নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

অন্ধের শহরে আয়না বিক্রেতা

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০৩

কার ছায়া ! বেরঙ ছাঁচে
মন্ত্র-কথায় পড়ছে ঝরে আকস্মিক পরাজয়
কাছে আসো ধীরে এবং ধীরে
বাদামের খোসায় সাজবাক্স
আঙুল ছুঁয়ে বলো
তোমাদের প্রতিচ্ছবি অভিন্ন ?

অন্ধের শহরে আয়না বিক্রেতা তাঁরা
বিষাদ বা সুখ; মিথ্যে কামনার প্রতিটি পল
অখল ভেঙে ধরেছে যে পরম্পরা-শিকল
দূরত্বে তারই চিরায়ত গোরস্তান ...
দরজায় যাচ্ছে নেড়ে খয়েরিঘুমের কড়া
কারণ, এ বাজার নিতান্তই ভোগের
এবং আমরা তন্দ্রাহারা

ধীরে এবং ধীরে ...
অন্ধের শহরে আয়না বিক্রেতা
তিনি, তখন, শীতল-স্বরে বলেন-
বোধের দুকূল আঁকড়ে প্রবোধের মিনতি
ঝাঁকে ঝাঁকে উপহার; কাল বেঁচে থাকো যদি !

এক-পিস আয়না নিয়ে অন্তত, বাড়ি ফিরো আজ।






অগ্রহায়ণ ২১, ১৪২১
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ০ টি রেটিং +১০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.