নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

ফাগুনের আগুন ত্রাসে

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৯


পুড়িয়ে দেবার ভয় দেখিয়ে দাহ্য করেছ আমায়
পুড়তে পুড়তে অনল হয়েছি, ক্ষোভ-শঙ্কা-দ্বিধায়

সইতে পারিনি, হিয়ায় সয়েছি খিল এঁটে এ-ব্যথায়
প্রতিটি ব্যথা ধাত হয়েছে, আঘাত করেছ যেথায়।
শুনো নি কথা আহত করেছ, যতোটা ছিলো শোনার
হো-হো হাসিতে বারুদ ছুটেছে, বিকিয়ে উচ্চ-নিনাদ
কণ্ঠ চিড়ে ও-ই তামাশা দেখাই-
শুনো বিদ্ঘুটে হুৎকার !!

অনাথ করেছ দেবতা সেজে, বিলাপে গেয়েছি ভজন
পোয়াতি গতর আজ বুঝে গেছে, সকল-রকম বলন
নিয়েছি অনেক অশ্রু চোখে, তবুও ছাড়ি নি আশ।

কাফন-পাতায় বিদায় লিখিনি, লিখেছি আহব-মান
স্বজনহারা বক্ষপটে উথলে ওঠেছে প্রাণ
শপথ করে প্রত্যহ তারে
দেবো না সৎকার।।

ললাটে এঁকেছি অগ্নি তিলক, মনশ্চক্ষের কাল
লেপ্টে আছে হেথা থরে থরে; দুঃস্মৃতি লেলিহান
মুখ আঁকতে ছাই এঁকেছি তাই; নিথর নির্বিকার !

রাজাধিরাজ,
চেয়ে দেখো ওতে আঁচল পেতেছে-
শ্বেত পায়রার ঝাঁক।

আজ ফাগুনে পুড়ে যেতে চাই;
আগুন হয়ে বয়ে যেতে চাই, স্বর্গ-মর্ত্য-পাতাল
বুকের সাথে জাপটে ধরে তোমারি রক্ত-মাংস-হাড়
এই ফাগুনের আগুন ত্রাসে পুড়ে যেতে চাই
পুড়ে যেতে চাই, আবার।

Oh dear ! How far is your flame and fear
Ornate light impair me for blend with fire
bitterest Tune Touching them down and
Someone say- It doesnt matter !

Round in my head, Why blood thinks red
All disappeared, gone into bed
lone survivor seem no one was there
still hasn't called- No More ! No More !

Oh dear, I beseech ... No More ! More ...








১ ফাল্গুন ১৪২১
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

চিত্রটি অন্তর্জাল থেকে সংগ্রহ করা হয়েছে।

মন্তব্য ৪৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: আজ এই ফাগুনে পুড়ে যেতে চাই;
আগুন হয়ে বয়ে যেতে চাই, স্বর্গ-মর্ত্য-পাতাল
বুকের সাথে জাপটে ধরে তোমারি রক্ত-মাংস-হাড়
আমি আজ এই ফাগুনের আগুন ত্রাসে পুড়ে যেতে চাই

সুন্দর । +

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

অন্ধবিন্দু বলেছেন:
সুন্দর স-ব-ই সুন্দর ...
ভালো থাকুন, সেলিম।

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৩

কলমের কালি শেষ বলেছেন: ললাটে এঁকেছি অগ্নি তিলক; মনশ্চক্ষের কাল
লেপ্টে আছে হেথা থরে থরে দুঃস্মৃতি লেলিহান
মুখ আঁকতে ছাই এঁকেছি তাই; নিথর নির্বিকার !


আহা কেমন বিমর্ষ চরণ !

কবিতায় ++++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
শোক শক্তি হবে। ভালোলাগা আমাদের সাধ্য হবে ...

ভালো থাকুন অহর্নিশ।

৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

ঢাকাবাসী বলেছেন: কবিতায় ভাল লাগা। +++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
আপনার ভাল লাগা আমারও ভাল লাগলো, জোর পেলুম।

শুভ কামনা।

৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দারুণ কবিতা+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:১৮

অন্ধবিন্দু বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায়,
আপনারা পাঠক দারুণ। দারুণ করে পড়েন ...

শুভ কামনা রইলো।

৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৭

শাহ আজিজ বলেছেন: ---- ফাগুন গতকাল শর্ট পইড়া গেছে , পেট্রোল আইনা দেই বস ????

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩২

অন্ধবিন্দু বলেছেন:
শাহ আজিজ,
উত্তর রাখা আছে লিখায়। চাইলে দেখে নিতে পারেন। না-কি বলবেন “ইচ্ছা নাই” ! হাহ হাহ হা ...


৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৮

প্রোফেসর শঙ্কু বলেছেন: ফাগুনের আবার আগুনের ভয়!

হাহাকার আর অপেক্ষার ইঙ্গিত পেলুম। সাজান গোছানো একটা লেখা। উপভোগ্য।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩০

অন্ধবিন্দু বলেছেন:
প্রোফেসর শঙ্কু,

সাজানো-গোছানো সংসার/ জ্বলে পুড়ে যদি হয় ছারখার
ফাগুনের আগুন হায়/ সইবে কি আদতে কৃষ্ণচূড়ার হাহাকার !

অপেক্ষা ! নিশ্চয়ই ... পুড়ে-পুড়ে একদিন শুদ্ধ হতেও পারি। জীবন মাত্রই অপেক্ষা ...

৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: মুগ্ধ পাঠ।
ভালো লাগল। ভাল লাগার রেশটা অনেকটা সময় জুড়েই ছিল।
+++

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

অন্ধবিন্দু বলেছেন:
দিশেহারা রাজপুত্র,
ভাল থাকুন সাথে নিয়ে ভাল লাগার রেশ
সুস্থ ও সুন্দর থাকুক আমাদের বেঁচে থাকার পরিবেশ।

শুভ কামনা রইলো।

৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

সুমন কর বলেছেন: চমৎকার কবিতা !

আজ এই ফাগুনে পুড়ে যেতে চাই;
আগুন হয়ে বয়ে যেতে চাই, স্বর্গ-মর্ত্য-পাতাল
বুকের সাথে জাপটে ধরে তোমারি রক্ত-মাংস-হাড়
আমি আজ এই ফাগুনের আগুন ত্রাসে পুড়ে যেতে চাই



৫ম ভাল লাগা।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪১

অন্ধবিন্দু বলেছেন:
সুমন,

ভালোলাগা বেঁচে থাকুক। চমৎকার থাকুক।

শুভ কামনা রইলো।

৯| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: যেভাবে তাদের সংখ্যা বাড়ছে, তাতে নিজে পুড়ে কয়জনকে পোড়াতে পারবেন জানি না। তবে অন্তত একজনও যদি পুড়ে ছাই হয়, তাও সার্থক। দগ দগে ক্ষতগুলোতে আর কত নুনের ছিটা সইতে হবে বলতে পারেন? আবেগের কাছে বিবেক আর কতখানি পুড়লে সেটা খাঁটি সোনা হবে জানা আছে আপনার?
তবুও বিবেকবান মানুষের কলমের আঁচড় অব্যাহত থাক এটাই প্রত্যাশা। শত নিরাশার মাঝে এই আঁচড় কিছুটা হলেও আশার সঞ্চার করে বৈকি। কবিতা ভালো লাগলো অন্ধবিন্দু। ফাগুনের আগুনে জ্বলে পুড়ে সব নিঃশেষ হয়ে যাক, তবুও দেশটা টিকে থাক। নিরন্তর শুভ কামনার রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০০

অন্ধবিন্দু বলেছেন:
বিদ্রোহী বাঙালি,
শুধু আমাদের দেশ-ই নয় পুরো বিশ্বটাই পুড়ছে
আমি আবার শুদ্ধ হবো বলে ...

সাহিত্য ও বিজ্ঞানের ইতিহাসে বহুবার আমরা একটি উত্তরের সাথে দেখা পেয়েছি এবং পেয়ে চলেছি। প্রত্যেক ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া।

অন্ধবিন্দু প্রত্যাশা করেন-
শুধু আমাদের দেশ-ই নয় পুরো বিশ্বটাই পুড়ছে
আমরা আবার শুদ্ধ হবো বলে ...

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৬

বিদ্রোহী বাঙালি বলেছেন: বিপরীত প্রতিক্রিয়াটা যত তাড়াতাড়ি হবে, ততই মঙ্গল।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
বিদ্রোহী বাঙালি,

প্রার্থনা করি কর্মে/ প্রার্থনা আমার মর্মে
মঙ্গল হোক মঙ্গল হোক মঙ্গল হোক ...

আপনাদের কথা আমাকে ভাবায়, আলোড়িত করে। বর্ণিল হই নিত্য-নূতন অন্তর্দৃষ্টির মুক্তচিন্তায়। ধন্যবাদ সবাইকে।

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অন্যরকম ধাঁচের লেখা ।

শুভেচ্ছা

ভালো থাকবেন

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
নাজমুল,
অনেকদিন পর দেখলুম আপনাকে ! আশাকরি ভালো আছেন।

সতত সুন্দর ও সুস্থ থাকুন কামনা করি।

১২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৫

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:





প্রতিটি ছত্রে ভালো-লাগা...

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৯

অন্ধবিন্দু বলেছেন:
মাঈনউদ্দিন মইনুল,
ওয়াল্ট হুইটম্যান বলছেন- সিমপ্লিসিটি ইজ দ্যা গ্লোরি অফ এক্সপ্রেশ্যন।

ভালো থাকুন। সহজ থাকুন।
শুভকামনা।

১৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

অরুদ্ধ সকাল বলেছেন:
ভ্রাতা কবি
পুড়িয়ে গেলে আপনার কবিতা তো পড়তে পারবো নে,

কবিতা পড়িতে পড়িতে খানিকটা সংকিত হইলাম। তবে ভালো লিখিয়াছেন।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

অন্ধবিন্দু বলেছেন:
অরুদ্ধ সকাল,
কারও পৌষ-মাস, কারও সর্বনাশ। এই-তো প্রকৃতির খেলা। আমরা ভাসাই তা-তে ভেলা ... শুভ কামনা রইলো আপনি ভালো থাকুন।

(এমনিতেই মুখ লুকিয়ে চলি। কবি কবিতার কথা না-ই বলেন; কবিতা নাই, আছে পড়ে খুলি)

১৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২০

চার্লি বলেছেন: আঘাত হেনেছেন গহীনো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

অন্ধবিন্দু বলেছেন:
জনাব চার্লি,
দেয়ালে পিঠ ঠেকে গেলে ভাঙা হাতও আঘাত হানতে জানে হয়তো।

ভালো থাকুন সতত; কামনা করি।

১৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগা রইলো।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫০

অন্ধবিন্দু বলেছেন:
জনাব হাসান,
অঙ্গার-চিত্তে আপনার ভাল-লাগা গ্রহণ করিলাম। আমাদের শোক শক্তি হবে, ক্লেশ... বেদনা ... দৃঢ়-মুষ্টি হবে এই কামনায় ...

ভালো থাকুন সবুজ থাকুন।

১৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৯

অরুদ্ধ সকাল বলেছেন:
পৌষ মাস আর সর্বনাম দুজন দুজনার বন্ধু

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৬

অন্ধবিন্দু বলেছেন:
আমি বলি তারা দুটি রাজনৈতিক দল, বিনা-ভোটে পর্যায়ক্রমে শাসন করিতেছে ! হাহ হা হাহ ...

১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:১২

তুষার কাব্য বলেছেন: চমৎকার লেগেছে বিদ্রোহের কবিতা!

শুভকামনা জানবেন।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:২৬

অন্ধবিন্দু বলেছেন:
তুষার কাব্য,

শোক শক্তি হবে। ভালোলাগা আমাদের সাধ্য হবে ...

ভালো থাকুন প্রতিক্ষণ।

১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৬

জাফরুল মবীন বলেছেন: কবিতাটা এতটাই ভাল লেগেছে যে ফেসবুকে শেয়ার করলাম।

অভিনন্দন ও ধন্যবাদ কবি।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪১

অন্ধবিন্দু বলেছেন:
জয় হোক সত্য ও সুন্দরের। আপনাদের মূল্যবান সময়ের জন্যও ধন্যবাদ জানাই। ভালো থাকুন আপনি, জাফরুল মবীন। শুভ কামনা রইলো।

১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৩১

আবু শাকিল বলেছেন: কবিতায় চমৎকার ভাল লাগা।+

আজ এই ফাগুনে পুড়ে যেতে চাই;
আগুন হয়ে বয়ে যেতে চাই, স্বর্গ-মর্ত্য-পাতাল
বুকের সাথে জাপটে ধরে তোমারি রক্ত-মাংস-হাড়
আমি আজ এই ফাগুনের আগুন ত্রাসে পুড়ে যেতে চাই

পুড়ে যেতে চাই, আবার।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ২:৪৩

অন্ধবিন্দু বলেছেন:
আবু শাকিল,

অস্থির সময়টা কেটে যাক; চমৎকার হোক দিনগুলো ...
শুভ কামনা।

২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০১

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:




বোধনের খুব কাছে
দুখ অনলের আঁচে,
তোমার আমার জীবনগাঁথা
একই সুতোয় রইল বাঁধা,
একই আলোয় হাসবো বলে
সুপ্ত সময় বাঁচে!



একাত্মতা/ভালোলাগা জানাই।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫১

অন্ধবিন্দু বলেছেন:
স্বপ্নচারী গ্রানমা,
আপনার মন্তব্যে থাকা “একাত্মতা” শব্দটির অভিপ্রায় আমাকে তৃপ্ত করলো। কৃতজ্ঞতা।

২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৮

দীপংকর চন্দ বলেছেন: পুড়ে যেতে চাই, আবার।

পুড়ে যাওয়াই হয়তো নিয়তি আমাদের!

যে নিয়তি নিজ হাতে বেঁছে নিযেছি আমরা!

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০২

অন্ধবিন্দু বলেছেন:
দীপংকর,

শুদ্ধতার আগুনে রোজ পুড়তে চাই ...

শুভ কামনা রইলো।

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৪২

প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল। ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৬

অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,

ভালো লাগাটি শক্তি হোক ...

শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.