নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

অসভ্য মানবতা

২৯ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪২

মৃত্যু ! কত কাছে বসে আছে !

ঘাড়ের উপর সওয়ার হয়ে ,

নিষ্ঠুর জাল পেতে,ও কি ভয়ঙ্কর !

বাঁচার কি যে আকুতি,প্রানান্তকর চেষ্টা

এ পাড়ে আলো,নির্জলা পৃথিবী

নিঃশ্বাস টুকু শুধু ত্যাগের অপেক্ষায় !

হাহাকার,হারানোর বেদনা,হারিয়ে যাবার আর্তনাদ

মৃত্যুর প্রহর গুনা,ওহ !

এও কি সহ্যের মত ?

জীবন কত দামী,রোজিনা জানে ;

না,আমি জানি না,ক্ষমা চাই বোন

আমি সভ্যতার অসভ্য প্রাণী হয়ে গেছি

কীট,জঘন্য,আমি পাষাণ রে।

হয়তো আমি এই-ই,হয়তো নিয়তি-ই তোদের এই

গরীব,ওরে এটা পাপ,জন্মের ভুল

তাই তো,তোকে নিয়ে রাজনীতি হয়

তোর লাশের উপর দিয়ে শপথ হয়।

হায়রে হতভাগা,এর চেয়ে কুকুর হতি

কেউ হয়তো ছুটে এসে কোলে নিতো।

ধিক্কার এই অসভ্য মানবতা

থুঃ থুঃ ,ঘামের দাম রক্ত দিয়ে ?

পিচ ঢালা পথের দাম নর্দমার পানি দিয়ে ?

ধরণী দ্বিধা হও,কপাল ঠুকে দেই।

হাতজোড় করে ক্ষমা মাঙ্গি

ক্ষমা করো বোন রোজিনা,মর্জিনা,

শোকবার্তা দিয়ে,করি তোদের স্বর্গ কামনা।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:১১

তানিম৭১৯ বলেছেন: কেউ কি বলতে পারেন ছবির এই মহিলা বেচে আছেন কি না? খুব জানতে ইচ্ছে করছে। "ভাই আপনারা আমারে বাচাইয়েন" কি আকুতি ছিল তা কন্ঠে। ভুলতে পারছিনা আমাদের আরেক ভাই আলতাফ হোসেনকে যার পিঠের উপর একটা ভারি পিলার পরেছিলো,ভীষন কষ্টে কিছু ইটের উপর একটা কাঠ দিয়ে কোনরকম সেখানে হাত রেখে নিজের ভার বইছিল আর বলছিল 'আর পারছিনা' টিভিতে তাকে এভাবে দেখে সারারাত ঘুমাতে পারিনি, সকালেই দেখলাম সেও চলে গেল। আল্লাহ তাকে জান্নাতবাসি করুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.