নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশরাফুল আলম

চির চেনা

i write for myself, its my hobby, want to be a bolgger.

চির চেনা › বিস্তারিত পোস্টঃ

আমার বউ

২৭ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২০

তুমি আমার শত সাধনার লক্ষ্মী সোনা বউ

সকাল বিকাল সারাবেলার গন্ধ মৌ মৌ

গোলাপ,বেলী,হাসনাহেনা তুমি ওগো বউ

হৃদয় মাঠের নিত্য হাসি আমার সকল চৌ।

আঁধার তুমি,আলো তুমি,নিত্য চাঁদের হাসি

একটু নয়,আধটু নয়,অনেক ভালবাসি।

তুমি আমার ঘুম জাগানো-মিষ্টি ভালোবাসা

গান শোনানো,দিন ভুলানো বুকের চরম খাসা।

দস্যি আমার,চাঁদ আমার ওগো অভিমানী

অনেক ভালোবাসো আমায়,সেই কথাটি জানি।

তোমার চোখে তাকিয়ে দেখি আলোয় ভুবন ভরা

তোমার ঠোঁটের মিষ্টি হাসি,আমার আকাশে তারা।

কান্না তোমার-শেলসম দেখো হাড় পাজরে গাঁথা

বুকের মাঝে চিনচিনিয়ে হাজার রকম ব্যাথা।

আমার বউ সবার সেরা,আমার নয়নমণি

তোমায় পেয়ে ওগো বউ,ধন্যি আমি ধন্যি।

বউ ওগো বউ,তুমি আমার লক্ষ্মী সোনা বউ

তোমায় ছাড়া বাসবো ভালো,আর কি আছে কেউ?

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৭:৪৪

ভিটামিন সি বলেছেন: এই কবিতা যদি আমি আমার বউকে এসএমএস করি, তাইলে কম কইরা হইলেও সারাদিনে ১২০০ রিপ্লাই এসএমএস আসবে হ্যাংআউট, বাইবার, হোয়াটসএপ থেকে। এতো তেলতেলা কবিতা হইছে এটা।

২| ২৭ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৩১

রাবার বলেছেন: এতো তেলতেলা কবিতা হইছে এটা। :!> :!>

৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ৮:১৬

রোদের গল্প বলেছেন: বাহ! ভাল হইসে তো!

আপনার স্ত্রী পৃথিবীর ভাগ্যবতীদের একজন!

৪| ২৪ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৫০

ঈশান হাওয়া বলেছেন: হাহাাহাহা ভাবিরে সেই রকর তেল দেওয়া কবিতা । আগামী ১ বছর সব দোষ মাফ টাইপ কবিতা.

৫| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৬

ফারুক৭ বলেছেন: কত জনরেইতো তেল দিল, এবার না হয় বউকেই... :P

৬| ২৭ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৪৫

ফারুক৭ বলেছেন: ও, আরেখ্খান কতা। চোখ থেকে নতুন রঙিন চশমাটা খুইলে রাখেন, তারপর কবিতাটা আবার নতুন কইরে লেখেন। দেখি কত পারেন তেল দিতে...
মাইন্ড কইরেন না। শুভ কামনা রইল।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০০

নিজাম১৪৩ বলেছেন: একটি তেলময় কবিতা। অনেক ভালো হয়েছে। প্রিয়তে রাখলাম।

৮| ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:০৯

শায়মা বলেছেন: হা হা মজার কবিতা ভাইয়া!

৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫৫

চির চেনা বলেছেন: ধন্যবাদ... বউ নিয়ে লিখছি বলে বেশী খুশী লাগছে তাই না !!! শায়মা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.