নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

ইন্টারস্টেলার(২০১৪): মহাকাব্যিক প্রত্যাবর্তন

২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:২৬



ক্রিস্টোফার নোলান হলিউড-জিনিয়াসদের একজন। দর্শক এবং মুভি ক্রিটিকদের হ্যান্ডশেক করাতে বিশেষ পারদর্শীও বটে। দেখেশুনে কাজ করেন; যাতে গুণমান প্রকৃষ্ট থাকে। ভাবসাবে মাস্টারমাইন্ড। এই প্রতিভাধর চলচ্চিত্র পরিচালকের এখন মধ্যবয়স। মেমেন্টো, ইনসোমনীয়া কিংবা ইনসেপশন দেখার পর সন্দেহ থাকার কথা না, জানার বয়স আরও বেশি। বয়স যখন সাত/আট, কুবরিকের “২০০১: এ স্পেস ওডিসি” বিশ্বের অগণিত দর্শকের মতো তার মনেও হয়তো বিস্ময়ের পালক রেখে গিয়েছিলো। সেই পালক আজ যখন ডানা মেলে, খোলা নীল আকাশ ছেড়ে মহাজগতে উড়তে লাগলো; তিনি বানালেন “ইন্টারস্টেলার”

সায়েন্স ফিকশন মুভি প্রচুর হচ্ছে তবে এই ছবিটি দেখার পর দর্শক অন্তত নড়েচড়ে বসবেন। গুরুকে স্মরণ করে শিষ্য যা নির্মাণ করলেন তা সত্যিই অবিশ্বাস্য দুর্দান্ত এবং সমৃদ্ধ। পরিচালনা করার কথা ছিলো স্পিলবার্গের, নোলানের কাজ দেখে স্পিলবার্গ কেনও, খোদ কুবরিক (বেঁচে থাকলে) যোগ্য উত্তরসূরির পত্রখানা হাতে ধরিয়ে দিয়ে বলতেন ওয়েলডান মাই বয়, ওয়েলডান। রাইট ভ্রাতৃদ্বয়ের মতো নোলান এবং জোনাথনের নির্মাণযাত্রা সায়েন্স এবং কল্প-বিজ্ঞানপ্রিয় সিনেমাপিপাসুদের মুখে মুখে উচ্চারিত হবে একদিন !

আইনস্টাইন আলোতে পথ দেখে দেখে হকিং ও সাগানের দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী তাত্ত্বিক পদার্থবিদ কিপ থ্রন পদার্থ বিজ্ঞানের নির্যাস ঢাললেন- ব্লাকহোলস, রিলেটিভিটি, সিঙ্গুলারিটি, এক্সট্রা ডায়মেনশনস, সময়-প্রহেলিকা … পদার্থ, অপদার্থ। কল্পনা, স্বপ্ন-ভালোবাসা আর মানুষের কথা জুড়ে দিলেন তারা দু’ভাই। ৭০এমএম আইএমএএক্স’র বদৌলতে আগ্রহোদ্দীপক চিন্তা-বিশালতার সব দৃশ্য গ্রহণ করতে লাগলেন ’ভান হয়্তেমা। উত্থান-পতনের শব্দসুর বাঁধলেন হান্স জিমার; কখনো বিকট কখনো মধুর। ম্যাথু ম্যকোনওহে’র অধি স্বচ্ছন্দ অভিনয়। অ্যান হ্যাথঅ্যাওয়ে’র কোমল-খেয়াল। মাকেন্জি ফয়’র বেদনামগ্ন অভিব্যক্তি ১৬৯ মিনিটব্যাপী সিনেমায় দর্শকদের কেবল বিনোদন দিয়ে গেলোনা; মানবীয়-স্পন্দন স্নিগ্ধতায় সিক্ত করলো।

গল্পটা সাদামাটা এবং পরিচিত কিন্তু নোলান কবির মতো বলে গেলেন- “কোনো মেঘ-বিনির্মুক্তা তারকাসমুজ্জ্বলা রজনীতে গৃহের বাহির হইয়া গগনমণ্ডলের প্রতি একবার দৃষ্টি নিক্ষেপ করিলে, চিন্তাশীল ব্যক্তিমাত্রেরই মনে কতকগুলি চিন্তার উদয় হইবেই হইবে। যে-সকল অগণ্য জ্যোতিষ্কমণ্ডল দ্বারা নভস্তল বিভূষিত হইয়া রহিয়াছে, তাহারা কি শূন্য না আমাদের ন্যায় জ্ঞান-ধর্ম-প্রেম-বিশিষ্ট উন্নত জীবদ্বারা পূর্ণ? প্রাণস্বরূপ পরমেশ্বরের বিচিত্র অনন্ত রাজ্যের মধ্যে এমন কি কোনো স্থান থাকিতে পারে যেখানে প্রাণের চিহ্ন নাই?”

বহির্জাগতিক প্রাণ অন্বেষক, প্রাণ বাঁচাতে প্রাণ-বিসর্জন; বুদ্ধিমান প্রাণীরা পিছপা হলেন না। ইনডিউরেন্স নামক ঘড়ির মতোন যানে চেপে কুপার ছুটলেন। উদ্দেশ্য- মনুষ্যজাতির ভবিষ্যৎ অস্তিত্ব রক্ষার প্রশ্নে প্রত্যুত্তর চাই। দর্শক দেখলেন ক্ষুদ্রবিবর (আইনস্টাইন-রোজেন সেতু)থেকে কৃষ্ণ বিবরের কল্পিত/কৃত্রিম রূপ। যমজ কূটাভাসে সময়ের মজার খেলা। ইলেকট্রন প্রোটন নিউট্রনের দৃশ্যমান জগতের বাইরেও তাত্ত্বিকপদার্থ বিজ্ঞানের রঙ্গমঞ্চ ! সুন্দরী রমণী এবং জ্বলন্ত উনুনের কথা বলে আইনস্টাইন সাহেব যে সাধারণ আপেক্ষিকতার তত্ত্ব আমাদের সামনে উপস্থাপন করেছিলেন; তার প্রতিচ্ছায়া। ধিকিধিকি মেঘ, রুপোলী ধূসর পর্বত অথবা মহাতরঙ্গের বিপ্লব। যার ধাপে ধাপে শক্ত-সামর্থ্য অনুমান, গভীর উপলব্ধি রয়েছে তবে আবোলতাবোল ভাবা যাবে না। ফিকশন হলেও নির্মাতা অন্তত ফ্যাক্টস ও থিওরির ব্যাপারে যথাসম্ভব গদ্যময় থাকার চেষ্টা করেছেন। হার্ডকোর সায়েন্স ফিকশন আপাত: দৃষ্টিতে কঠিন হলেও এর উচ্চাভিলাষী বক্তব্য আগামীর জন্য পাথেয় হয়ে থাকে। মুভিটিতে দেখানো ব্ল্যাকহোলের কেন্দ্রে যে কঠিন ধাঁধায়(সিঙ্গুলারিটি বা অনন্যতা) স্থান-কাল(স্পেসটাইম) এর বিরোধ ঘটার কথা ছিলো; এ নিয়ে অবশ্য নোলান এবং কিপ দু’জনেই বেশ সমালোচনার মুখে পড়েছেন। নোলান আশাবাদী তাই কুপার অসীম ঘনত্বেও ভেসে থাকলেন এবং …..। (বিশদ ব্যাখ্যায় সিনেমার মজা নষ্ট করতে চাইছে নে-গো, এখানেই থামছি)




মানবপ্রেম ভালোবাসা এবং মহামাধ্যাকর্ষণের মধ্যকার অন্তরঙ্গতা টেনে পরিচালক সর্বময় পরিব্যাপ্তি ও অবিরাম সৃষ্টির জয়োগানে মোহাবিষ্ট করলেন দর্শকদেরকে। কিন্তু দর্শকগণ শুনেন দিয়ে মন, সাম্রাজ্যবাদ-জঙ্গিবাদের বিষাক্ত থাবায় যে বা যারা প্রতিনিয়ত অনাসৃষ্টি ঘটিয়ে চলেছেন তাদের শ্রবণেন্দ্রি় কী দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় শান্তির বাণী শুনতে পান ? শুনতেই হবে কারণ-

" We've always defined ourselves by the ability to overcome the impossible. And we count these moments. These moments when we dare to aim higher, to break barriers, to reach for the stars, to make the unknown known. We count these moments as our proudest achievements. But we lost all that. Or perhaps we've just forgotten that we are still pioneers. And we've barely begun. And that our greatest accomplishments cannot be behind us, because our destiny lies above us. "

সাগান বললেন, প্রশ্ন করার সাহস ও উত্তরের গভীরতায় যেমন বিজ্ঞান- সত্তাটির বসবাস। ড. রবার্ট এইচ গডার্ড এর কথায় এটা আজকের আশা এবং আগামীকালের বাস্তবতা এবং গতকালের স্বপ্ন। আমাদের জগদীশচন্দ্র বসু প্রচেষ্টাবদ্ধ হলেন- কোনো চেষ্টাই একেবারে বৃথা যায় না। আজ যাহা নিতান্ত ক্ষুদ্র মনে হয়, দুইদিন পরে তা হইতে মহৎ ফল উৎপন্ন হয় …






(একটি তাৎক্ষনিক মতপ্রকাশ)
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ৫৬ টি রেটিং +৫/-১

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৩৫

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লেগেছে পোস্ট ।

মুভিটি দেখার ইচ্ছে আছে ।

ভালো থাকবেন :)

২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫১

অন্ধবিন্দু বলেছেন:

ইচ্ছে পূর্ণ হোক, অপূর্ণ।
শুভ কামনা।

২| ২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৪৪

মামুন রশিদ বলেছেন: দুর্দান্ত এই মুভিটা দেখার অপেক্ষায় ।

২১ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
নিজে দেখলেই হবে ! পরিবারের ছোট সদস্যদেরও যোগ করা চাই। তাঁরা স্বপ্ন দেখুক... ভাবুক...শুভ কামনা, মামুন। ভালো থাকবেন।

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৩

দ্য ইলিউশনিস্ট বলেছেন: রিভিউ ভাল হয়েছে। নোলান কাকুর মুভি মানেই মাথা নষ্ট। অপেক্ষায় আছি। এই মুভি ব্লু রে ছাড়া অন্য প্রিন্টে দেখা ঠিক হবে না।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৩

অন্ধবিন্দু বলেছেন:
দ্য ইলিউশনিস্ট,
রিভিউ কোথায় লেখলুম গো ! প্রতিক্রিয়া জানালাম মাত্র। হাহ হাহ হা। “অন্য প্রিন্টে দেখা ঠিক হবে না” কথায় সায় দিলুম।

মিউজিক করাটরা হয় নাকি ! বেশ ভালো।
শুভ কামনা রইলো।

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৫

সুমন কর বলেছেন: চমৎকার রিভিউ। মুভিটি অাসার পর থেকেই দেখার লিষ্টে অাছে। অামি অাবার ভাল প্রিন্ট ছাড়া দেখি না। আইএমডি লিষ্টে ১২ নম্বরে উঠে এসেছে। B:-)

এ ছবি মিস করা যাবে না। অবশ্যই দেখবো।

পোস্টে ভাল লাগা।

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
হা ! সুমন,
এ ছবি মিস করা যাবে না। দেখতে হবে। পারলে পরিবার বন্ধু-স্বজনদের নিয়ে মজা করে দেখুন। সময় এবং ভাবনা দুটোই সার্থক হবে, আশা রাখি।
সিনেমাটি যে বিশেষ কিছু একটা হবে। আগেই ধারণা করেছিলুম। নোলান ল্যান্ডমার্ক রাখলেন ...

ভালো থাকা হোক এই কামনা রইলো।

৫| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩০

আলম দীপ্র বলেছেন: লেখক বলেছেন:
দ্য ইলিউশনিস্ট,
রিভিউ কোথায় লেখলুম গো ! প্রতিক্রিয়া জানালাম মাত্র। হাহ হাহ হা।
যাই হোক । রিভিউ এর চাহিদা মিটিয়ে ফেলেছে !

২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

অন্ধবিন্দু বলেছেন:
তাই কি ! দীপ্র। জেনে আনন্দিত হলাম। রিভিউ-প্রিভিউ যাই হোক, ভালো সিনেমা দেখুন। ভাবনার রাজ্য সমৃদ্ধ করুন।

শুভ কামনা রইলো।

৬| ২১ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

সকাল রয় বলেছেন:
চমৎকার রিভিউ।
সময় আর সুযোগ পেলে মুভিটা দেখে নিতে হবে। অনেক ধন্যবাদ। রিভিউ দিয়ে আগে-ভাগে উপকার করলেন।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৩

অন্ধবিন্দু বলেছেন:
সকাল,
এখন আর সিনেমা নিয়ে লেখালেখি করা হয়না বললেই চলে। তবে মাঝেমধ্যে দু-একটা সিনেমা চোখে লেগে যায়; দু-টো কথা বলার আগ্রহ পাই তখন। এই ব্লগ পাতাটি তেমনি ...

শুভ কামনা রইলো।
ভালো থাকবেন।

৭| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১১

মাহমুদ০০৭ বলেছেন: দারুণ রিভিউ। এভাবে যখন বললেন তাহলে ত দেখতেই হয় :)

ভাল থাকবেন ভাই ।

২১ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:১৬

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ,
দেখতে হবে সিন্দুকে ভরতে হবে। বিশাল এ জগত, তার চাইতেও বিশাল এর জ্ঞানভাণ্ডার ... ভাবুক হওয়া চাই ...

সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

৮| ২১ শে নভেম্বর, ২০১৪ রাত ১১:৪৫

মৃদুল শ্রাবন বলেছেন:


দেখার ইচ্ছা ছিল। রিভিউ পড়ে আকর্ষণটা বেড়ে গেল অনেকগুন।

২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ২:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
মৃদুল,

আশাকরছি, সময়টা ভালো যাবে। ভাবনার আকাশে মেঘ বৃষ্টি অথবা ঝড়ের উপায়ান্তর নিশ্চয়ই ঘটবে ...

ভালো থাকবেন।

৯| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১:২১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনার রিভিউ গুলো দারুন হয়! দারুন!!!
অনেকদিন পর সামুতে ভালো একজন মুভি রিভিউ দেয়ার লোক পেলাম। প্লাস

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০২

অন্ধবিন্দু বলেছেন:
কাল্পনিক ভালোবাসা,

আসা যাওয়ার এ পথটাতে যদি দেখা হয়ে যায়
বলবো কথা নানান-ছলে; যা আমাকে ভাবায়

বুঝাতে পারলুম কি ! ;)

সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

১০| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ১:৫৪

নতুন বলেছেন: হুম হলে গিয়েই দেখার চেস্টা করবো...

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
নতুন,
সময় সুযোগ থাকলে এটাই উত্তম হবে !

ভালো থাকুন, চিরদিন নতুন থাকুন। শুভ কামনা।

১১| ২২ শে নভেম্বর, ২০১৪ রাত ২:১৯

 বলেছেন: ++++++++++++ :D

২২ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
সুন্দর থাকুন। ভালো থাকুন।
সুস্থ সাংস্কৃতিক চর্চায় বিশুদ্ধ থাকুন ...

শুভ কামনা।


১২| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দুর্দান্ত রিভিউ।++++++

আর দুর্দান্ত মুভিটা দেখার ইচ্ছা রইল।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০১

অন্ধবিন্দু বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায়,
ঠাণ্ডা মাথায় দেইখেন গো। ওলট-পালট হওয়ারা সম্ভাবনা আছে।
দুর্দান্ত পাঠকেরা সাথে আছেন, ভালো লাগছে।

শুভ কামনা রইলো।

১৩| ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:২৪

যুলকারনাইন বলেছেন: অনেকদিন সামুতে রিভিউ পড়লাম। ভাল লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:০২

অন্ধবিন্দু বলেছেন:
যুলকারনাইন,
সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

১৪| ২৩ শে নভেম্বর, ২০১৪ ভোর ৪:৩১

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: জটিল একটা মুভির ততোধিক জটিল রিভিউ।

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৬

অন্ধবিন্দু বলেছেন:
জটিল ! জটিলতায় আমোদিত হোক সরল হৃদয় ...

শুভ কামনা, রেজওয়ানা আলী তনিমা।

১৫| ২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:২৬

জাফরুল মবীন বলেছেন: আপনার রিভিউ পোস্টটি পড়ার পর এ মুভিটি দেখার জন্য মনে বিশেষ তাড়নার সৃষ্টি হয়েছে।

ধন্যবাদ আপনাকে।

২৩ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:০২

অন্ধবিন্দু বলেছেন:
সাথে থাকার জন্য আপনাকেও ধন্যবাদ, মবীন। যেহেতু সায়েন্স নিয়ে আপনিও নাড়াচাড়া করে থাকেন; আশাকরি বিশেষ তাড়না বিশেষ ভালোলাগায় বদলে যাবে। সময় সুযোগ থাকলে কিপ থ্রনের “দ্যা সায়েন্স অফ ইন্টারস্টেলার” বইটি সংগ্রহ করে পড়তে পারেন ...

সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

১৬| ২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৫

ঢাকাবাসী বলেছেন: সাংঘাতিক চমৎকার একটা রিভিউ পড়লুম। লেখার ভাষা, শব্দচয়ন স্টাইল সব মিলিয়ে অপুর্ব। ছবিটা দেখার ইচ্ছে আছে, দেখব। ধন্যবাদ।

২৩ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
আপনাদের ভালোলাগা/আগ্রহ; আমার আনন্দ। আশাকরি সিনেমাটি আপনাকে হতাশ করবে না। আপনাকেও ধন্যবাদ।

সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

১৭| ২৪ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আজ যাহা নিতান্ত ক্ষুদ্র মনে হয়, দুইদিন পরে তা হইতে মহৎ ফল উৎপন্ন হয় …
বাহ,,,,,,,,,,

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১৪

অন্ধবিন্দু বলেছেন:
“ছোট ছোট বালু কণা বিন্দু বিন্দু জল/ গড়ে তোলে মহাদেশ সাগর অতল” এভাবেই তো হয় ... ভালো থাকুন, বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর।

শুভ কামনা রইলো।

১৮| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:২৬

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার তথ্য সাংঘর্সিকতা সমৃদ্ধ রিভিও । দেখতে হবে ।

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,

দর্শকের দর্শন এবং নিউরনে সংঘর্ষ বেধে গেলে কিন্তু মুশকিল হবে ! ... হাহ হা হা। সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

১৯| ২৫ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৪৪

নতুন বলেছেন: আগামীকাল সন্ধে ৭.১৫ র টিকিট কিনা আনছি... :)

২৫ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৫:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
তাই ! বেশ করেছেন, নতুন। সময়টা সুন্দর কাটুক ...

২০| ২৬ শে নভেম্বর, ২০১৪ রাত ২:৩৩

নতুন বলেছেন: দেখলাম.. বেশ ভাল লেগেছে...

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:০৯

অন্ধবিন্দু বলেছেন:
জেনে ভালো লাগলো, নতুন।
সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, কামনা করি।

২১| ২৭ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৭

তুষার কাব্য বলেছেন: মুভিটি দেখার ইচ্ছে আছে । দুর্দান্ত রিভিউ। +++

২৭ শে নভেম্বর, ২০১৪ রাত ৯:১১

অন্ধবিন্দু বলেছেন:
আপনাদের ভালোলাগা/আগ্রহ; আমার আনন্দ। সতত সুন্দর সুস্থ ও চিরসবুজ থাকুন, তুষার কাব্য। শুভ কামনা রইলো।

২২| ২৯ শে নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এইটা দেখবার সাধ জাগিল। ধন্যবাদ।

২৯ শে নভেম্বর, ২০১৪ রাত ৮:৪০

অন্ধবিন্দু বলেছেন:
যাক !হৃষ্ট হলাম, জুলিয়ান। আশাকরি সময়টা সুন্দর ও জিজ্ঞাসু হবে ...
ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায়, অন্ধবিন্দু।

২৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩৬

এহসান সাবির বলেছেন: দেখে ফেলেছি।

রিভিউ তে +++

০৫ ই ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৩

অন্ধবিন্দু বলেছেন:
সাবির,
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ...

শুভ কামনা।

২৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:০৫

মাহমুদ০০৭ বলেছেন: কবিতায় কমেন্ট অপশন বন্ধ কেন ? কঠিন কথা সহজে বলে ফেলেছেন এ জন্য ?

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৪৮

অন্ধবিন্দু বলেছেন:
কবিতা ! কোথায় ! আমি -তো কেবল কথা বলি, মাহমুদ ...
যিনি যা যারা শুনতে জানেন তারা ঠিক শুনে যান... বুঝে যান... ভেবে যান...

কথা বলার অবকাশ/ফুরসত থাকে কী সবসময় ! আমি চাইও-না আপনাদের মন্তব্য ঝুলে থাকুক, আমার অপেক্ষায়। “ব্লগ/ব্লগিং”-এর জন্য সময় বের করা চেষ্টা থাকবে ...

২৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১৮

এহসান সাবির বলেছেন: অট- অন্ধের শহরে আয়না বিক্রেতা কবিতা টি ভালো লেগেছে।

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:২১

অন্ধবিন্দু বলেছেন:
সাবির,
প্রতিটি ভালোলাগা উপলব্ধি হোক... ভালোলাগারা সুন্দর থাকুক সতত ...

শুভ কামনা।

২৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

জুন বলেছেন: চমৎকার রিভিউ। মুভিটি দেখার লিষ্টে অাছে অন্ধবিন্দু ।
+
শুভেচ্ছা জানবেন । আর আপনার শেষ লেখায় মন্তব্য নিচ্ছেন না যে ?

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩১

অন্ধবিন্দু বলেছেন:
আপনিও শুভেচ্ছা জানবেন, জুন। মন্তব্য থেকে দূরে থাকার চেষ্টা করছি, হয়তো। ভালো থাকুন।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৫:১৮

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: চমৎকার ভাষা রিভিউয়ের। ভালো থাকুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৩

অন্ধবিন্দু বলেছেন:
শুভ কামনা, রেজওয়ানা আলী তনিমা।
ভালো থাকুন সুন্দর থাকুন ...

২৮| ০৯ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

অগ্নিপাখি বলেছেন: গতকাল দেখলাম। অসাধারণ, অসাধারণ এবং অসাধারণ। সাই ফাই এর জগতে এই চলচ্চিত্রটি মাইলফলক হয়ে থাকবে। যদিও অনেক পদার্থ বিজ্ঞান এবং মহাকাশ বিজ্ঞান এর বিষয়গুলো ভালো মতো বুঝি নি (শুধুমাত্র ওয়ার্ম হোল ছাড়া)- তবে সিনেমাটোগ্রাফি, মিউজিক এক কথায় অসাধারণেরও চেয়ে বেশি কিছু। আর শেষ দৃশ্য কুপার আর তার মেয়ে মারফ এর কথোপকথন বোধকরি সবার চোখেই পানি এসে পড়েছিলো -
"Murph: I knew you'd come back
Cooper: How ?
Murph: Because my dad promised me.
Cooper: I'm here now Murph. I'm here.
Murph : No. No parent should have to watch their own child die. I have my kids here for me now. You go."
আমারও একটি রিভিউ লেখার ইচ্ছা আছে। আপনার রিভিউ পড়ে ভালো লাগলো অনেক। পোস্ট প্রিয়তে।
সকাল থেকে এখনও ইন্টারস্টেলার এর ব্যাকগ্রাউণ্ড মিউজিক শুনেই যাচ্ছি। মুগ্ধতা এবং মুগ্ধতা।

০৯ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
অগ্নিপাখি,
ইন্টারস্টেলার এর মত এত শৈল্পিক-নান্দনিক পর্যায়ের সাই-ফাই সিনেমা খুব কমই পেয়েছি আমরা। বিজ্ঞানটা উইকি বা সংশ্নিষ্ট সাইট থেকে জেনে নিতে পারেন। আমি নিশ্চিত ভাললাগা আরও কয়েকগুণ বেড়ে যাবে।

আসলে ক্রিস্টোফার নোলানের সকল সিনেমাই সত্যিই অসাধারণ। সিনেমাটির ব্যাকগ্রাউণ্ড মিউজিক নিয়েও লিখেছিলুম।

আপনিও রিভিউ লিখে ফেলুন। যারা এখনো দেখেনি, রিভিউ পড়ে হয়তো আগ্রহ পেয়ে যেতে পারেন।
ধন্যবাদ ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.