নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

অজ্ঞাত তারা তুই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৩


মেঘে ঢাকা আকাশের অজ্ঞাত তারা তুই
ভাল কেনও বেসেছিস জমিনের অবয়ব
দূরত্ব মিটে গেলে নিখিলের আলোতে
কল্পনা কেড়ে নিবে আমাদের অনুভব ।

স্মৃতিটুকও ভুলিয়ে যদি দেয় নির্বেদ
দোষ নেই তোর জানি, সবটাই কৌশল
সাদৃশ্য প্রয়োজনে থেকে যাবো সহচর
মিলবেনা এক হয়েও ঢেউ আর সৈকত

রীতি-নীতি ভেঙে তুই, পারবি কি থামাতে
অধি-যুগ পার করে ছুঁয়ে দিতে আমাকে
ভেবে ভেবে সামান্য সময়ের পরিচয়
প্রমাদের ঘর বাঁধে স্থান ও অনন্ত ।

ভালোবাসা জুড়ে আছে সৃষ্টির মাহাত্ম্য
কেউ কাছে কেউ দূরে জ্ঞানাতীত-অনন্য
অগণিত আবরণে সমুচিত স্ব-শৃঙ্খল;
সীমানার হাতকড়ায় ভাঙাগড়ার মুহূর্ত ।

অজ্ঞাত তারা তুই ভালোবেসে দুর্লভ !
হাজারো রূপায়ণে মাঝে মাঝে দেখা মেলে
সাজানো গোছানো এই বিজল্প-বিপ্লব।






অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্র: তারকাময় রাত/ভিনসেন্ট ভ্যান গখ(১৮৮৯)

মন্তব্য ৪৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪

শায়মা বলেছেন: বিজল্প নাকি বিকল্প ভাইয়া???

তোমার কবিতা পড়তে খুব ভালো লাগে ।:)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১

অন্ধবিন্দু বলেছেন:
“বিশেষ জল্প/জল্পনা” , শায়মা। জেনে আনন্দিত হলাম। ভালোলাগা আনন্দ হোক... উপলব্ধি হোক ...। শুভ কামনা রইলো।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৮

আবু শাকিল বলেছেন: কবিতা ভাল লাগল ভাইয়া।
অনেকদিন পর আপ্নার লেখা পেলাম।
ভাল থাকবেন।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৬

অন্ধবিন্দু বলেছেন:
শাকিল,
ভালো আছেন নিশ্চয়ই ! হুম, ব্লগে খুবই কম আসছি। ভালোলাগা দিতে আনন্দিত, অন্ধবিন্দু। আপনিও ভালো থাকুন সুন্দর থাকুন।

শুভ কামনা।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

ড্রীমার বলেছেন: এটাকি ভিনসেন্ট গ্যগেকে নিয়ে লিখা Starry Starry Night গানটার অনুবাদ!

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

অন্ধবিন্দু বলেছেন:
না ! ড্রীমার, অনুবাদ নয়। লেখাটির সাথে প্রাসঙ্গিক লাগলো তাই ছবিটির ব্যবহার। তবে এই গানটি(লিংকের) অনেক ভালোলাগার।

শুভ কামনা রইলো।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮

বিদ্রোহী বাঙালি বলেছেন: কবিতার ভাবটা abstract হলেও যথার্থ হয়েছে। হতাশার কারণকে আপনি সীমানা ছাড়িয়ে বিশ্বজনীন করে দিয়েছেন।
কবিতায় allegory হিসাবে অজ্ঞাত তারাটা যেন একজন দেশপ্রেমিক নাগরিকের প্রতিনিধিত্ব করছে।
যেকোনো পাঠকের চোখ 'বিজল্প-বিপ্লব' শব্দ দুটোয় এসে আটকে যাওয়ার কথা। কারণ এই শব্দ দুটোই পরিষ্কার করে দেয়ার জন্য যথেষ্ট যে, চারদিকে কী হচ্ছে। স্বার্থ, ক্ষমতা, মসনদ, সম্পদ এগুলোর জন্যই আজ তারা বিজল্প-বিপ্লবে লিপ্ত। কিন্তু অজ্ঞাত তারা এসব না জেনেই ভালোবাসে দেশটাকে। জানলেও হয়তো ভালোবেসেই যাবে যার কারণটা আপনার একটা পঙক্তিতেই উঠে এসেছে,
ভালোবাসা জুড়ে আছে সৃষ্টির মাহাত্ম্য
নেতিবাচকের মধ্যেও হয়তো তার ভালোবাসাটা ইতিবাচক হয়ে আশার আলো দেখাবে নৈরাজ্যের এই সংসারে।
গভীর অনুভূতিকে কবিতায় রূপান্তর করেছেন। শব্দ এবং পঙক্তির পরতে পরতে যেন অনেক হাহাকার লুকিয়ে আছে। আপনার নিম্নোক্ত উচ্চারণেও সেটা প্রমাণিত।
স্মৃতিটুকও ভুলিয়ে যদি দেয় নির্বেদ
যদিও মনে হচ্ছে এর অন্তর্নিহিত তাৎপর্য আমি ধরতে পারি নাই। তারপরও অনেক ভালো লাগা একটা কবিতা অন্ধবিন্দু। ভাবের দুর্বোধ্যতাও অনেক সময় কবিতাকে মহিমান্বিত করে দেয়। কারণ বিজ্ঞ পাঠক তখন কবিতার শব্দ আর পঙক্তিতে আবদ্ধ হয়ে যায় এর গূঢ়ার্থ উন্মোচনে। নিরন্তর শুভ কামনা রইলো অন্ধবিন্দু।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৫

অন্ধবিন্দু বলেছেন:
বিদ্রোহী বাঙালী,
পাঠকের গভীর-পঠনে ও প্রকাশে শ্রদ্ধা জানাই। বিজল্প-বিপ্লবের সূত্র ধরে আপনার মন্তব্যে দেশ মাতৃকার প্রতি যে নিঃশর্ত ভালোবাসা ও দায়িত্বের কথা উঠে এসেছে; জেনে আশান্বিত হলেম, ভরসা পেলাম।

আমি সহজেরে ভালোবাসি কিন্তু জগত-মহাজগত-সৃষ্টির আবরণমোচনে বোধের ব্যাপ্তি যতো গহনে প্রবেশ করে ততই যে দুর্বোধ্য হতে থাকে ! তবে এই যাত্রায় নিয়মিত সঙ্গ দিলে দুর্বোধ্যতা নিশ্চয়ই কেটে গিয়েছে এবং যাবে।

মঙ্গল হোক সদা। সবুজ থাকুন এমনি করে।

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৮

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




ভ্যান গ্যঁ 'য়ের "তারকাময় রাত" ( দ্য ষ্টারী নাইট ) এর মতোই ক্ষেপাটে কবিতা । দূর্বোধ্য শব্দে "পেট্রল বোমা"র মতো জ্বলজ্বলে তারাদের মতোই কবিতাটি রীতি-নীতি ভেঙে , পারবে কি থামাতে ; সন্ত্রাস পার করে ছুঁয়ে দিতে আমাকে?

হয়তো পারবে ! অজ্ঞাত তারা জমিনের অবয়বকে ভালোবেসে ফেলেছে যে !

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০

অন্ধবিন্দু বলেছেন:
আহমেদ জী এস,

শব্দ দুর্বোধ্য হলে জনসমর্থন পাবে কি করে ? সে-তো অজ্ঞাতই থেকে যাবে অথবা তাঁর অবয়ব হবে তৃতীয় শক্তির মতো ! হাহ হা হা। আমিও আশাবাদী আপনার মন্তব্যটির মতোই।


প্রকৃতির রীতি-নীতি ভাঙতে নেই, বদলাতে নেই। তাতে অসুন্দর হয়।। ডেইলি মেইলের লিখাটি চোখে পড়লো- View this link

ভালো থাকা চাই।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

সুমন কর বলেছেন: ভীষণ কঠিন !!

সময় করে অাবার পড়তে হবে, যদিও ৪ নং মন্তব্যে কিছুটা খোলাসা হয়েছে।

অনেকদিন পর পোস্ট দিলেন। ভাল অাছেন তো?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৯

অন্ধবিন্দু বলেছেন:
সুমন,
ভালো আছি। ব্লগে লগিং করলে পোস্ট পড়ার চেষ্টায় থাকি তাই আর পোস্ট দেওয়ার মতো সময় পাই-নে। সাথে আছেন জেনে আনন্দিত হলাম।

শুভ কামনা রইলো।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:৫৪

মনিরা সুলতানা বলেছেন: একদম বিমূর্ত চিত্রকলার মত ...
বিমূর্ত কবিতা ...

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫০

অন্ধবিন্দু বলেছেন:
মনিরা সুলতানা,
মূর্ত থাকাটা কখনো কখনো নিজেকে পরাধীনতার যাতনায় ক্লিষ্ট করে ...

শুভ কামনা রইলো।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৮

জাফরুল মবীন বলেছেন: ভালোবাসা জুড়ে আছে সৃষ্টির মাহাত্ম্য
কেউ কাছে কেউ দূরে জ্ঞানাতীত-অনন্য
-অসাধারণ!

কবিতায় শব্দের কারুকাজ ও কবি ভাবনায় মুগ্ধ হলাম।

অভিনন্দন ও শুভকামনা জানবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
জনাব মবীন,
এ ধাঁধায় আটকে গেলে ভাবনার মাংসপিণ্ডে আল্পনা আঁকে সাড়াশব্দহীন শব্দ। হাহ হা ... শুভ কামনা রইলো। ভালো থাকুন নিরাপদে থাকুন।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩০

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভালোবাসা জুড়ে আছে সৃষ্টির মাহাত্ম্য
কেউ কাছে কেউ দূরে জ্ঞানাতীত-অনন্য++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
শুভকামনা সতত, বঙ্গভূমির রঙ্গমেলায়।

১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৩

তুষার কাব্য বলেছেন: ভাল লাগল খুব ...

শুভকামনা জানবেন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৪

অন্ধবিন্দু বলেছেন:
তুষার কাব্য,
মন্দলাগার এই সময়টাতে ভালোলাগা দিতে পেরে সুখানুভব হলো।।

ভালো থাকুন। চিরসবুজ থাকুন।

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

স্বপ্নবাজ অভি বলেছেন: ভালো লাগা জানবেন !

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নবাজ অভি,
ভালোলাগা সাদরে গ্রহণ করলুম। ভালো আছেন নিশ্চয়ই !

সুস্থ ও সুস্দর থাকুন; কামনা করি।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

কলমের কালি শেষ বলেছেন: অসাধারণ কবিতায় অনেক ভালোলাগা । ++++

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
প্রতিটি ভালোলাগা উপলব্ধির হোক, সুন্দর হোক ...

শুভ কামনা রইলো।

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৫

ঢাকাবাসী বলেছেন: আমার মাথা মোটা তো তাই একটু কঠিন লাগল তবে শব্দচয়ন ভাল লাগল্।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
উম হু ! ঢাকাবাসীর মাথা মোটা মানতে পারলুম নে। বরং বলতে পারি কঠিনে বাস করতে করতে সব কঠিন করে ফেলেছি হয়তো ! হা হাহ হা।

শুভ কামনা রইলো।

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১২

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




লিংকের বক্তব্যটি আমি জানি আগেই । এ কথাটিই আপনাকে লিখেছি " ভ্যান গ্যঁ 'য়ের "তারকাময় রাত" ( দ্য ষ্টারী নাইট ) এর মতোই ক্ষেপাটে " কারন যারা "নাসা" র সাইটে গ্যালাক্সিগুলোর ছবির সাথে অভ্যস্ত তারা ভ্যান গ্যঁ 'য়ের ঐ ছবিটি দেখে বলে উঠবেই - "আরে....আরে এতো দেখি পুরো গ্যালাক্সি ভরা মহাকাশটাকেই এঁকে ফেলেছে !"

দুর্বোধ্য চতুর্দিকের মাঝে যতোটুকু ভালো থাকা যায় , আছি .....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

অন্ধবিন্দু বলেছেন:
সে আমি বুঝতে পেরেছিলুম, আহমেদ জী এস। ডেইলি মেইলে গতকাল পায়চারি করছিলুম, চোখে পড়লো; যেহেতু প্রাসঙ্গিক তাই লিংকটি এখানে শেয়ার করে রাখলুম ! ...


প্রার্থনা করছি- অস্থিরতা/নৃশংসতার অবসান ঘটুক। মহান আল্লাহতায়ালা আমাদের সহান হোন।

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৬

জাহাঙ্গীর.আলম বলেছেন:
श्रद्धा मनुष्य

মানবে বিশ্বাস ৷



মানুষ জাগবেই.....

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:২১

অন্ধবিন্দু বলেছেন:
নিশ্চয়ই ! মানুষ জাগবে। জাগতে-যে তাকে হবেই। প্রকৃতি তার ভারসাম্যের পরিপন্থী সকল আচারে প্রতিবারই বাধ সেধেছে বলে বিশ্বাস করি। তবে-

দীঘল রাতের শ্রান্তসফর শেষে
কোন দরিয়ার কালো দিগন্তে আমরা পড়েছি এসে?


ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ কামনা রইলো।

১৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:০৭

জুন বলেছেন: আপনার কবিতাটি অসাধারন পান্ডিত্যময় তবে ভারাক্রান্ত হয়ে উঠেনি অন্ধবিন্দু।
সত্যি আপনার যে কোন লেখা তা কবিতাই হোক আর যাই হোক খুব ভালোলাগে সাথে আপনার মন্তব্যগুলো তো অসাধারন ব্যঞ্জনাময় :)
+

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২২

অন্ধবিন্দু বলেছেন:
জুন,
অতি ক্ষুদ্র সামান্য জ্ঞানের মানুষ আমি, পাণ্ডিত্য-তো নেই বললেই চলে। তবে ধৈর্য-শ্রম-বিনিয়োগে চেষ্টা করে চলেছি ... পরন্তু এক জীবন যে খুবই কম এই অজানার অন্তহীন মহাসমুদ্রে ...

আপনাদের ভালোলাগা ও উপলব্ধিতে কৃতজ্ঞতা রইলো।

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

এম এ কাশেম বলেছেন: চমৎকার শব্দ চয়নে ভাবের সাবলীল গতিময়তা
খুব ভাল লেগেছে,

শুভেচ্ছা নেবেন কবি।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১

অন্ধবিন্দু বলেছেন:
ভালোলাগায় আনন্দিত, এম এ কাশেম।
শুভ কামনা রইলো। ভালো থাকুন।

১৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৩৭

নেক্সাস বলেছেন: সাবলীল ছন্দে কবিতায় মুগ্ধ পাঠ। বিজল্প শব্দ জানা হল।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
মুগ্ধতায় আমিও মুগ্ধ হলেম, নেক্সাস। শুভ কামনা রইলো, ভালো থাকুন।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৯

প্রোফেসর শঙ্কু বলেছেন: উপভোগ করি আপনার লেখা।

এবারেও ব্যত্যয় ঘটে নি।

ভাল আছেন নিশ্চয়ই?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৪

অন্ধবিন্দু বলেছেন:
প্রোফেসর শঙ্কু,
অ্যানাইহিলিন-টা কিছুক্ষণের দেয়া যায় কী ! অদৃশ্য হতাম অথবা করতাম ... ভালো থাকতে চাই-যে ! হাহ হাহ হা। সামহোয়‍্যার ইন...ব্লগে আসলে প্রোফেসর শঙ্কুর খোঁজ করি; নিয়মিত লিখার আর্জি রইলো।


শুভ কামনা।

২০| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৮

তাশমিন নূর বলেছেন: কোথায় থাকেন আপনি? আপনার লেখা পড়ার জন্য উন্মুখ হয়ে থাকি। বরাবরের মতোই ভালো লাগা রেখে গেলাম। ফেসবুকে একটা আইডি খুলেছেন, তাও মনে হয় ভদ্রতা করে! :D

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৬

অন্ধবিন্দু বলেছেন:
জেনে আনন্দিত হলাম, তাশমিন নূর। সময়ের বড্ড অভাব তাই অন্ধবিন্দুর ব্লগ/ফেসবুকে সময় দিতে পারছি নে ...

আপনি ভালো থাকুন, শুভ কামনা রইলো।

২১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

মোঃ ইসহাক খান বলেছেন: বেশ চমৎকার।


শুভেচ্ছা রইলো।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
ভালো থাকুন, ইসহাক। চমৎকার থাকুন ...
শুভ কামনা।

২২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪৮

এহসান সাবির বলেছেন: শুভ বসন্ত।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:০৬

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ, সাবির ! আপনাকেও শুভেচ্ছা জানালুম।
ভালো থাকবেন।

২৩| ১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৮

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার লাগল ।

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
আরেহ! পুরনো লেখাতে মন্তব্য করলেন! আজাদ, অবাক করে দিলো আমাকে।

শুভ কামনা রইলো। :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.