নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

ভালোলাগা সামলে রাখুন

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২৩


ভাঙাচোরা গ্রন্থের সমুদয় পাপ, সাহিত্য কর্মে-ধর্মে যে-ই সাধনসঙ্গী হতে চাইল। যুগ-ঝঞ্ঝার ফুঁৎকারে লেখক পরিচিতির শেষ অংশে অমনি লিখে রাখা হলো—

ভালোলাগা সামলে রাখুন।

অজানা-অচেনা রাজ্যতে বসবাসের চিন্তা আসল নৈর্ব্যক্তিকভাবেই। ভেবে ভাল লাগছে- বিদ্যমান নেশায় প্রতিনিধিত্ব করছে প্রকাশক্ষম অপব্যাখ্যার রাষ্ট্রীয় সাহিত্যরূপ। দুরূহ তে আচ্ছন্ন রেখে জীর্ণতার গুরুবাক্য পুনঃপ্রকাশ করার অধিকার আমাকে দেওয়া হয় নাই। অথচ আমাকে এ রাজ্যের পরিমিতিবোধ সম্পর্কে নিরীক্ষার দায়িত্বে অভিষিক্ত করা হয়েছে; অনেকটাই আলো-আঁধারির নিসর্গে অতীত চিহ্নিত এক শিল্পালয় এবং বিহ্বলতার প্রাচীর ।

চতুর্দশ শতকের আধাবিমূর্ত প্রাঙ্গণ সুবোধ্য কায়দায় বাতচিত করলো বটে। কিন্তু গাত্রবর্ণে স্বাতন্ত্রিক প্রজ্ঞার সহজাত আভা দেখে কাছাকাছি হতে আপত্তি জানালাম। গুণগ্রাহী অনেকে উৎকৃষ্ট সংযোজন সহকারে সাহচর্য নিয়ে পাশে আসতেই, আমার সাফ জবাব—

ভালোলাগা সামলে রাখুন।

একশত ছয়টি নির্বাচিত অভিঘাত বহুবিচিত্র সম্পাদনায় অনবদ্য হবে, এহেন ইঙ্গিত চার মাত্রার তালে দীর্ঘক্ষণ বেজে চললো। জানি, অন্তত কেউ-না-কেউ তো সাড়া দিবেন নিশ্চয়ই ! সংঙ্কারতিক্ত আমোদ ও পোষিত আস্থা বলে কথা।

মাধুর্য-ঝঙ্কার কাজে লাগাল কি ? নিশ্চিত হবার উপায় নেই। তবে এইক্ষণে উপলব্ধির প্রামাণ্যলিপি সাফল্যের মুখ-মনস্ক চিত্তে প্রায় চকমকিত ! আত্মপ্রচারের দাপট দেখে দু-একটা অধম-নরাধম জয় জয় আহবানে স্বচর্ম পরিত্যাগের ইচ্ছায় উচ্ছ্বসিতও হতে দেখলাম। কথা-চালাচালির শেষ পর্যায়ে, দন্তযুগলে শক্তভাবে সাহিত্যিক শ্রদ্ধা ও সমকালীন ছাতামাথা-সম্মাননা চূর্ণ(পদাঘাত) মেখে আমার সোজাকথা-

আমার পকেটে অর্থ, হস্তে পণ্ডিতি সত্তা, প্রচারণায় হিতবাদী মাধ্যমশক্তি ও সাম্রাজ্যভুক্ত সংগঠন আছে মশাই, হুম ! তাই বলি—

আপনার ভালোলাগা সামলে রাখুন।





অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ
চিত্র:দ্যা গালফ স্ট্রিম-উইন্সলো হোমর

মন্তব্য ৪০ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩৮

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
কঠিন সব শব্দাবলী।

আপনার ভালোলাগা সামলে রাখুন। এটাই সহজ লাগল। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
লিখাটি কিন্তু খুবই সহজ ! হাহ হা...
ভালো থাকুন, বঙ্গভূমির রঙ্গমেলায়।

শুভ কামনা

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৬

এনামুল রেজা বলেছেন: নাহ, ভালোলাগা সামলে রাখা গেলোনা।

শুভোকামোনা। :)

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
সামলাতে হবে, এনামুল। রুখতে হবে ...

ভাল থাকুন, শুভ কামনা।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০

শায়মা বলেছেন: এত কঠিন ভালোলাগা সামলে রাখাই ভালো ।:)

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:১৩

অন্ধবিন্দু বলেছেন:
কথায় যুক্তি আছে !
ভালো থাকুন, শায়মা।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৩

কলমের কালি শেষ বলেছেন: হুম ভালোলাগা সামলে রাখতে হবে কবি !

লেখাতে কঠিন প্রয়াস । :|

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:১৫

অন্ধবিন্দু বলেছেন:
কলমের কালি শেষ,
যা দিনকাল যাচ্ছে ... সামলে রাখাও কঠিন হয়ে পড়বে।

ভালো থাকুন, শুভ কামনা।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪

বিদ্রোহী বাঙালি বলেছেন: ব্যাঙ্গাত্মক ঢঙের মুক্তগদ্য মনে হল। দুর্বোধ্য হলেও ইঙ্গিতটা কিছুটা ধরা যাচ্ছে মনে হয়।

আমার পকেটে অর্থ, হস্তে পণ্ডিতি সত্তা, প্রচারণায় হিতবাদী মাধ্যমশক্তি ও সাম্রাজ্যভুক্ত সংগঠন আছে মশাই, হুম ! তাই বলি—

আপনার ভালোলাগা সামলে রাখুন।


অর্থ হলে পাণ্ডিত্যও খুব একটা দরকার পরে না ইদানীং। ভিতরে নাড়ীভুঁড়ি যা আছে সবই প্রকাশ করে দিতেও অনেকে দ্বিধা করে না। কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্য পাবে মানের দিক থেকে বিবেচনার সময় কোথায়? প্রচারেই প্রসার। কিন্তু তাই বলে সব কিছুইকে পণ্যতুল্য ভাবা কি উচিৎ? জানি না। হয়তো কেউ কেউ সমীচীনই মনে করছে। জ্ঞানের আধারকে আমরা এই মন মানসিকতার দায়ে আঁধারে পরিণতি করে ফেলছি কি তাহলে?
লেখার ভিতরে কতটুকু যেতে পেড়েছি জানি না। তবুও ব্যক্তিগত উপলব্ধিটা শেয়ার করে গেলাম, যার সাথে ভালো লাগাটাও রয়েছে কিন্তু। নিরন্তর শুভ কামনা রইলো অন্ধবিন্দু। ভালো থাকবেন সতত।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
বিদ্রোহী বাঙালি,
সমাজের প্রতিটা স্তরেই অসুস্থ প্রতিযোগিতার অস্থিরতা বিরাজমান। নীতি-নৈতিকতা, মূল্যবোধ উপেক্ষা করে ক্ষমতা খ্যাতি বিত্ত-ই গুরুত্বের সহিত বিবেচনা করছি ! আমি নগণ্য সাধারণ মানুষ সমাধান দেখার চেষ্টা করছি- “আপনার ভালোলাগা সামলে রাখুন”

আপনার ব্যক্তিগত উপলব্ধিটিকে এড়ানোর কোনও উপায় নেই। ন্যায্য প্রশ্ন করেছেন। লিখাটিতে বলা হয়েছিল -“অন্তত কেউ-না-কেউ তো সাড়া দিবেন নিশ্চয়ই !” প্রতিস্পন্দন আসবে একদিন, বিশ্বাস করি।

আপনার সাথে কথা বলে তৃপ্তি পেলুম। ভালো থাকবেন।

৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৬

সুমন কর বলেছেন: চমৎকার কিন্তু পড়তে যথেষ্ট কষ্ট। শব্দগুলো ভেঙে ভেঙে পড়তে হয়েছে।

অাপনার লেখার জন্য ভালোলাগা সামলে রাখতে পারলাম না।

ভালো থাকুন।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪০

অন্ধবিন্দু বলেছেন:
জনাব সুমন,
পড়তে যথেষ্ট কষ্ট হয়েছে তবুও ধৈর্য্য ধরে পড়েছেন জেনে কৃতজ্ঞ হলাম।

ভাল থাকবেন। সুন্দর থাকবেন।

৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

প্রামানিক বলেছেন: চমৎকার লেখা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪২

অন্ধবিন্দু বলেছেন:
প্রামানিক,
ভালোলাগা সামলাতে হবে। তবেই মঙ্গল !

শুভ কামনা রইলো।

৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

আবু শাকিল বলেছেন: আপনার ভালোলাগা সামলে রাখুন।

এইটুকুই বোঝেছি। =p~ =p~ =p~

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
জনাব শাকিল,
এইটুকু বুঝাতে পারলেই লেখাটি সার্থক। আপনার উপলব্ধির প্রতি শ্রদ্ধা রইলো। ভালো থাকবেন। শুভ কামনা।

৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৪

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,




দুরূহ তে আচ্ছন্ন রেখে জীর্ণতার গুরুবাক্য পুনঃপ্রকাশ করার অধিকার আপনাকে মোটেও দেয়া হয় নাই। তথাপিও ভাঙাচোরা গ্রন্থের সমুদয় পাপ বিছিয়ে বিহ্বলতার প্রাচীর গেঁথেই গেছেন ।

চার মাত্রার তাল দীর্ঘক্ষণ বাজিয়ে চলার পরে হস্তদ্বয় ভারাক্রান্ত হলে ভাবলুম ---- তাল সামলে রাখাই ভালো । ।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১২:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
আহমেদ জী এস,

অধিকার দিতে কাগজ কলাম সংবিধান লাগে যে ! তাই আশ্রয়-প্রশ্রয়-সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রশ্রয় পেয়ে মাথায় উঠছে; অতঃপর মগজে গাঁথা হচ্ছে এই সর্বগ্রাসী প্রাচীর। গোলোকায়ন ঠেকানো যাবে না, নিজেকে সামলাতে হবে।

আপনি তাল সামলাতে জানেন জেনে আশ্বস্ত হলাম। নিয়মিত অনুশীলন করবেন আশা করি। শুভ কামনা।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫৬

ঢাকাবাসী বলেছেন: কঠিন শব্দর সমাহার, দা্ঁত বসানো গেলনা, হয়তো ধৈর্যের অভাব!

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০৩

অন্ধবিন্দু বলেছেন:
ঢাকাবাসী,
সাধারণ মানুষের লেখা। অতো ধৈর্য দরে পড়ে কী লাভ ! হাহ হা হা। মজা করলুম। সহজ বা কঠিনে পাশে আছেন। সাথে রাখবেন।

শুভ কামনা রইলো।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫৮

মহামহোপাধ্যায় বলেছেন: আমার পকেটে অর্থ, হস্তে পণ্ডিতি সত্তা, প্রচারণায় হিতবাদী মাধ্যমশক্তি ও সাম্রাজ্যভুক্ত সংগঠন আছে মশাই, হুম ! তাই বলি—

আপনার ভালোলাগা সামলে রাখুন।


বেশ কঠিন কাজ করতে বলেছেন। চেষ্টা করব। দোয়া প্রার্থী B-)

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:০৬

অন্ধবিন্দু বলেছেন:
মহামহোপাধ্যায়,
প্রার্থনা করি- আপনার মঙ্গল হোক। কঠিন কাজের পারিশ্রমিক অতি মিষ্ট হয়। ভালো থাকুন। সুন্দর থাকুন।

শুভ কামনা।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:১১

সচেতনহ্যাপী বলেছেন: আলো-আধাঁরের লুকোচুরি বেশ মজার।। যে খেলতে জানে।।
শেষের লাইন দুটো জবাব ছাড়া।।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১৫

অন্ধবিন্দু বলেছেন:
সচেতনহ্যাপী,
মজা মজায় ফুরাল দিন
জমে গেছে অনেক ঋণ ...

দায়বদ্ধতার প্রশ্নে দুর্বল হয়ে পড়ছি তবুও লিখছি।
ভালো থাকুন, শুভ কামনা রইলো।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৩

এহসান সাবির বলেছেন: আপনার ভালোলাগা সামলে রাখুন।

হুম!!

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:১৭

অন্ধবিন্দু বলেছেন:
জনাব সাবির,

আত্ম-জিজ্ঞাসা রইলো- পারছি কী !

শুভ কামনা।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৮

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
ভালোলাগা সামলে রাখা কঠিন ও কষ্টের!

একরাশ ভালোলাগা রইল তাই, কবিতায়! ++

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২০

অন্ধবিন্দু বলেছেন:
হা ! স্বপ্নচারী গ্রানমা,
আত্ম-নিয়ন্ত্রণ আত্ম-শুদ্ধি ঘটানো বড় কঠিন ও কষ্টের। কঠোর প্রচেষ্টার প্রয়োজন। ভালো থাকুন শুভ কামনা রইলো।

১৫| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৩৭

জুন বলেছেন: ভালোলাগা সামলে রাখুন :-* :-*

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২১

অন্ধবিন্দু বলেছেন:
হুম !

১৬| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনারটাও সামলে রাখার অনুরোধ করা হলো ।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৩

অন্ধবিন্দু বলেছেন:
জনাব সেলিম,
অনুরোধটি এখানে রাখার জন্য আপনাকেও ধন্যবাদ। চেষ্টা করে যাচ্ছি !


শুভ কামনা রইলো, ভালো থাকুন।

১৭| ০১ লা মার্চ, ২০১৫ রাত ৮:৫৬

জুন বলেছেন: মান্নাদের গানটা মনে পড়লো অন্ধবিন্দু । ও চাঁদ সামলে রেখো জোৎস্নাকে..কারও নজর পড়তে পারে..মেঘেদেরওওও....।

০২ রা মার্চ, ২০১৫ রাত ১:২৮

অন্ধবিন্দু বলেছেন:
~এই সবে রাত হয়েছে এখনি অমন হলে
মাঝরাতে আকাশটাতে যাবে যে আগুন জ্বলে
সেই ফাঁকে তুমিও কখন চুরি যাবে
কাকে পাবে বাঁচাতে তোমারে~

গানের কথাগুলো সুন্দর ও শিক্ষণীয়ও বটে !
ভালো থাকুন, জুন। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ।

১৮| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:২৩

লালপরী বলেছেন: আমার পকেটে অর্থ, হস্তে পণ্ডিতি সত্তা, প্রচারণায় হিতবাদী মাধ্যমশক্তি ও সাম্রাজ্যভুক্ত সংগঠন আছে মশাই, হুম ! তাই বলি— কি বোলবেন বলেন কান পাতে রাখলাম :) +++++++++

০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৫৭

অন্ধবিন্দু বলেছেন:
লালপরী,
কী আর বলব বলেন, কী কথা রইলো বাকি ...
কান পেতে আছেন জেনে ভরসা পেলুম। সাথেই থাকুন।

শুভ কামনা রইলো।

১৯| ০৫ ই মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:২৭

রিহানা সাবা খান বলেছেন: Philadelphical লেখা, মনে হচ্ছিল যেন বংকিমচন্দ্রের কোন লেখা পড়তেছি। তবে শে'স মুহুরতে খুব ভাল লেগেছে।

০৫ ই মার্চ, ২০১৫ রাত ৯:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
রিহানা সাবা খান,
প্রতিটি ভালোলাগা উপলব্ধি হোক।

শুভ কামনা রইলো। ভাল থাকবেন।

২০| ০৮ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৯

তাশমিন নূর বলেছেন: লেখাটা কষ্টে-সৃষ্টে বুঝে নেয়া গেল। এখন দাঁত সব ঠিকঠাক আছে কিনা সেটা পরীক্ষা করে দেখতে হবে। :D


ভালো থাকবেন, অথবা ভালো থাকার চেষ্টা করবেন।

১০ ই মার্চ, ২০১৫ রাত ৮:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
তাশমিন নূর,

কষ্ট হলো, তবুও লিখাটির সাথে থাকলেন। ধন্যবাদ রইল। ভালো থাকার চেষ্টায় বিকট হতে না-চাই; সকলের তরে সকলে আমরা, ভালো থাকতে চাই। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.