা,
আপনাদের ভালোলাগা পেয়ে এই মুহূর্তে যে ভালোই আছি !

তিন পাগলের এক পাগল এখন পুরোপুরি সুস্থ; হাহ হাহ হা।
শুভ কামনা রইলো।

১১| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১২:১৭

জেরিফ বলেছেন: মাটি দিয়া বানানো মানুষ যদি মাটিতে না-চলে
কি যায় আসে মরা মানুষ মাটি হয়া গেলে !” [/si

মানুষ না হওয়ার বেদনা কতটুকু যে হতে পারেনা সে কি করে বুঝে ?


চমৎকার লিখেছেন ।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১২

অন্ধবিন্দু বলেছেন:
হুম, জেরিফ। যে হতে পারলো না, তার জন্য মানুষ যারা হলেন তাঁদের দায়িত্ব থেকে গেলো। আপনার চমৎকার পাঠে ভালোলাগা।

শুভেচ্ছা। সুস্থ সুন্দর ও চিরসবুজ থাকুন।

১২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৬

তুষার কাব্য বলেছেন: খুব ভালো লাগলো মাটি ও মানুষের কাব্য...

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:১৪

অন্ধবিন্দু বলেছেন:
মাটি ও মানুষের কথা ভালো লাগছে জেনে আনন্দিত হলাম, তুষার কাব্য।
শুভ কামনা রইলো, ভালো থাকুন আলোয় থাকুন।

১৩| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:৪৪

দীপংকর চন্দ বলেছেন: মাটি-মানুষ মানুষ-মাটি
বিষয়ের মর্মার্থ বহুমুখি!

মাটি দিয়া বানানো মানুষ যদি মাটিতে না-চলে
কি যায় আসে মরা মানুষ মাটি হয়া গেলে


এই পঙক্তি দুটো হৃদয়ে রাখলেও জীবন অনেক সহজ হয় সম্ভবত!

শুভকামনা জানবেন অন্ধবিন্দু। অনিঃশেষ। সবসময়।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২০

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর, আপনার মাটিমাখা মন্তব্যটি দেখে স্বস্তি পেলুম। মরচে ধরা হৃদয় মাটির কথা বেমালুম ভুলে থাকে ...

শুভ কামনা সযতনে সাথে রাখি। আপনার মঙ্গল হোক।

১৪| ০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: “মাটি, মানুষ হইতে পারলো।
আমি মানুষ মাটি হইতে পারলাম না। +++++++++++


অসাধারণ কবিতা।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২২

অন্ধবিন্দু বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায়,
আপনার অসাধারণ পাঠ সাথে পেয়ে ভালো লাগলো।

শুভ কামনা, সুস্থ সুন্দর ও চিরসবুজ থাকুন।

১৫| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৯

কলমের কালি শেষ বলেছেন: সুন্দর মাটিতত্বের বহির্প্রকাশ । অনেক মূল্যবান কথা লুকিয়ে আছে এই মাটি কাব্যে । +++++

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৪

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
মূল্যবান মতামতটির জন্য বিনীত কৃতজ্ঞতা।

ভালো থাকুন। মাটি থাকুন। শুভ কামনা।

১৬| ০৫ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:০৭

হাসান মাহবুব বলেছেন: চমৎকার লাগলো মাটিকাব্য।

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৫

অন্ধবিন্দু বলেছেন:
ভালো লাগুক, ঠিক অতোটাই মন্দ লাগুক
পাঠক আমার, সাথেই থাকুক।

শুভ কামনা, হাসান।

১৭| ০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০১

অদৃশ্য বলেছেন:





চমৎকার প্রকাশ অন্ধবিন্দু... কাদামাটি কাদামাটি হয়ে গেলাম...

শুভকামনা...

০৫ ই নভেম্বর, ২০১৪ বিকাল ৫:২৭

অন্ধবিন্দু বলেছেন:
পাঠক কাদামাটি হয়েছে ! আনন্দের কথা। মঙ্গল কামনা করি।

ভালো থাকা হোক, অদৃশ্য।

১৮| ০৫ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু,




সুফিবাদ না কি আধ্যাত্মবাদ , ঠিক বুঝে উঠতে পারছিনে । তবে বেশ হয়েছে মাটির মানুষের মাটির কথা কওয়া ।

মাটি অর্থাৎ সোজাসাপ্টা কথায় "কাদা" নিয়ে কথা । তাই একটু কাদা ছুড়ি এখানটাতে - " মাটির শরীর মাটিমাখা মাটিতে যায় ক্ষয়
"
যায় শব্দটি যদি "যার" হতো তবে বোধহয় মানাতো খুব ।

০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:২২

অন্ধবিন্দু বলেছেন:
আমি বিজ্ঞানের লোক। আর অজ্ঞেয়বাদ (জ্ঞানের অস্বচ্ছতা) এড়িয়ে ফকিরি, মরমিবাদ, আধ্যাত্মবাদ, সুফিবাদে কারণে অকারণে আশ্রয় খুঁজে ফিরি অনেকটা সখ থেকেই। সৃষ্টির গভীরে অদৃশ্যের সাধনা ...

সুরের প্রতি আত্মভোলা হয়ে প্রতীয়মান কর্তাটি “যার” পছন্দ হয়নি তখনো। ভাববাদে ভেবে দেখুন মানিয়ে যাবে আশাকরি। আপনার ছুড়ে দেওয়া কাদা আভিজাত্যে ভরপুর লাগলো ...

শুভ কামনা।

১৯| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

ফা হিম বলেছেন: চমৎকার দর্শনময় মাটিকাব্য। তবে ছন্দটা ঠিক ধরতে পারছিলাম না, একটু যেন জটিল মনে হল।

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪১

অন্ধবিন্দু বলেছেন:
ফা হিম,
জটিল হচ্ছে দুনিয়া ... ছন্দেও তার প্রভাব হয়তো।

দর্শন পেয়েছেন জেনে আনন্দিত হলাম। ভালো থাকা হোক মাটিতে ...

২০| ০৬ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৯

জাহাঙ্গীর.আলম বলেছেন:
'মাটির মানুষ কোথায় খুঁজি
নিত্য গড়িয়ে ভাঙ্গি, তারই অভিলাষ'


ভাবটুকু রইল নিজ মননে ৷ সুন্দর থাকুন ৷

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
মাটিতে নিজের অস্তিত্বে উদাসীন হয়ে মাটির মানুষ খুঁজলে কি-আর পাওয়া যাবে তার খোঁজ ! মননে ধারণ করে বড় সম্মান দিলেন, জাহাঙ্গীর। তৃপ্তি আর প্রাপ্তিতে রণিত হলো হৃদয় ...

২১| ০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৬

মাহমুদ০০৭ বলেছেন: এইসব কবিতায় বলার কিছু থাকেনা ।
মনে নিলাম । মনের কথা বলেই ।

+++++++++
ভাল থাকবেন ভাই ।,

০৭ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ,
মনের কথা মনে থাকলে মানববনে যে আগুন লেগে যাবে... হাহ হা। পাঠকের মন-ছুঁয়ে তৃপ্তিটুকো আমি কিন্তু প্রকাশ করে দিলুম।

ভালো থাকা ... হা ...
চেষ্টা করি। আশাকরি আপনিও করবেন ...
শুভ কামনা।

২২| ০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
মাটি কাব্য ভালো লাগলো।
আমাদের বুনন থেকে মিলিয়ে যাওয়া এই মাটিই তো।।

০৯ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:০১

অন্ধবিন্দু বলেছেন:
মাটি ভেঙে মাটির বুনন, দূর্জয়। গাণিতিক বিক্রিয়াও হতে পারে ...

ভালোলাগা গ্রহণ করলাম।

২৩| ১১ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৩৫

গোর্কি বলেছেন:
মাটি, মায়া ও মমতা।।।
সুপাঠ্য হয়েছে।
শুভকামনা।

১২ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২১

অন্ধবিন্দু বলেছেন:
গোর্কি,
কবি শেখ ফজলুল করিম লিখে গেছেন-

~প্রীতি-প্রেমের পূণ্য-বাঁধনে যবে মিলি পরস্পরে
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে~

মাটি, মায়া ও মমতার স্বর্গ হোক আমাদের কুঁড়ে ঘর ...

২৪| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৪৭

ডি মুন বলেছেন: সুন্দর কবিতা +++++++++++

১২ ই নভেম্বর, ২০১৪ রাত ৮:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
ডি মুন,
কিন্তু মন্তব্যটা যে আমার সেকেলে-মাথায় ধরছে না !

ভালো থাকা হোক।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

এহসান সাবির বলেছেন: সুপার লাইক!

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

অন্ধবিন্দু বলেছেন:
সাবির,
ধূমকেতুর পৃষ্ঠে এই মাটির মানুষেরা অবতরণ করতে পেরেছে...। মাটির ইতিহাস মাটিতে বিলীন হবেনা কখনো, আশায় রইলুম।

ভালো থাকা চাই খুব করে।

২৬| ১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

 বলেছেন: +++++++++++ :) :) :D

১৩ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯

অন্ধবিন্দু বলেছেন:

কি নামে ডাকি, বলি কার সাথে কথা !
যাইহোক, কামনা করি যেনও হয় ভালো-থাকা।

২৭| ১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

সকাল রয় বলেছেন:
মাটি হবো মাটি____
যাই হোক মৃত্তিকা নিয়া যে এত সুন্দর কাব্য লিখা যায় এই কবিতা না পড়লে জানি না।

অনেক ভালো লাগলো।

১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১০:২৪

অন্ধবিন্দু বলেছেন:
সকাল,
পাঠক মাটিমন নিয়ে পড়তে জানলে সুন্দরতো হবেই !
আপনাদের ভালোলাগছে জেনে আনন্দিত হলাম।

শুভ কামনা রইলো।

২৮| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কান্ডারি অথর্ব বলেছেন:




মাটি খাইয়ে মাটি পাগল মাটির কথা কয়
মাটির শরীর মাটিমাখা মাটিতে যায় ক্ষয়


একটা কবিতা মনে রাখার জন্য কবিতার একটা দুইটা লাইনই যথেষ্ট হয়।
এই দুইটা লাইন পুরো গেঁথে গেল।


একমত।

কিছু অংশে আরজুমণি আপুর সাথে একমত।

আরেকটা উল্লেখযোগ্য লাইনঃ মাটির মূর্তি রঙ মাখালে হয় কি-রে সে মানুষ

***

বহুদিন আগে একটা গান লিখেছিলুম। ইউটিউবে ছাড়াও হয়েছে, কিন্তু লোকলজ্জার ভয়ে আর লিংক দিলুম না ;)

***

মাটির গান

মাটির দেহ মাটি হইবো
মাটিই হইবো বিছানা
সময় কালে মনা তুমি
মাটির দিকে চাইলা না

মাটি তোমায় আহার দিল
মাটি দিল বৃক্ষফল
মাটির কাছে কত দেনা
তার তো খবর নিলা না

আয় রে মনা আদম সোনা
মাটির কথা শুনতে আয়
সময় থাকতে চিনে নে তুই
কোথায় তোর মোকামখানা

৬ এপ্রিল ২০০৯


ভালোবাসা জানবেন।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৩

অন্ধবিন্দু বলেছেন:
সোনাবীজ,
কখনো কখনো ছন্দটা হৃদয় থেকে উৎসরিত হয়। হৃদয় লাগান ঠিক পেয়ে যাবেন, আশাকরি। ভালোবাসা খুব যত্ন করে আপন করে নিলাম।

কৃতজ্ঞতা।

২৯| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৫০

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: শুভকামনা.............

২৪ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:০৪

অন্ধবিন্দু বলেছেন:
ভালো থাকা হোক, বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৪ ভোর ৫:০৮

মহান অতন্দ্র বলেছেন: আপনার প্রত্যেকটি কবিতার থিম অন্যরকম ।

ভীষণ ভাল লেগেছে । আরও লিখুন ।

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৮

অন্ধবিন্দু বলেছেন:
ভালো লেগেছে এবং সাথে আছেন জেনে আনন্দিত হলাম, মহান অতন্দ্র। আপনার মঙ্গল কামনা করি; ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.