নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

নিয়ম করে ভুলতে জানি

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

গপ্প তোমার মজার বড় হা করে যাই শুনে
হা মুখে ঘা-জ্বালা যাচ্ছি আমি ভুলে

যাচ্ছি ভুলে গর্তকতেক, গর্তে পড়া শর্তআধেক
শর্তে থাকা আর্ত কহে—
দড়ির টানে প্রজাপতি, টিকটিকি ও
গিরগিটি; রক্তচোষা অত্যাধুনিক !

যাচ্ছি ভুলে বনের কথা। তেল-জলের অবুঝ পালা
মেলছে যারা বেকুব-পাখা, ধরছি আমি তাদের
উড়ান, যাচ্ছি ভুলে ডুবলো কারা ?

যাচ্ছি ভুলে বারোটা মাস। সিটিং সার্ভিস
দাঁড়ানো জ্যাম। গায়ের রক্ত পানির দামে
ফ্রিতে পাওয়া বাজার-ব্যাগে ! টুটাফাটা
তা না না না। মিথ্যে যতো প্রতিক্রিয়া
সত্যিকরে যাচ্ছে ভুলে-
শেষ শো’তে ফের পকেট ফাঁকা !

হয়তো আমি ক্লান্তচারী রোজ এভাবে ভুলতে থাকি;
সবার উপর স্বার্থ আমার, স্বার্থ করে আদান-প্রদান
বাঁচার সাথে চুক্তি হলে নিয়ম করে ভুলতে জানি।

যাচ্ছি ভুলে অভিমানে, অন্তরিত উত্তরণে,
স্মরণের গতবারে।
সহজাত হয় যদিও
ভুলে থাকা অনেক ভালো; আগামীর নিত্যদিনে।।




অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ৫০ টি রেটিং +৭/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: অনেক দিন পর আপনার লেখা পেলাম! ভালো লাগল।

ভুলে যাওয়াই কি সুখের মুল?

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

অন্ধবিন্দু বলেছেন:
কাল্পনিক ভালোবাসা,
লেখালেখি তো অনেক হলো। আবার পাঠক হতে চাই ...

কবি কামিনী রায় উত্তরটি দিয়েছিলেন হয়তো-
“তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও।”
আমরা কেবল “আপনার” নয়, সবই ভুলতে শিখছি...

ভালো থাকবেন, হতাশা ভুলে আশায় থাকবেন এই কামনা রইলো।


২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫

সুমন কর বলেছেন: চমৎকার বাস্তবিক কবিতা। অনেক দিন পর নতুন লেখা পেলাম।

১ম ভাল লাগা।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২০

অন্ধবিন্দু বলেছেন:
সুমন,
হতে পারে নতুন লেখা তবে কথাগুলো বলছি যুগ যুগ ধরে ! অতি পুরনো কথা ... নিত্যদিনই দেখাসাক্ষাৎ হয় এঁদের সাথে ...

সহজ সরল সুন্দর থাকুন -কামনা করি।

৩| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

তাশমিন নূর বলেছেন: দারুন হয়েছে। আপনি বেশ ভালো লিখেন। লেখালেখি বন্ধ করবেন না এই অনুরোধ রইল।

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৬

অন্ধবিন্দু বলেছেন:
তাশমিন নূর,
রূপ বদলায় নাম বদলায়; লেখালেখি সে একইরকম ছিলো এবং থাকবে, আশা করি। পাঠকদের স্পন্দন আমাকে সজীব রাখে ... কৃতজ্ঞতা রইলো।

ভালো থাকুন সতত।

৪| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:০২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: হয়তো আমি ক্লান্তচারী রোজ এভাবে ভুলতে থাকি/
সবার উপর স্বার্থ আমার, স্বার্থ করে আদান-প্রদান
বাঁচার সাথে চুক্তি হলে নিয়ম করে ভুলতে জানি।


লাইনগুলোর সত্যতা ও বাস্তবতা আমাকে ভাবিয়েছে।

চমৎকার বাস্তবিক কবিতা। +++++

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:১০

অন্ধবিন্দু বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায়,
বাস্তবতার সত্যতা চাইলেও কি এড়িয়ে চলা যায় ! কিছুটা সরল প্রকাশ করলুম মাত্র। সাথে থাকার জন্য ধন্যবাদ রইলো।

সবুজ ও সুন্দর থাকুন চিরকাল।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
যাচ্ছি ভুলে বনের কথা। তেল-জলের অবুঝ খেলা
মেলছে যারা বেকুব-পাখা, ধরছি আমি তাদের
উড়ান, যাচ্ছি ভুলে ডুবলো কারা ?


সময়ের কবিতায় অনেক ভালোলাগা রইল !

এতদিন কোথায় ছিলেন বাবু ?

০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৩

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নচারী গ্রানমা,
পথের মানুষ পথে থাকি। তবে পথটা বিস্তৃত এবং হাতে সময়ও সামান্য। আশাকরি আপনি ভালো আছেন। সময়ের কথা সময় করে বলতে পারছি কোথায় ! দায় থেকে যায় ...

শুভ কামনা রইলো।

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

বিদ্রোহী বাঙালি বলেছেন: বাস্তবের সাথে চুক্তি করে আসলেই আমরা অনেক কিছু ভুলে যাই। কিন্তু সব কিছু ভুলা ঠিক না। হিংসাত্মক মন মানসিকতার কারণে যেমন সম্পর্ক ভুলে যাওয়া উচিৎ না, ঠিক তেমনি সমাজের অন্যায়, অত্যাচার ইত্যাদি নীরবে সহ্য করে ভুলে যাওয়াও ঠিক না। তবে দুঃখের ব্যাপার হল সম্পর্কের ব্যাপারে আমরা সজাগ থাকলেও অন্যায়, অত্যাচারের ব্যাপারে আমরা মোটেই সজাগ নই। এগুলো কোন এক বিচিত্র কারণে আমরা সহজেই ভুলে যাই, ভুলে যেতে চাই। তাইতো অসহায়ের পাশে দাঁড়াতে আমাদের মনে এতো দ্বিধা, প্রতীবাদের পরিবর্তে আমরা নেতিয়ে পড়ি। ফলে আমাদের সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার নিত্যদিনের সঙ্গী হয়ে আছে। মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের স্বার্থপরতা হয়ে গেছে আত্মকেন্দ্রিক। ফলে শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য, লিঙ্গ বৈষম্য ইত্যাদি সামাজিক ব্যধি হয়ে আছে আধুনিক সভ্যতায়ও। আফসোস!

সহজেই ভুলে যাওয়ার প্রবণতা দেখে কবি যে বেদনার্ত সেটা ঠিকই ধরা দেয় কবিতার শেষ পঙক্তিতে। তাই কবি আক্ষেপ করে বলেছেন,
"ভুলে থাকা অনেক ভালো; আগামীর নিত্যদিনে।"

কবিতার সাবলীল প্রকাশে সুন্দর একটা বার্তা দেয়ার চেষ্টা আমার খুব ভালো লেগেছে অন্ধবিন্দু। আপনার অন্যান্য লেখার মতো এটাও সহজ কথায় গভীর দর্শনের ছোঁয়া পেলাম। অনেক ভালো লাগলো। ছন্দের দ্যোতনা আলাদা একটা মাত্রা দিয়েছে লেখাটাকে। নিরন্তর শুভ কামনা রইলো আপনার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
বিদ্রোহী বাঙালী,
আমিদের ব্যক্তি দুর্বলতা রয়েছে, রয়েছে স্বার্থ ও সীমাবদ্ধতার বিশাল দেয়াল। ভুলে থাকাটা সাময়িক সহায় হলেও মাশুল কিন্তু এই “আমি”দেরই দিতে হয়। আপনি অতীব যথার্থ কিছু কথা বলেছেন। আশার কথা হলো আমি ‘র মতো আপনারা সকলেই নন। আশার আলো এখনও উজ্জ্বল ও উদ্যোগী ... সমাজের খুঁটিটি বিভিন্ন-স্তরে নীরবে নিভৃতে ঠিক ধরে রাখার চেষ্টায় ব্রত আছেন অনেকেই।

আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এবং মূল্যবান সময়ের জন্য কৃতজ্ঞতা। ভালো থাকুন। সুন্দর থাকুন।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৭

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ, প্রামানিক।

ভালো থাকবেন।

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:০৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





অন্ধবিন্দু নামে শুধু পাঠক হতে পারেন না...
যিনি ভালো পাঠক, ভালো লেখক হবার অধিকার তারই....

কবিতায় ভালো লাগা......

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০১

অন্ধবিন্দু বলেছেন:
মইনুল,

কতশত ভাষা বই লেখক ... পাঠকের পথটা তাই দীর্ঘতর। পথে আছি, পাশে আছি। ভালোলাগা যতনে রাখলুম।

ভালো থাকবেন।

৯| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৯:২১

আমি অথবা অন্য কেউ বলেছেন: বেশ ভালো। ++

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৩

অন্ধবিন্দু বলেছেন:
আমি বলে রেখেছি- “অনেক ভালো”
ভুলে থাকা অনেক ভালো ...

শুভ কামনা, আমি অথবা অন্য কেউ। ভালো থাকবেন।

১০| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

আবু শাকিল বলেছেন: অনেক পর বাদে আপনার পোষ্ট পেলাম।

চমৎকার হয়েছে। ভাল লাগা জানিয়ে গেলাম ভাইয়া ;)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:০৭

অন্ধবিন্দু বলেছেন:
জনাব শাকিল,
ভুলে থাকাটা কিন্তু একদম চমৎকার নয়। দুঃখজনক ! হাহ হা। সাথে আছেন জেনে ভালো লাগলো। ব্লগের তালে সময়কাল মেলাতে পারি নে তাই পোস্ট দেওয়া থেকে বিরত থাকি প্রায়ই।

ভালো থাকবেন।

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫

জাহাঙ্গীর.আলম বলেছেন:
তথাকথিত আমরা ৷





কেউ কেউ নয়

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৩

অন্ধবিন্দু বলেছেন:
জাহাঙ্গীর,
আমরা অথবা কেউ কেউ’র কথা কি বলবো ! আমি নিজেই যখন দোষী ...
বৃত্ত থেকে বের হবার চেষ্টায় আদৌ হয়তো আন্তরিক হতে পারি নি।

ভালো থাকুন বলবো না; বলবো মনে রাখুন, দোষযুক্ত আমাকে চিনে রাখুন... শুভ কামনা।

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৩৫

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় খুব ভালো লাগলো । +++++++

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:১৬

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,

ভালোলাগারা উপলব্ধি হলে আমি কৃতজ্ঞ থাকবো ...

শুভ কামনা রইলো।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

এনামুল রেজা বলেছেন: এই ই সত্যকথা। ভালো লাগলো।

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪১

অন্ধবিন্দু বলেছেন:
এনামুল,
সত্যকে আড়াল করে ভালো থাকা যায় কি ! তাই ভুলে থাকার চেষ্টা।

শুভ কামনা রইলো।

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৪

জাফরুল মবীন বলেছেন: আপনার কবিতাগুলো গভীর জীবনবোধে পরিপূর্ণ।এটিও তার ব্যতিক্রম নয়।

অভিনন্দন কবিকে।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫২

অন্ধবিন্দু বলেছেন:
মবীন,
আমি সামান্য লিখি; সাধ্য আছে এইটুকো। আপনাদের গভীর পাঠক-দৃষ্টির সাহচর্য পেয়ে পরিপূর্ণ হয়, আমি কৃতজ্ঞ থাকি ...

আমি কবি নই-গো। একদম নই ...

সহজ সরল সুন্দর থাকুন -কামনা করি।

১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:১১

হাসান মাহবুব বলেছেন: মিঠা ছন্দে তিতা বাস্তব। ভালো লাগলো বেশ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৫

অন্ধবিন্দু বলেছেন:
তিতা স্বাস্থ্যের জন্য ভালো তবে সম্পর্কের জন্য খারাপ, হাসান। হাহ হা। স্বাস্থ্যের কথা চিন্তা করবেন না সম্পর্কের ! নির্ণয় আপনার।

ভালো থাকা চাই।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

পেন আর্নার বলেছেন: ভালো।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
ভালো হলেই ভালো। তাই বলি ভালো ...
শুভ কামনা, পেন আর্নার।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৩

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
আহা ! সুন্দর সুন্দর সুন্দর !
ভালো থাকবেন, অভি।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

আরজু পনি বলেছেন:

মনে হলো সুকুমার রায়ের লেখা পড়ছি...

অনেক ভালো লাগা রইল ।।

০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে
যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর প্রাণে


সে আনন্দে থাকুন, আরজুপনি।
সুন্দর থাকুন।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫৪

নেক্সাস বলেছেন: এভাবে মানুষ তার নিজের যে একটা মেরুদন্ড আছে সেটাও ভুলে যাচ্ছে দিনে দিনে। সুন্দর কবিতা

০৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০১

অন্ধবিন্দু বলেছেন:
ঝুলিতে বহু শব্দ আছে, ছন্দের দম্ভ আছে। আছে ব্যাকরণের অকারণ...
নেই কেবল মেরুদণ্ড ...

শুভ কামনা, নেক্সাস। বন্ধন মজবুত রাখুন।

২০| ১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১০

দীপংকর চন্দ বলেছেন: তিতা স্বাস্থ্যের জন্য ভালো তবে সম্পর্কের জন্য খারাপ

লেখায় ভালো লাগা তো অবশ্যই।

প্রাণবন্ত মন্তব্য-প্রতিমন্তব্যের অনু্ল্লেখ অনুচিত মনে হলো।

সব মিলিয়ে মাত্রা শুধু বাড়লো ভালো লাগার।

শুভকামনা জানবেন অন্ধবিন্দু। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ২:০৭

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,

আপনাদের ভালোলাগা দিতে আনন্দিত হই আবার ব্যথিতও বলতে পারেন। এ এক অন্য মাত্রা ! হাহ হা হা ...

শুভ কামনা রইলো।

২১| ১৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৫

জুন বলেছেন: ভা লো লা গা ....ক বি তা য়
+

১৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগা পাঠকের ভাবনায় ...
শুভকামনা, জুন।

২২| ১৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৮

দর্পণ বলেছেন: বড় সুন্দর

১৭ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

অন্ধবিন্দু বলেছেন:
সুন্দরের জয় হোক। শুভ কামনা, দর্পণ।

২৩| ২০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: এই কবিতা তো জানুয়ারির প্রথম সপ্তাহে পড়েছিলাম বলে মনে পড়তেছে।

যাই হোক আবার পড়ে পড়ে গেলাম :)

২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৬

অন্ধবিন্দু বলেছেন:
শুভ কামনা রইলো। ভালো থাকুন ...

২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:২৪

মাহমুদ০০৭ বলেছেন: বাস্তবের সাথে চুক্তি করে আসলেই আমরা অনেক কিছু ভুলে যাই। কিন্তু সব কিছু ভুলা ঠিক না। হিংসাত্মক মন মানসিকতার কারণে যেমন সম্পর্ক ভুলে যাওয়া উচিৎ না, ঠিক তেমনি সমাজের অন্যায়, অত্যাচার ইত্যাদি নীরবে সহ্য করে ভুলে যাওয়াও ঠিক না। তবে দুঃখের ব্যাপার হল সম্পর্কের ব্যাপারে আমরা সজাগ থাকলেও অন্যায়, অত্যাচারের ব্যাপারে আমরা মোটেই সজাগ নই। এগুলো কোন এক বিচিত্র কারণে আমরা সহজেই ভুলে যাই, ভুলে যেতে চাই। তাইতো অসহায়ের পাশে দাঁড়াতে আমাদের মনে এতো দ্বিধা, প্রতীবাদের পরিবর্তে আমরা নেতিয়ে পড়ি। ফলে আমাদের সমাজে অন্যায়, অত্যাচার, ব্যভিচার নিত্যদিনের সঙ্গী হয়ে আছে। মানবতা ভূলুণ্ঠিত হচ্ছে প্রতিনিয়ত। আমাদের স্বার্থপরতা হয়ে গেছে আত্মকেন্দ্রিক। ফলে শ্রেণী বৈষম্য, বর্ণ বৈষম্য, ধর্ম বৈষম্য, লিঙ্গ বৈষম্য ইত্যাদি সামাজিক ব্যধি হয়ে আছে আধুনিক সভ্যতায়ও। আফসোস!

সহজেই ভুলে যাওয়ার প্রবণতা দেখে কবি যে বেদনার্ত সেটা ঠিকই ধরা দেয় কবিতার শেষ পঙক্তিতে। তাই কবি আক্ষেপ করে বলেছেন,
"ভুলে থাকা অনেক ভালো; আগামীর নিত্যদিনে।"

কবিতার সাবলীল প্রকাশে সুন্দর একটা বার্তা দেয়ার চেষ্টা আমার খুব ভালো লেগেছে অন্ধবিন্দু। আপনার অন্যান্য লেখার মতো এটাও সহজ কথায় গভীর দর্শনের ছোঁয়া পেলাম।

বিদ্রোহী বাঙ্গালী ভাইয়ের বলার পর আর কি বলার থাকতে পারে।

নিয়ম করে ভুলতে জানি

হাউ ফানি !!

ভাল থাকবেন ভাই ।
শুভকামনা রইল ।

৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৬

অন্ধবিন্দু বলেছেন:
মাহমুদ’র কথা কিন্তু শোনার থাকে ! হুম। ভালো থাকার চেষ্টায় সব ভুলতে চলেছি। এবং ভালো আছি ...

আপনার মঙ্গল হোক।

২৫| ৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৫

শায়মা বলেছেন: একদম প্রিয়তে !!!!!!!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫১

অন্ধবিন্দু বলেছেন:
শায়মা,
শুভ কামনা রইলো। ভালো থাকুন ...


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.