নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

আশা-স্বপ্ন

১৯ শে মার্চ, ২০১৪ রাত ৩:১৭

স্বপ্নের সাথে আশা জুড়ে দিয়ে বুনেছিলাম স্বপ্নমালা

বেদনার গায়ে সুখ প্রলেপ মেখে আড়াল করেছি জ্বালা

পাতা কুড়ায়ে জড়ো করেছি স্তূপ করেছি উনুনে

পৌষের ভোরে অগ্নিশিখা দাউদাউ করবে উঠোনে

সে পাতা কবে উড়ে এসে জ্বলিল আমারি গায়ের পরে

পাইনি তো টের,জ্বলে গেছে ঢের,লেগেছে যে অন্তরে।

হাসি হাসি রব,ঊষার কোলে হাসিমাখা স্বপ্ন নিয়ে

খাইয়ে-পড়িয়ে বড় করেছি কতোনা ভালোবাসা দিয়ে

যতন করে সাজিয়েছি বউ,সাজিয়েছি রাঙ্গা করে

কেমনে স্বপন উড়িয়া গেলো খাঁচার বাঁধন ছিঁড়ে

আশা দিয়েছি,দিয়েছি বাসা,দিয়েছি স্বপ্ন তরী

কেমন করে ভুলিয়া গেলো,আমারি গেলো ছাড়ি !

শীতের রাতে কনকনে হিমে,গায়ে জড়ায়ে রাখিতাম

এততুকু যেন কষ্ট না পায়,তাহাই শুধু ভাবিতাম

গ্রীষ্ম দাহে না যেন পুড়ায় মায়া মাখা ওই তনু

ছায়া দিয়ে রাখিতাম তাহারে,বাজাইতাম মায়া বেণু

সন্ধ্যা রাতে না যেন ফুপায়,সেই কথা খানি ভেবে

শত কিছু ফেলে উড়িয়া যাইতাম তাহারি মন ভবে

ঘুমাইবার কালে অমানিশা যেন নাহি কভু ভর করে

তাইতো তখন হেসে ভাসাইতাম তাহার ঘর ভরে

আজি কেন সব আমারে ভাসায়,স্মৃতির দরজা খুলে

কেন পাখি উড়ে গেলো,আমারি কোন ভুলে।

কেউ বলেনি,কেউ জানেনি,আমি জানি সে কথা

আশা ভরা সে স্বপ্নগুলোই আজ মনের ব্যাথা।

স্বপ্ন শুধু স্বপ্নই নয়,মহা সে সাধনা

তাহাই লইয়া আরাধনা হবে,আসুক না যতই যাতনা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.