নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৩৯ (১) ও ৩৯ (২)(ক) এবং মানবাধিকার সনদ(UDHR) এর অনুচ্ছেদ-১৯ ও অনুচ্ছেদ-২৭ বিশেষভাবে উল্লেখপূর্বক; “অন্ধবিন্দু”- ব্লগ পাতাটির লেখককর্তৃক গৃহীত ও ব্যবহৃত একটি ছদ্মনাম মাত্র।

অন্ধবিন্দু

.

অন্ধবিন্দু › বিস্তারিত পোস্টঃ

সখি তোমার লাগি

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫২


রুদ্র মাতম সহসা চুমি
উন্মেষ তব কালিক-জ্যোতি
প্ররোহ প্রয়াসে পর্যদুস্ত, শিকল বিকল যুক্তি বুদ্ধি।

আচার অন্তর দিবস গুনি গুপ্তআত্মার পিরিত খুঁজি
অমৃত বিদিত শূন্য-ভিতর জিন্দা শুদ্ধ মানস গড়ি।
সর্ব স্বরূপ সাধনা বৃত্ত প্লাবন বয়ে অ-ব-তার ভাঙি
যুগ চৈতন্য যোগীর তোড়ে প্রেমবাদের পীড়ন-ভাতি

সখি,
তোমার লাগি তোমার লাগি।

গোলাপী সাহারা আচম্বিতে পিঙ্গল-কেশ সঙ্গ বাঁধি
সুর-অসুর সৃজিয়াছে মনে, পাপ-পুণ্য বিরোধ নাহি ?
এতদপেক্ষা কুৎসিত আপন, কুমারী-বিভায় নিত্য নড়ি
সখি তোমার লাগি, তোমার লাগি গো রোদনধ্বনি উচ্চারি।

দানপ্রাপ্ত রাজ-রাজ্য, দৃশ্যগোচর কল-প্রকৃতি
জীর্ণ ছিন্ন প্রজার বসত, বেহুশ কয়েদ ভিতরেতে
পেরেশান হয় দালাল ফকির। প্রণয় প্রলয় রিক্ত―
ব্যর্থ; সমর সমাজ প্রাণীকুলের। গোষ্ঠীতন্ত্র ভাষ্য―
মতে শাসক শাসিতে শিকারবাদী প্রবলভাবে অবশ্যম্ভাবী।

রক্তবীজ বরণ করি, পিঞ্জর-ভীত বিমুঢ়তা-
স্ববিরোধী, আত্মবিনাশী ? সত্য সমেত মুক্তিকামী
প্রেমিক শর্তে ইহলৌকিক

সখি,
দশের লাগি দেশের লাগি ??

মন্ত্র বিচার ভব্য-রীতি গুচ্ছবদ্ধ বাণিজ্য কিনি
‘শেকড়ভেন্ন সভ্যতা ঐ লাল দালানে ঠাট্টা মারে
আমি শালা বলতে গেলে, অভিজাতদের রব ওঠে’
সহস্রলোচন বর্ণভেদে বাজারজাত তাঁরা প্রতিবাদী
সখি, তোমার লাগি তোমার লাগি
উৎসর্গ হয় বিশ্বব্যাপী।।

বিত্রস্ত মেষ সপিণ্ড ব্যাপন, শরমভাণে লুণ্ঠিত জন-
সখেদ টিপ্পনীর আদেশ পালন। টুকটুকে সাজ সুরভি
ছড়ায়ে শ্বাসে শ্বাসে লয় যুদ্ধ শ্রবণ। ভারার্পিত যৌবন
পোঁচে ময়দা-সুজির উত্তুঙ্গ পেষণ !

সখি,
কাহার লাগি মগ্ন এমন !! আমি কী তবে
জলের ভেতর চেরাগ-জ্বলা পরশ মাখি ?






১০ চৈত্র ১৪২১
অন্ধবিন্দু | সামহোয়‍্যার ইন...ব্লগ

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৮

নেক্সাস বলেছেন: বাহ চমৎকার কাব্য।আধুনিক কাব্য ধারা বিপরীতে এমন লিখা গুলো আবার লিখা হচ্ছে ভাবতে ভাল লাগে। অনেক চমৎকার করে লিখেছেন ভাই

২৪ শে মার্চ, ২০১৫ দুপুর ১:৪১

অন্ধবিন্দু বলেছেন:
নেক্সাস,

কালের প্রহারে প্রতিটি চরিত্রই সময়ের বাসিন্দা। যার পরিবর্তন পরিবর্ধনের সাথে সাথে ভাব প্রকাশের রীতি-নীতি, সংলাপের মাত্রা, শব্দ সাদৃশ্যতারও অনন্যীকরণ ঘটে। আমরা পুরাতন হই আবার নতুন হবো বলেই। এইতো প্রকৃতির সাথে শিল্পী বা লেখকের ধ্যানলোক ও অভিজ্ঞতার বিপ্লব। কাব্যভাষাকে গতিশীল রাখার দায়িত্ব তাই-এ সময়ের বাসিন্দাদের উপরেই বর্তায়। অবশ্য শ্রম-সাধনার চাইতে অনেকটা বেশী প্রচারমুখী হলে বেগ এবং আবেগ দুটোই হারাতে হয় .... আমরা-তো পাঠকই নিখোঁজ করে দিচ্ছি !! হাহ হা

ভালো থাকবেন।

২| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:২৭

তপ্ত সীসা বলেছেন: ++

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩১

অন্ধবিন্দু বলেছেন:
?

৩| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৪

তুষার কাব্য বলেছেন: সখি,
কাহার লাগি মগ্ন এমন !! আমি কী তবে
জলের ভেতর চেরাগ-জ্বলা পরশ মাখি ?


আহ ! কি সুন্দর কথামালা কবি ...

শুভেচ্ছা জানবেন ।

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৪

অন্ধবিন্দু বলেছেন:
তুষার কাব্য,

সুন্দরের জয় হোক, অসুন্দরেরা সুন্দর হোক; কামনা করি মনে-প্রাণে। আপনি ভালো আছেন আশাকরি ! (কবি নই গো, তবে কবিতা ভালোবাসি)

শুভ কামনা।

৪| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৫৬

সুখেন্দু বিশ্বাস বলেছেন: কাব্যে মুগ্ধতা

শুভেচ্ছা রইলো অন্ধবিন্দু

২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৫

অন্ধবিন্দু বলেছেন:
শুভ কামনা, সুখেন্দু। ভালো থাকুন সুন্দর থাকুন।

৫| ২৪ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৮

যুগল শব্দ বলেছেন:
সখি,
কাহার লাগি মগ্ন এমন !! আমি কী তবে
জলের ভেতর চেরাগ-জ্বলা পরশ মাখি ?


দারুন লাগলো আপনার নিচের কথাগুলো...
আমরা পুরাতন হই আবার নতুন হবো বলেই।
ভালোলাগা ++++

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:২৯

অন্ধবিন্দু বলেছেন:
যুগল শব্দ,

ভালোলাগা/দারুণ লাগা উপলব্ধি হোক। সত্য উপলব্ধি ...

শুভ কামনা।

৬| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৮

মনিরা সুলতানা বলেছেন: অনেক সময় নিয়ে বুঝতে হয়
এবং পরের অনুভূতি অবশ্যই ভাললাগার ...

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৪

অন্ধবিন্দু বলেছেন:
মনিরা সুলতানা,

সময় অতি মূল্যবান সম্পদ। ভালোলাগা যদি খুব বুঝে শুনে সত্য সুন্দর উপলব্ধির নাম হয় তবেই সময়টা সার্থক ...

শুভ কামনা।

৭| ২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:১৯

কলমের কালি শেষ বলেছেন: বুঝতে কষ্ট লাগিছে । তবে কবিতা সুন্দর হইয়াছে ।

২৪ শে মার্চ, ২০১৫ রাত ১১:৩৬

অন্ধবিন্দু বলেছেন:
আরও পড়ুন ভাবুন জানুন ... অনেক অসুন্দরও চোখে পড়বে।
শুভ কামনা, কলমের কালি শেষ।

৮| ২৫ শে মার্চ, ২০১৫ রাত ১:৫১

নাসরিন চৌধুরী বলেছেন: কবিতার অনেক শব্দের অর্থই পাঠকের অজানা ---
নীচে যদি শব্দের অর্থগুলোসহ দিয়ে দিতেন তাহলে পাঠকের জন্য কবিতার রস আস্বাদন করা সহজ হত।

একবার পড়েছি---আমার মনে হয় আরও পড়তে হবে ।

শুভ কামনা জানবেন। শুভ রাত্রি

২৫ শে মার্চ, ২০১৫ রাত ২:০৩

অন্ধবিন্দু বলেছেন:
পাঠকের হাতে সুযোগ রয়েছে। চাইলে জানার মাধ্যম রয়েছে। বাকিটা পাঠকের ইচ্ছে ... পাঠক ভালো জানেন ও বোঝেন বোধ করি।

শুভ কামনা, নাসরিন চৌধুরী।

৯| ২৫ শে মার্চ, ২০১৫ সকাল ৭:২৮

জাফরুল মবীন বলেছেন: পড়েছি,ভাবছি এবং বোঝার চেষ্টা করছি।

ধন্যবাদ ভাবনার জগতকে নাড়া দেওয়ার মত একখানি কবিতা উপহার দেওয়ার জন্য।

অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০০

অন্ধবিন্দু বলেছেন:
জাফরুল মবীন,

ক্ষুদ্র মানুষ, ক্ষুদ্র মোর ভাবনা
লিখছি আমাদেরই কথা; না-জানি কবিতা ...

শুভ কামনা। আশাকরি আপনি ভালো আছেন।

১০| ২৫ শে মার্চ, ২০১৫ দুপুর ১২:৪৭

আহমেদ জী এস বলেছেন: অন্ধবিন্দু ,





কুক্ষনে দৃষ্টিসংবণ্ধন হৈতেই উদ্বেগমহাবর্তে পতিতঃ হৈতে হৈল । তথাপি কিং করোমি ! স্বভাবস্যৈ উট্টঙ্কিত হৈআ বাণভট্ট সাজিতে হৈল । কাব্যসন্দর্ভ অক্ষরডম্বর হৈলেও ধ্বনিসার হয় নাই । ইহার গুঢ়ার্থোন্যুদ্রনাং কথারসাবিঘাতেন একটি কাব্যংশস্য যোজনা করিলাম –
আচম্বিতে এক অন্ধখঞ্জর বংশী বাজাইল
শুনি ব্লগারগণের প্রেমাবেশ হৈল,
অচেতন হঞা ব্লগকুল ভূমিতে পড়িল
মুখে ফেন পড়ে নাসায় শ্বাস রুদ্ধ হৈল ।।

( অনেকের মতো আমারও এই অবস্থা । আপনি নিশ্চয়ই হিস্টরি লেখেন নি , লিখেছেন বায়োগ্রাফি । জীবনচরিত লেখার আর্ট সনাতন পথ ছেড়ে একরকম এ্যাবষ্ট্রাক্ট হওয়াতে মাথার উপর দিয়ে সবেগে চলে গেছে । )

২৬ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪৪

অন্ধবিন্দু বলেছেন:
চেতন নিয়াও যারা অচেতন-ভান ধরে
বলো সখি আমি তাদের বাজাইবো কোনখানে ?


আহমেদ জী এস,
কি খবর গো ! ভালো আছেন নিশ্চয়ই। “হয় নাই” বললে-তো আর হয় না। না-হয় যাতে সে জন্যই বলছিলুম। কথা বাড়াবো না, কারণ আপনার মাথা দেখছি না যে ! কোথায় লুকিয়ে রাখেন মশাই। দিনকাল মন্দ সেজেছি সবাই অন্ধ ... হো হো হো

শুভ কামনা।

১১| ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪০

বিদ্রোহী বাঙালি বলেছেন: 'সখি' কে মনে হল কিছুটা বহুমাত্রিক রূপক হিসাবে ব্যবহার করেছেন। তবে এই রূপকের আড়ালের ক্ষমতার মোহকে প্রকট মনে হয়েছে।
পুরো কবিতাটিই কিছুটা স্যাটায়ার টাইপের মনে হয়েছে। কবিতাটি যে পুরোপুরি বুঝি নাই সেটা স্বীকার করে নিচ্ছি। তবে আবছা আবছা যা বুঝেছি তাতে মনে হল, দিবস নির্ভর আমাদের চেতনা, অন্ধ দলপ্রীতি, পরিবারতন্ত্র, ক্ষমতার বাণিজ্যিক করণ ইত্যাদিকে ইঙ্গিত করেছেন যার সবই ক্ষমতার মোহে আবর্ত হয়।
তবে শেষে এসে মনে হল একটা আক্ষেপও ঝরে পড়েছে মূলত যারা শুদ্ধ প্রতিবাদী তাদের নিয়ে। মনে হল তাদের প্রতিবাদকে অরণ্যে রোদন হিসাবে আপেক্ষ করলেন।
কবিতাটি বেশ কয়েকবার পড়েছি। কিছু শব্দের অর্থ খুঁজে নিতে হয়েছে। তারপরও পুরোপুরি বুঝতে ব্যর্থ হয়েছি। সেটা সমস্যা না। কারণ কবিতা বুঝার চেয়ে অনুভব করাই বেশী গুরুত্বপূর্ণ। আধুনিক কবিতার প্রথাবিরোধী আপনার এই কবিতা আমি যথেষ্ট উপভোগ করলাম অন্ধবিন্দু। নিরন্তর শুভ কামনা রইলো।

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭

অন্ধবিন্দু বলেছেন:
বিদ্রোহী বাঙালি,

প্রহসন দেখছি প্রহসন লিখছি আর প্রহসনে চটাচ্ছি ! হাহ হাহ হা। ব্যর্থ হোন নাই গো। পুরোপুরি সফল হওয়ার পথেই আছেন। নিজেকে নিয়েই এইসব স্যাটায়ার এবং নিজগুনা সমাচার ...

অজ্ঞাত অখ্যাত লেখা লেখকের জন্যে আপনি আপনার মূল্যবান সময় ব্যয় করতে কার্পণ্য করছেন না। প্রথাবিরোধী কী আপনিও নন !

কথা হলো কবিতা-ছবিতা কবিরা লিখবেন। আমি আমৃত্যু সাধারণ মানুষ/প্রাণী, ক্ষুদ্র মোর ভাবনা। আমি আমার কথা বলি; আমার ভাষায় বলি। তা শ্রেষ্ঠ হবে, না সর্বনিকৃষ্ট হবে, না অরণ্যে রোদন হবে- সময়ের হাতে ছেড়ে দিলুম।

জয় হোক সত্যের। জয় হোক সুন্দরের।

১২| ২৬ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। ধন্যবাদ

২৬ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৪৭

অন্ধবিন্দু বলেছেন:
ধন্যবাদ গ্রহণ করলাম, প্রামানিক। ভালো থাকবেন।

শুভেচ্ছা।

১৩| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ৯:১১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:

মাদকতাময় লেখা। +++

এবং ব্লগার নেক্সাস এর সাথে সহমত।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪১

অন্ধবিন্দু বলেছেন:
বঙ্গভূমির রঙ্গমেলায়,

ব্লগার নেক্সাসকে উত্তর দিয়েছি, আশা করি পড়েছেন। ভাল থাকুন।

শুভ কামনা রইলো।

১৪| ২৯ শে মার্চ, ২০১৫ রাত ৯:২০

দীপংকর চন্দ বলেছেন: গতানুগতিকতার ব্যতয় দক্ষ হাতের স্পর্শ পেলে অনন্য হয়ে ওঠে।

প্রকাশোন্মুখ ভাব যে কাঠামোতে স্বতঃস্ফূর্ত, তাকে যথার্থভাবে বেঁছে নিতে পারাটাই একজন শিল্পীর সার্থকতার পরিচয়!

ভালো লাগা জানবেন শ্রদ্ধেয়।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। অনেক। সবসময়।

রুদ্র মাতম সহসা চুমি
উন্মেষ তব কালিক-জ্যোতি
প্ররোহ প্রয়াসে পর্যদুস্ত শিকল বিকল যুক্তি বুদ্ধি।

০১ লা এপ্রিল, ২০১৫ রাত ৮:৪৫

অন্ধবিন্দু বলেছেন:
জনাব দীপংকর,

দক্ষ হাত নয়-গো, দক্ষ পাঠকের কল্যাণেই সার্থক হলো সামান্য লিখাটি। শ্রদ্ধার সাথে আপনার ভালোলাগা/উপলব্ধি গ্রহণ করলুম। ব্যস্ত সময় পার করছি তাই আজ আর কথা বলতে পারলুম নে ...

শুভ কামনা রইলো।

১৫| ০২ রা এপ্রিল, ২০১৫ সকাল ১১:৩১

এহসান সাবির বলেছেন: আমি আগেই পড়েছি এটা কিন্তু আপনার নতুন পোস্ট টা কই?

০২ রা এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪৯

অন্ধবিন্দু বলেছেন:
নতুন পোস্ট ? নতুন কোনও পোস্ট-তো করিনি, এহসান সাবির। সাথে আছেন জানি ... সাথেই থাকুন। শুভ কামনা রইলো।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:১১

সায়েম মুন বলেছেন: পুরনো ধাচের সুন্দর কাব্য। ভাল লেগেছে।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৬

অন্ধবিন্দু বলেছেন:
সায়েম,
পুরনো নতুন ওসব কিছুনে। লিখি বর্তমানকেই ...

নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:১০

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: হাজারো কবিতার ভিড়ে অন্যরকম একটা কবিতা। শুভেচ্ছা রইলো।

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৮

অন্ধবিন্দু বলেছেন:
রেজওয়ানা আলী তনিমা,

ভালো আছেন তো ! ভিড় থেকে উঠে আসি আবার সে ভিড়েই মিলে যাই ...
নববর্ষের শুভেচ্ছা ও শুভ কামনা রইলো। ভালো থাকুন শুদ্ধ সতত।

১৮| ১৪ ই এপ্রিল, ২০১৫ সকাল ৮:০২

এহসান সাবির বলেছেন: নববর্ষের শুভেচ্ছা রইল!!

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৫৯

অন্ধবিন্দু বলেছেন:
আন্তরিক ধন্যবাদ, এহসান সাবির। ভালো লাগলো আপনার উপস্থিতি ও শুভেচ্ছা।

১৯| ১৪ ই এপ্রিল, ২০১৫ দুপুর ১২:৪০

সুমন কর বলেছেন: শুভ নববর্ষ !!

১৪ ই এপ্রিল, ২০১৫ রাত ১১:০০

অন্ধবিন্দু বলেছেন:
কৃতজ্ঞতা, সুমন কর। আপনাকেও নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.